১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সাইবার প্রতারণাতে হারিয়ে ফেলেছেন অর্জিত টাকা , ২৪ ঘন্টায় পেতে পারেন ফেরৎ, জানুন কিভাবে!

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২১ অগাস্ট ২০২১, শনিবার
  • / 156

পুবের কলম, ওয়েবডেস্ক: চোর ছিনতাইবাজেরা কি কম ছিল যে তার সঙ্গে আরও এল সাইবার চিটিংবাজেরা। অনলাইন সুযোগ সুবিধা পাওয়ার মূল্য হিসেবে অনেককেই হারাতে হয়েছে তাদের কষ্টের অর্জিত অর্থ। ডিজিটাল ইন্ডিয়ার সঙ্গে সঙ্গে ডিজিটাল হয়ে উঠেছে এই চিটিংবাজেরাও। নিত্যদিন একাধিক মানুষ অনলাইনে প্রতারণার শিকার হচ্ছেন। এই প্রতারণার হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে কেন্দ্র সরকারের গৃহ মন্ত্রালয়ের ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল (https://cybercrime.gov.in/Default.aspx) একটি নতুন ব্যাবস্থা শুরু করেছে। এই পোর্টালটির ওয়েব পেজে একটই সহায়তা নম্বর বা হেল্পলাইন নম্বর দিয়েছে তারা । এই হেল্পলাইন নম্বরটি হল ১৫৫২৬০।

বর্তমানে দিল্লি , রাজস্থান , তামিলনাড়ু , উত্তরাখন্ড , ছত্তিশগড় , উত্তরপ্রদেশ ও অসম থেকে এই নম্বরে ফোন করলে জানানো যাবে অভিযোগ। টাকা ফেরৎ পেতে সম্পূর্ণ সহায়তা করবে এই হেল্পলাইনের আধিকারিকেরা। এই নম্বরে কল করলে প্রতারণা সংক্রান্ত তথ্য গুলি আপনার থেকে নেওয়া হবে যার মধ্যে প্রতারণার সময় , প্রতারিত ব্যাক্তির ব্যাঙ্কের অথবা ই ওয়ালেটের ডিটেলস ও নেওয়া হবে। আপনার থেকে তথ্য সংগ্রহ করবার পর দ্রুততার সঙ্গে তদন্ত শুরু হয়ে যাবে এবং যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার টাকাটি ঢুকেছে সেটিকে ফ্রিজ করে দেওয়া হবে। অর্থাৎ সেই একাউন্ট থেকে টাকা তোলা বা ট্রান্সফার সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। তদন্তের ভিত্তিতে যদি আপনার অভিযোগ সঠিক প্রমাণ হয় তাহলে কিছু সময়ের মধ্যেই ওই অ্যাকাউন্ট থেকে থেকে আপনি আপনার টাকা ফেরৎ পেয়ে যাবেন।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সাইবার প্রতারণাতে হারিয়ে ফেলেছেন অর্জিত টাকা , ২৪ ঘন্টায় পেতে পারেন ফেরৎ, জানুন কিভাবে!

আপডেট : ২১ অগাস্ট ২০২১, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: চোর ছিনতাইবাজেরা কি কম ছিল যে তার সঙ্গে আরও এল সাইবার চিটিংবাজেরা। অনলাইন সুযোগ সুবিধা পাওয়ার মূল্য হিসেবে অনেককেই হারাতে হয়েছে তাদের কষ্টের অর্জিত অর্থ। ডিজিটাল ইন্ডিয়ার সঙ্গে সঙ্গে ডিজিটাল হয়ে উঠেছে এই চিটিংবাজেরাও। নিত্যদিন একাধিক মানুষ অনলাইনে প্রতারণার শিকার হচ্ছেন। এই প্রতারণার হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে কেন্দ্র সরকারের গৃহ মন্ত্রালয়ের ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল (https://cybercrime.gov.in/Default.aspx) একটি নতুন ব্যাবস্থা শুরু করেছে। এই পোর্টালটির ওয়েব পেজে একটই সহায়তা নম্বর বা হেল্পলাইন নম্বর দিয়েছে তারা । এই হেল্পলাইন নম্বরটি হল ১৫৫২৬০।

বর্তমানে দিল্লি , রাজস্থান , তামিলনাড়ু , উত্তরাখন্ড , ছত্তিশগড় , উত্তরপ্রদেশ ও অসম থেকে এই নম্বরে ফোন করলে জানানো যাবে অভিযোগ। টাকা ফেরৎ পেতে সম্পূর্ণ সহায়তা করবে এই হেল্পলাইনের আধিকারিকেরা। এই নম্বরে কল করলে প্রতারণা সংক্রান্ত তথ্য গুলি আপনার থেকে নেওয়া হবে যার মধ্যে প্রতারণার সময় , প্রতারিত ব্যাক্তির ব্যাঙ্কের অথবা ই ওয়ালেটের ডিটেলস ও নেওয়া হবে। আপনার থেকে তথ্য সংগ্রহ করবার পর দ্রুততার সঙ্গে তদন্ত শুরু হয়ে যাবে এবং যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার টাকাটি ঢুকেছে সেটিকে ফ্রিজ করে দেওয়া হবে। অর্থাৎ সেই একাউন্ট থেকে টাকা তোলা বা ট্রান্সফার সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। তদন্তের ভিত্তিতে যদি আপনার অভিযোগ সঠিক প্রমাণ হয় তাহলে কিছু সময়ের মধ্যেই ওই অ্যাকাউন্ট থেকে থেকে আপনি আপনার টাকা ফেরৎ পেয়ে যাবেন।