২২ অক্টোবর ২০২৫, বুধবার, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মহারাষ্ট্রের চিনিকলে বিধ্বংসী আগুন, আটকা ৭০ শ্রমিক, ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন  

ইমামা খাতুন
  • আপডেট : ২৬ ফেব্রুয়ারী ২০২৩, রবিবার
  • / 89

পুবের কলম ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের চিনিকলে বিধ্বংসী আগুন। কাজ চলাকালীন জোরাল বিস্ফোরণের জেরে দুর্ঘটনাটি ঘটেছে বলেই খবর। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের আহমেদনগরে। এখনও পাওয়া খবর পর্যন্ত এই ঘটনায় ৭ জন শ্রমিককে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। কারখানায় এখনও প্রায় ৭০ জন শ্রমিক আটকে রয়েছেন বলেই সংবাদ মাধ্যম সূত্রে খবর। খবর পাওয়া মাত্রই দমকলের ১০ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছিয়েছে। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

পুলিশ ও দমকল সূত্রে খবর, আহমেদনগরের শেবগাঁওয়ের গঙ্গামাই চিনিকলের শাখায় অগ্নিকাণ্ডে প্রায় ৮০ জন শ্রমিক আটকে পড়েছিলেন। গুরুতর জখম ৮ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে। তবে কি ভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখন খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় আহমেদনগরের শেবগাঁওয়ের গঙ্গামাই চিনিকলের শাখায়  হঠাৎ করেই একটি জোরাল বিস্ফোরণ ঘটে। কারখানায় কাজ চলাকালীন এই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার সঙ্গে সঙ্গে আগুনের ফুলকি চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে শ্রমিকরা বাইরে বেরিয়ে আসতে পারিনি। ফলস্বরূপ তারা সেখানে আঁটকে পড়ে। সেই সময় চিনিকলের ভিতরে ছিলেন প্রায় ৮০ জন শ্রমিক। তারপর কারখানা কর্তৃপক্ষই তড়িঘড়ি দমকলে খবর দেয় এবং দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। চিনিকলের ভিতরে আটকে পড়া শ্রমিকদেরও ধীরে ধীরে বের করে আনার চেষ্টা করেন দমকলকর্মীরা।

শেষ পাওয়া খবর পর্যন্ত, ৮ জন শ্রমিককদে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনও অনেক শ্রমিক আটকে রয়েছেন বলে প্রাথমিক তদন্তে পুলিশ সূত্রে খবর। তবে দমকলের ১০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। চালু হয়েছে কুলিং প্রসেস ।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মহারাষ্ট্রের চিনিকলে বিধ্বংসী আগুন, আটকা ৭০ শ্রমিক, ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন  

আপডেট : ২৬ ফেব্রুয়ারী ২০২৩, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের চিনিকলে বিধ্বংসী আগুন। কাজ চলাকালীন জোরাল বিস্ফোরণের জেরে দুর্ঘটনাটি ঘটেছে বলেই খবর। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের আহমেদনগরে। এখনও পাওয়া খবর পর্যন্ত এই ঘটনায় ৭ জন শ্রমিককে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। কারখানায় এখনও প্রায় ৭০ জন শ্রমিক আটকে রয়েছেন বলেই সংবাদ মাধ্যম সূত্রে খবর। খবর পাওয়া মাত্রই দমকলের ১০ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছিয়েছে। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

পুলিশ ও দমকল সূত্রে খবর, আহমেদনগরের শেবগাঁওয়ের গঙ্গামাই চিনিকলের শাখায় অগ্নিকাণ্ডে প্রায় ৮০ জন শ্রমিক আটকে পড়েছিলেন। গুরুতর জখম ৮ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে। তবে কি ভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখন খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় আহমেদনগরের শেবগাঁওয়ের গঙ্গামাই চিনিকলের শাখায়  হঠাৎ করেই একটি জোরাল বিস্ফোরণ ঘটে। কারখানায় কাজ চলাকালীন এই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার সঙ্গে সঙ্গে আগুনের ফুলকি চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে শ্রমিকরা বাইরে বেরিয়ে আসতে পারিনি। ফলস্বরূপ তারা সেখানে আঁটকে পড়ে। সেই সময় চিনিকলের ভিতরে ছিলেন প্রায় ৮০ জন শ্রমিক। তারপর কারখানা কর্তৃপক্ষই তড়িঘড়ি দমকলে খবর দেয় এবং দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। চিনিকলের ভিতরে আটকে পড়া শ্রমিকদেরও ধীরে ধীরে বের করে আনার চেষ্টা করেন দমকলকর্মীরা।

শেষ পাওয়া খবর পর্যন্ত, ৮ জন শ্রমিককদে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনও অনেক শ্রমিক আটকে রয়েছেন বলে প্রাথমিক তদন্তে পুলিশ সূত্রে খবর। তবে দমকলের ১০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। চালু হয়েছে কুলিং প্রসেস ।