২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

Breaking: উইন্ড শিল্ডে ফাটল, জরুরি অবতরণ বিমানের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, শনিবার
  • / 49

পুবের কলম, ওয়েবডেস্ক: কার্গো বিমানের উইন্ডশিল্ডেফাটল জরুরি অবতরণ কলকাতা বিমানবন্দরে হংকংগামী বিমানের। জেড্ডা থেকে একটি কার্গো বিমান এস ভি ৯৭২ হংকং এর উদ্দেশে রওনা দিয়েছিল ঘড়ির কাঁটায় ঠিক সকাল ১১:৩৭। কলকাতার আকাশে যখন বিমান ঠিক সেই সময় পাইলট লক্ষ্য করে বিমানের উইন্ডশিল্ডে একেবারে বড়সড় ফাটল ।

পাইলট তৎক্ষণিক এটিসির সঙ্গে যোগাযোগ করেন এবং জানান, বিমানের উইন্ডশিল্ডে একেবারে বড়সড় ফাটল দেখা দিয়েছে দুর্ঘটনা ঘটতে পারে তড়িঘড়ি বিমান জরুরি অবতরণ করাতে চান। এরপরেই এটিসি সবুজ সংকেত দেয় বিমান   যাতে কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো হয়।

আরও পড়ুন: ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক, নাগপুরে জরুরি অবতরণ

এরপরই পাইলট বিমান অবতরণ করায়।কলকাতা বিমানবন্দরে ঠিক দুপুর ১২.২৭ নাগাদ। ইতিমধ্যেই বিমান মেরামতির কাজ শুরু হয়েছে। কী করে বিমানের উইন্ডশিল্ডে আচমকা ফাটল দেখা গেল এই সমস্ত যাবতীয় গোটা বিষয় যেমন খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি বিমান মেরামতির কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্ট বিমান সংস্থার ইঞ্জিনিয়াররা এই মুহূর্তে বিমান মেরামতি যেমন কাজ করছে অন্য দিকে তারা খতিয়ে দেখছে কি করে এরকম ঘটনা ঘটলো। অন্য দিকে পাইলট যদি সঠিক সময় লক্ষ্য না করতেন তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত একেবারে পাইলটের তৎপরতায় এই বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বিমানটি। বিমানের মধ্যে চারজন যাত্রী ছিল।

আরও পড়ুন: মাঝ আকাশে বিমানে যান্ত্রিক ত্রুটি, নাগপুরে জরুরি অবতরণ দুবাইগামী বাংলাদেশ বিমানের

এছাড়া যেহেতু এটি একটি কার্গো বিমান তাই বহু রকম সংস্থার জিনিসপত্র নিয়ে জেড্ডা থেকে হংকং-এর উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এই মুহূর্তে সেই বিমান মেরামতির কাজ চলছে এবং বিমান মেরামতির পরেই কলকাতা বিমানবন্দর থেকে বিমান আবার হংকং এর উদ্দেশ্যে রওনা দেবে। এর আগেও একাধিক এরকম দুর্ঘটনা ঘটেছে কলকাতা বিমানবন্দরে কিন্তু সেই সমস্ত ঘটনার কারণ স্পষ্ট হয়েছে। যদিও এই ঘটনার এখনও পর্যন্ত কোনও কারণ স্পষ্ট হয়নি সেই সমস্ত যাবতীয় বিষয় খতিয়ে দেখা হচ্ছে সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে।

আরও পড়ুন: বিমান থেকে ঝাঁঝালো গন্ধ, যাত্রী আতঙ্কে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Breaking: উইন্ড শিল্ডে ফাটল, জরুরি অবতরণ বিমানের

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: কার্গো বিমানের উইন্ডশিল্ডেফাটল জরুরি অবতরণ কলকাতা বিমানবন্দরে হংকংগামী বিমানের। জেড্ডা থেকে একটি কার্গো বিমান এস ভি ৯৭২ হংকং এর উদ্দেশে রওনা দিয়েছিল ঘড়ির কাঁটায় ঠিক সকাল ১১:৩৭। কলকাতার আকাশে যখন বিমান ঠিক সেই সময় পাইলট লক্ষ্য করে বিমানের উইন্ডশিল্ডে একেবারে বড়সড় ফাটল ।

পাইলট তৎক্ষণিক এটিসির সঙ্গে যোগাযোগ করেন এবং জানান, বিমানের উইন্ডশিল্ডে একেবারে বড়সড় ফাটল দেখা দিয়েছে দুর্ঘটনা ঘটতে পারে তড়িঘড়ি বিমান জরুরি অবতরণ করাতে চান। এরপরেই এটিসি সবুজ সংকেত দেয় বিমান   যাতে কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো হয়।

আরও পড়ুন: ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক, নাগপুরে জরুরি অবতরণ

এরপরই পাইলট বিমান অবতরণ করায়।কলকাতা বিমানবন্দরে ঠিক দুপুর ১২.২৭ নাগাদ। ইতিমধ্যেই বিমান মেরামতির কাজ শুরু হয়েছে। কী করে বিমানের উইন্ডশিল্ডে আচমকা ফাটল দেখা গেল এই সমস্ত যাবতীয় গোটা বিষয় যেমন খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি বিমান মেরামতির কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্ট বিমান সংস্থার ইঞ্জিনিয়াররা এই মুহূর্তে বিমান মেরামতি যেমন কাজ করছে অন্য দিকে তারা খতিয়ে দেখছে কি করে এরকম ঘটনা ঘটলো। অন্য দিকে পাইলট যদি সঠিক সময় লক্ষ্য না করতেন তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত একেবারে পাইলটের তৎপরতায় এই বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বিমানটি। বিমানের মধ্যে চারজন যাত্রী ছিল।

আরও পড়ুন: মাঝ আকাশে বিমানে যান্ত্রিক ত্রুটি, নাগপুরে জরুরি অবতরণ দুবাইগামী বাংলাদেশ বিমানের

এছাড়া যেহেতু এটি একটি কার্গো বিমান তাই বহু রকম সংস্থার জিনিসপত্র নিয়ে জেড্ডা থেকে হংকং-এর উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এই মুহূর্তে সেই বিমান মেরামতির কাজ চলছে এবং বিমান মেরামতির পরেই কলকাতা বিমানবন্দর থেকে বিমান আবার হংকং এর উদ্দেশ্যে রওনা দেবে। এর আগেও একাধিক এরকম দুর্ঘটনা ঘটেছে কলকাতা বিমানবন্দরে কিন্তু সেই সমস্ত ঘটনার কারণ স্পষ্ট হয়েছে। যদিও এই ঘটনার এখনও পর্যন্ত কোনও কারণ স্পষ্ট হয়নি সেই সমস্ত যাবতীয় বিষয় খতিয়ে দেখা হচ্ছে সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে।

আরও পড়ুন: বিমান থেকে ঝাঁঝালো গন্ধ, যাত্রী আতঙ্কে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার