০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

হাজীদের নিজেদের উদ্যোগেই সংগ্রহ করতে হবে সউদি রিয়াল, দয়িত্ব নিচ্ছে না হজ কমিটি

ইমামা খাতুন
  • আপডেট : ১ মার্চ ২০২৩, বুধবার
  • / 64

পুবের কলম ওয়েবডেস্ক: এতদিন ভারতীয় হজযাত্রীরা সউদির মাটিতে পা রাখার আগেই সেখানে খরচের জন্য সউদির মুদ্রা রিয়াল পেতেন, হজ   কমিটির কাছ থেকে। ভারতীয় মুদ্রায় ৪৬,৫৯৯ টাকা দিলে হজ কমিটির পক্ষ থেকে হযযাত্রীদের দেওয়া হত ২১ শো রিয়াল।

যাতে সউদির আরবে  পৌঁছে নিজেদের প্রয়োজন অনুযায়ী তাঁরা ওই টাকা খরচ করতে পারেন। কিন্তু এবার থেকে ভারতীয় মুদ্রার বিনিময়ে সউদি রিয়াল দেওয়ার দায়িত্ব  নিচ্ছে না হজ কমিটি।

এখন থেকে হযযাত্রীদের নিজেদের উদ্যোগেই টাকা বদলে রিয়াল করে নিতে হবে। এই সিদ্ধান্তের পর বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে। অনেকে বলছেন, এতে হজযাত্রীদের সুবিধা হবে। কারণ, রিয়ালের জন্য হজ কমিটির মুখের দিকে চেয়ে থাকতে হবে না।

তাঁরা নিজেদের সুবিধামত রিয়াল সংগ্রহ করে নেবেন। কিন্তু প্রত্যন্ত এলাকার মানুষজন বলছেন, এই সিদ্ধান্তের কারণে সমস্যায় পড়বেন তাঁরা। কারণ এসবের জন্য শহরে আসার পাশাপাশি, জালিয়াতির শিকার হওয়ারও ভয় থেকে যাবে।

হজ কমিটির সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন জমিয়ত উলামা-এ-হিন্দ এর কর্মকর্তারা। তাঁদের মতে এই সিদ্ধান্তের কারণে সমস্যায় পড়বেন হযযাত্রীরা। জমিয়তের গুরুত্বপূর্ণ কর্মকর্তা জয়নুর রাশিদিনের মতে, গত বছর পর্যন্ত হজযাত্রায় প্রায় ৪ লক্ষ টাকা খরচ হয়েছে।

এবছর খরচ ৫০ হাজার টাকা কমানোর কথা বলা হয়েছিল, কিন্তু এই সিদ্ধান্তের পর হাজীদের খরচ বাড়বে । পাশাপাশি তাঁরা বিশৃঙ্খলার মুখোমুখি হবেন। তিনি বলেন, আবেদনের শেষ তারিখ ১০ মার্চ করা হয়েছিল, সেই সময়সীমাও বাড়ানো দরকার।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হাজীদের নিজেদের উদ্যোগেই সংগ্রহ করতে হবে সউদি রিয়াল, দয়িত্ব নিচ্ছে না হজ কমিটি

আপডেট : ১ মার্চ ২০২৩, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: এতদিন ভারতীয় হজযাত্রীরা সউদির মাটিতে পা রাখার আগেই সেখানে খরচের জন্য সউদির মুদ্রা রিয়াল পেতেন, হজ   কমিটির কাছ থেকে। ভারতীয় মুদ্রায় ৪৬,৫৯৯ টাকা দিলে হজ কমিটির পক্ষ থেকে হযযাত্রীদের দেওয়া হত ২১ শো রিয়াল।

যাতে সউদির আরবে  পৌঁছে নিজেদের প্রয়োজন অনুযায়ী তাঁরা ওই টাকা খরচ করতে পারেন। কিন্তু এবার থেকে ভারতীয় মুদ্রার বিনিময়ে সউদি রিয়াল দেওয়ার দায়িত্ব  নিচ্ছে না হজ কমিটি।

এখন থেকে হযযাত্রীদের নিজেদের উদ্যোগেই টাকা বদলে রিয়াল করে নিতে হবে। এই সিদ্ধান্তের পর বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে। অনেকে বলছেন, এতে হজযাত্রীদের সুবিধা হবে। কারণ, রিয়ালের জন্য হজ কমিটির মুখের দিকে চেয়ে থাকতে হবে না।

তাঁরা নিজেদের সুবিধামত রিয়াল সংগ্রহ করে নেবেন। কিন্তু প্রত্যন্ত এলাকার মানুষজন বলছেন, এই সিদ্ধান্তের কারণে সমস্যায় পড়বেন তাঁরা। কারণ এসবের জন্য শহরে আসার পাশাপাশি, জালিয়াতির শিকার হওয়ারও ভয় থেকে যাবে।

হজ কমিটির সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন জমিয়ত উলামা-এ-হিন্দ এর কর্মকর্তারা। তাঁদের মতে এই সিদ্ধান্তের কারণে সমস্যায় পড়বেন হযযাত্রীরা। জমিয়তের গুরুত্বপূর্ণ কর্মকর্তা জয়নুর রাশিদিনের মতে, গত বছর পর্যন্ত হজযাত্রায় প্রায় ৪ লক্ষ টাকা খরচ হয়েছে।

এবছর খরচ ৫০ হাজার টাকা কমানোর কথা বলা হয়েছিল, কিন্তু এই সিদ্ধান্তের পর হাজীদের খরচ বাড়বে । পাশাপাশি তাঁরা বিশৃঙ্খলার মুখোমুখি হবেন। তিনি বলেন, আবেদনের শেষ তারিখ ১০ মার্চ করা হয়েছিল, সেই সময়সীমাও বাড়ানো দরকার।