২৬ জুলাই ২০২৫, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রামনবমীর হিংসা: ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে হাওড়া যেতে বাধা পুলিশের

ইমামা খাতুন
  • আপডেট : ৯ এপ্রিল ২০২৩, রবিবার
  • / 45

পুবের কলম প্রতিবেদক: হাওড়ার শিবপুরে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটে। তারপর রাজ্য প্রশাসন সংশ্লিষ্ট এলাকায় জারি করে ১৪৪ ধারা। সেই ধারার অজুহাত দেখিয়ে রবিবার হাওড়া যেতে বাধা দেওয়া হয় কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে। এর আগে হুগলির পথেও বাধার মুখে পড়ে সেই টিম। এবার হাওড়া। রবিবার দ্বিতীয় হুগলি সেতুতে পুলিশি বাধার মুখে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। শেষমেশ শিবপুরে আর যাওয়া হল না তাঁদের। পরিবর্তে কলকাতার উদ্দেশে ফিরে যান সকলে। পরবর্তীকালে কী কর্মসূচি হয়েছে  ফ্যাক্ট ফাইন্ডিং টিমের, তা এখনও জানা যায়নি।

রবিবার প্রায় সাড়ে ১১টা নাগাদ দ্বিতীয় হুগলি সেতুতে পৌঁছন কেন্দ্রের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। হুগলি সেতুর ঠিক টোলপ্লাজার পরেই তাঁদের গাড়ি আটকে দেয় পুলিশ। তারপর গাড়ি থেকে নেমে পড়েন প্রতিনিধিরা। এমনকী, পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তাঁরা। পুলিশের পক্ষ থেকে বলা হয়, শিবপুরে ১৪৪ ধারা জারি রয়েছে। তাই সেখানে কেন্দ্রের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রতিনিধিরা গেলে অশান্তির আশঙ্কা রয়েছে। তাই সেখানে যেতে দেওয়া কোনওভাবেই সম্ভব নয়।

এ দিকে পুলিশের বাধা পেয়ে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা দাবি করেন, হুগলির পর হাওড়াতেও স্রেফ ইচ্ছাকৃতভাবেই আটকে দেওয়া হয়েছে। পুলিশ যে যুক্তি দেখাচ্ছে তা সঠিক নয়। শেষমেশ শিবপুরে আর যাওয়া হয়নি। ফের কলকাতার উদ্দেশে রওনা দেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রতিনিধিরা।

প্রসঙ্গত, রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়ার শিবপুর, কাজিপাড়া এবং হুগলির রিষড়া এলাকাতে অশান্তির পরিবেশ তৈরি হয়। অশান্তি কবলিত এলাকায় ১৪৪ ধারাও জারি করা হয়। সেই সমস্ত এলাকা পরিদর্শন করে রিপোর্ট তৈরি করতেই বাংলায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছে। এদিকে রাজ্যের তরফে আদালতে জানানো হয়েছে, মিছিলকারীরাই উসকানি দিয়েছিল তাই পরিস্থিতি খারাপ হয়। যদিও বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং বিচারাধীন। তবে পুলিশ-প্রশাসন শান্তি ফেরাতে যথেষ্ট তৎপর। এলাকায় এখন কোনও সমস্যা নেই।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রামনবমীর হিংসা: ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে হাওড়া যেতে বাধা পুলিশের

আপডেট : ৯ এপ্রিল ২০২৩, রবিবার

পুবের কলম প্রতিবেদক: হাওড়ার শিবপুরে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটে। তারপর রাজ্য প্রশাসন সংশ্লিষ্ট এলাকায় জারি করে ১৪৪ ধারা। সেই ধারার অজুহাত দেখিয়ে রবিবার হাওড়া যেতে বাধা দেওয়া হয় কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে। এর আগে হুগলির পথেও বাধার মুখে পড়ে সেই টিম। এবার হাওড়া। রবিবার দ্বিতীয় হুগলি সেতুতে পুলিশি বাধার মুখে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। শেষমেশ শিবপুরে আর যাওয়া হল না তাঁদের। পরিবর্তে কলকাতার উদ্দেশে ফিরে যান সকলে। পরবর্তীকালে কী কর্মসূচি হয়েছে  ফ্যাক্ট ফাইন্ডিং টিমের, তা এখনও জানা যায়নি।

রবিবার প্রায় সাড়ে ১১টা নাগাদ দ্বিতীয় হুগলি সেতুতে পৌঁছন কেন্দ্রের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। হুগলি সেতুর ঠিক টোলপ্লাজার পরেই তাঁদের গাড়ি আটকে দেয় পুলিশ। তারপর গাড়ি থেকে নেমে পড়েন প্রতিনিধিরা। এমনকী, পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তাঁরা। পুলিশের পক্ষ থেকে বলা হয়, শিবপুরে ১৪৪ ধারা জারি রয়েছে। তাই সেখানে কেন্দ্রের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রতিনিধিরা গেলে অশান্তির আশঙ্কা রয়েছে। তাই সেখানে যেতে দেওয়া কোনওভাবেই সম্ভব নয়।

এ দিকে পুলিশের বাধা পেয়ে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা দাবি করেন, হুগলির পর হাওড়াতেও স্রেফ ইচ্ছাকৃতভাবেই আটকে দেওয়া হয়েছে। পুলিশ যে যুক্তি দেখাচ্ছে তা সঠিক নয়। শেষমেশ শিবপুরে আর যাওয়া হয়নি। ফের কলকাতার উদ্দেশে রওনা দেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রতিনিধিরা।

প্রসঙ্গত, রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়ার শিবপুর, কাজিপাড়া এবং হুগলির রিষড়া এলাকাতে অশান্তির পরিবেশ তৈরি হয়। অশান্তি কবলিত এলাকায় ১৪৪ ধারাও জারি করা হয়। সেই সমস্ত এলাকা পরিদর্শন করে রিপোর্ট তৈরি করতেই বাংলায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছে। এদিকে রাজ্যের তরফে আদালতে জানানো হয়েছে, মিছিলকারীরাই উসকানি দিয়েছিল তাই পরিস্থিতি খারাপ হয়। যদিও বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং বিচারাধীন। তবে পুলিশ-প্রশাসন শান্তি ফেরাতে যথেষ্ট তৎপর। এলাকায় এখন কোনও সমস্যা নেই।