০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রমযানকে স্বাগত জানাতে আলোর সাজে লন্ডন

ইমামা খাতুন
  • আপডেট : ২২ মার্চ ২০২৩, বুধবার
  • / 104

পুবের কলম,ওয়েবডেস্ক: চলে এসেছে পবিত্র রমযান। সারা বিশ্বের মুসলিমরা এক আধ্যাত্মিক পরিবেশের মধ্য দিয়ে রোযা পালন করবেন। ব্রিটেনে প্রথমবারের মতো পবিত্র রমযান মাস উপলক্ষে লন্ডনকে ৩০ হাজার বাতি জ্বালিয়ে আলোকিত করা হয়েছে। লিসেস্টার স্কোয়ারকে পিকাডিলির সঙ্গে যুক্তকারী কভেন্ট্রি সড়কটি ‘হ্যাপি রমযান’ আলোকসজ্জা দিয়ে আলোকিত করা হয়েছে। ব্রিটেনের রাজধানীতে রমযান উদ্যাপনকারী ১৩ লক্ষ মুসলমানদের মধ্যে একজন লন্ডনের মেয়র সাদিক খান এই বাতি জ্বালিয়েছেন। ক্রিসমাস লাইটের প্রতি অনুপ্রাণিত হয়ে ইনস্টলেশনটি তৈরি করেন আয়েশা দেশাই। ‘রমযান লাইটস’ নামের একটি অলাভজনক সংগঠনের প্রতিাষ্ঠাতা তিনি। আয়েশা বলেন, ক্রিসমাস লাইটের মতো করে এটি গড়ার উচ্চাকাঙ্ক্ষা আমার ছিল। আমি যখন বড় হচ্ছি তখন আমার বোনের সঙ্গে ক্রিসমাস লাইট দেখতে যেতাম। মধ্যপ্রাচ্যে থাকার সুযোগ হয়েছিল। সেখানে আমি রমযানে আলোকসজ্জা দেখেছিলাম। আমি লন্ডনে সেই আনন্দ এবং জাদু আনতে চেয়েছিলাম। দেশাই তিন বছর আগে এই প্রকল্পটি শুরু করেছিলেন। তিনি বলেন, এটি অবিশ্বাস্য দেখাচ্ছে, আমি অভিভূত। আমি আমাদের প্রতিবেশীদের জানাতে চাই যে এটি আমাদের জন্য সত্যিই একটি গুরুত্বপূর্ণ মাস। এটি বছরের মধ্যে আমার প্রিয় একটি মাস। আমি এক গর্বিত মুসলিম।

সাউথ কেনসিংটনের ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামে একটি পাবলিক ইফতারের আয়োজন করা হবে। যেখানে মুসলিম ও অমুসলিমদের জন্য একটি অস্থায়ী মসজিদ এবং রমযান প্যাভিলিয়ন নির্মাণ করা হয়েছে। এদিকে, চেলসি ফুটবল ক্লাব স্ট্যামফোর্ড ব্রিজের পিচের পাশে খোলা ইফতারের আয়োজন করবে। ওয়েম্বলি স্টেডিয়াম মাসের শেষের দিকে একই কাজ করবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: শুধু রমযান নয়, কখনোই অনুমতি দেওয়া হবে না: ফ্যাশন শো নিয়ে আবদুল্লাহ

আরও পড়ুন: রমযান: হৃদয় পরিবর্তনের বরকতময় এক মাস

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রমযানকে স্বাগত জানাতে আলোর সাজে লন্ডন

আপডেট : ২২ মার্চ ২০২৩, বুধবার

পুবের কলম,ওয়েবডেস্ক: চলে এসেছে পবিত্র রমযান। সারা বিশ্বের মুসলিমরা এক আধ্যাত্মিক পরিবেশের মধ্য দিয়ে রোযা পালন করবেন। ব্রিটেনে প্রথমবারের মতো পবিত্র রমযান মাস উপলক্ষে লন্ডনকে ৩০ হাজার বাতি জ্বালিয়ে আলোকিত করা হয়েছে। লিসেস্টার স্কোয়ারকে পিকাডিলির সঙ্গে যুক্তকারী কভেন্ট্রি সড়কটি ‘হ্যাপি রমযান’ আলোকসজ্জা দিয়ে আলোকিত করা হয়েছে। ব্রিটেনের রাজধানীতে রমযান উদ্যাপনকারী ১৩ লক্ষ মুসলমানদের মধ্যে একজন লন্ডনের মেয়র সাদিক খান এই বাতি জ্বালিয়েছেন। ক্রিসমাস লাইটের প্রতি অনুপ্রাণিত হয়ে ইনস্টলেশনটি তৈরি করেন আয়েশা দেশাই। ‘রমযান লাইটস’ নামের একটি অলাভজনক সংগঠনের প্রতিাষ্ঠাতা তিনি। আয়েশা বলেন, ক্রিসমাস লাইটের মতো করে এটি গড়ার উচ্চাকাঙ্ক্ষা আমার ছিল। আমি যখন বড় হচ্ছি তখন আমার বোনের সঙ্গে ক্রিসমাস লাইট দেখতে যেতাম। মধ্যপ্রাচ্যে থাকার সুযোগ হয়েছিল। সেখানে আমি রমযানে আলোকসজ্জা দেখেছিলাম। আমি লন্ডনে সেই আনন্দ এবং জাদু আনতে চেয়েছিলাম। দেশাই তিন বছর আগে এই প্রকল্পটি শুরু করেছিলেন। তিনি বলেন, এটি অবিশ্বাস্য দেখাচ্ছে, আমি অভিভূত। আমি আমাদের প্রতিবেশীদের জানাতে চাই যে এটি আমাদের জন্য সত্যিই একটি গুরুত্বপূর্ণ মাস। এটি বছরের মধ্যে আমার প্রিয় একটি মাস। আমি এক গর্বিত মুসলিম।

সাউথ কেনসিংটনের ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামে একটি পাবলিক ইফতারের আয়োজন করা হবে। যেখানে মুসলিম ও অমুসলিমদের জন্য একটি অস্থায়ী মসজিদ এবং রমযান প্যাভিলিয়ন নির্মাণ করা হয়েছে। এদিকে, চেলসি ফুটবল ক্লাব স্ট্যামফোর্ড ব্রিজের পিচের পাশে খোলা ইফতারের আয়োজন করবে। ওয়েম্বলি স্টেডিয়াম মাসের শেষের দিকে একই কাজ করবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: শুধু রমযান নয়, কখনোই অনুমতি দেওয়া হবে না: ফ্যাশন শো নিয়ে আবদুল্লাহ

আরও পড়ুন: রমযান: হৃদয় পরিবর্তনের বরকতময় এক মাস