২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

একটু খাবারের জন্য দুর্গতদের হাহাকার 

ইমামা খাতুন
  • আপডেট : ১৩ ফেব্রুয়ারী ২০২৩, সোমবার
  • / 119

পুবের কলম ওয়েবডেস্ক: তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অনেক এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে। এই পরিস্থিতিতে মানবেতর জীবনযাপন করছেন স্বজনহারা,গৃহহারা মানুষ। খাবারের জন্য হাহাকার শুরু হয়েছে। একটু গরম খাবারের আশায় রেস্তোরাঁর সামনে মানুষের  ভিড় দেখা দিয়েছে। ক্রমশ সে সারি আরও দীর্ঘ হচ্ছে।  তুরস্কের গাজিয়ানেটেপ খাবারের রাজধানী হিসেবে মানুষের কাছে পরিচিত ছিল। কিন্তু গত সোমবারের ভূমিকম্পের পর এ শহরের চিত্র বদলে গেছে। এখানে কমপক্ষে ২,০০০ মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঝুঁকি বিবেচনায় হাজারো মানুষকে তাদের ভবন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তীব্র শীতের মধ্যে অনেকের আশ্রয় এখন খোলা জায়গায় খাটানো তাঁবু। এ পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে খাদ্যসহায়তা নিয়ে এগিয়ে এসেছেন অনেকেই।  ভূমিকম্পে ঘরবাড়ি হারানো আজদে গানেস খাবার দিয়ে সহযোগিতা করার জন্য গাজিয়ানটেপের রেস্তোরাঁগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বলেন, ‘খাবারের জন্য রেস্তোরাঁগুলোয় বিশাল লাইন পড়েছে। মানুষকে বিনামূল্যে খাবার দিচ্ছে অনেক রেস্তোরাঁ। সরকারের পক্ষ থেকে তেমন সহায়তা নেই।’

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

একটু খাবারের জন্য দুর্গতদের হাহাকার 

আপডেট : ১৩ ফেব্রুয়ারী ২০২৩, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক: তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অনেক এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে। এই পরিস্থিতিতে মানবেতর জীবনযাপন করছেন স্বজনহারা,গৃহহারা মানুষ। খাবারের জন্য হাহাকার শুরু হয়েছে। একটু গরম খাবারের আশায় রেস্তোরাঁর সামনে মানুষের  ভিড় দেখা দিয়েছে। ক্রমশ সে সারি আরও দীর্ঘ হচ্ছে।  তুরস্কের গাজিয়ানেটেপ খাবারের রাজধানী হিসেবে মানুষের কাছে পরিচিত ছিল। কিন্তু গত সোমবারের ভূমিকম্পের পর এ শহরের চিত্র বদলে গেছে। এখানে কমপক্ষে ২,০০০ মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঝুঁকি বিবেচনায় হাজারো মানুষকে তাদের ভবন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তীব্র শীতের মধ্যে অনেকের আশ্রয় এখন খোলা জায়গায় খাটানো তাঁবু। এ পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে খাদ্যসহায়তা নিয়ে এগিয়ে এসেছেন অনেকেই।  ভূমিকম্পে ঘরবাড়ি হারানো আজদে গানেস খাবার দিয়ে সহযোগিতা করার জন্য গাজিয়ানটেপের রেস্তোরাঁগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বলেন, ‘খাবারের জন্য রেস্তোরাঁগুলোয় বিশাল লাইন পড়েছে। মানুষকে বিনামূল্যে খাবার দিচ্ছে অনেক রেস্তোরাঁ। সরকারের পক্ষ থেকে তেমন সহায়তা নেই।’