২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কাশ্মীরের রাজৌরিতে এনকাউন্টার অভিযানে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৫ ভারতীয় সেনা জওয়ান

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৫ মে ২০২৩, শুক্রবার
  • / 46

পুবের কলম, ওয়েবডেস্ক: ফের উত্তপ্ত উপত্যকা। রাজৌরিতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৫ সেনা জওয়ান। সেনাসূত্রে জানা গিয়েছে, রাজৌরিতে এনকাউন্টার চালানোর সময় সন্ত্রাসীরা অতর্কিতে আক্রমণ চালায়। শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ সন্ত্রাসীদের সঙ্গে ভারতীয় সেনা ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনীর গুলির লড়াই শুরু হয়। অভিযানে ঘটনাস্থলেই প্রথমে দুজন সেনা জওয়ানের মৃত্যু হয়। আহত চারজনকে সেনা জওয়ানকে উধমপুরের কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হল তাদের।

রাজৌরি সেক্টরের কান্দি বনে সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্যের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ যৌথ অভিযান শুরু হয়। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, একটি তদন্তকারি দল গুহায় ঢুকে পড়ে সন্ত্রাসবাদীদের একটি টিমকে খুঁজে বের করে। গোটা এলাকাটি খাড়া পাহাড় ঘেরা ঘন গাছপালায় ভর্তি।

আরও পড়ুন: গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা উপত্যকার স্কুলগুলিতে

সেনার তরফে এক প্রতিরক্ষা মুখপাত্র জানিয়েছেন, সন্ত্রাসীদের নির্মূল করার জন্য একটি অভিযান শুরু করেছে সেনাবাহিনী। সন্ত্রাসীরা প্রতিশোধ নেওয়ার জন্য বিস্ফোরণ ঘটায়, সেখানে সেনাবাহিনীর হতাহতের ঘটনা ঘটে। গুলি বিনিময় হয়। অভিযানটি রাজৌরি জেলার কেশরি ও কান্দি এলাকায় চলে।

আরও পড়ুন: কাশ্মীরে বিশ্বের সর্বোচ্চ সেতুর উদ্বোধন প্রধানমন্ত্রীর

সেনা সূত্রে খবর, গত ২০ এপ্রিল পুঞ্চ জেলায় ভাটা ধুরিয়ানে একটি ট্রাকে অতর্কিতে হামলার চালানোর নাশকতায় যুক্ত ছিল এই সন্ত্রাসীরা। সেই ঘটনায় পাঁচ জন সেনা জওয়ান নিহত হয়েছিলেন। সন্ত্রাসীরা সেনাদের অস্ত্র নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে অভিযান জারি রয়েছে। অভিযানে এনকাউন্টারস্থলে আরও সেনাদের পাঠানো হয়েছে।

আরও পড়ুন: কাশ্মীরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে তৃণমূলের ৫ প্রতিনিধি দল

সেনাবাহিনীর মতে, অভিযানে যে সন্ত্রাসীদের একটি দল এলাকায় আটকা পড়েছে বলে জানা গিয়েছে। সন্ত্রাসী গোষ্ঠীর হতাহতের সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালেও রাজৌরি-পুঞ্চ সেক্টরে এনকাউন্টার চলাকালীন পাঁচ সেনা নিহত হন। ফের সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কাশ্মীরের রাজৌরিতে এনকাউন্টার অভিযানে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৫ ভারতীয় সেনা জওয়ান

আপডেট : ৫ মে ২০২৩, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ফের উত্তপ্ত উপত্যকা। রাজৌরিতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৫ সেনা জওয়ান। সেনাসূত্রে জানা গিয়েছে, রাজৌরিতে এনকাউন্টার চালানোর সময় সন্ত্রাসীরা অতর্কিতে আক্রমণ চালায়। শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ সন্ত্রাসীদের সঙ্গে ভারতীয় সেনা ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনীর গুলির লড়াই শুরু হয়। অভিযানে ঘটনাস্থলেই প্রথমে দুজন সেনা জওয়ানের মৃত্যু হয়। আহত চারজনকে সেনা জওয়ানকে উধমপুরের কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হল তাদের।

রাজৌরি সেক্টরের কান্দি বনে সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্যের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ যৌথ অভিযান শুরু হয়। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, একটি তদন্তকারি দল গুহায় ঢুকে পড়ে সন্ত্রাসবাদীদের একটি টিমকে খুঁজে বের করে। গোটা এলাকাটি খাড়া পাহাড় ঘেরা ঘন গাছপালায় ভর্তি।

আরও পড়ুন: গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা উপত্যকার স্কুলগুলিতে

সেনার তরফে এক প্রতিরক্ষা মুখপাত্র জানিয়েছেন, সন্ত্রাসীদের নির্মূল করার জন্য একটি অভিযান শুরু করেছে সেনাবাহিনী। সন্ত্রাসীরা প্রতিশোধ নেওয়ার জন্য বিস্ফোরণ ঘটায়, সেখানে সেনাবাহিনীর হতাহতের ঘটনা ঘটে। গুলি বিনিময় হয়। অভিযানটি রাজৌরি জেলার কেশরি ও কান্দি এলাকায় চলে।

আরও পড়ুন: কাশ্মীরে বিশ্বের সর্বোচ্চ সেতুর উদ্বোধন প্রধানমন্ত্রীর

সেনা সূত্রে খবর, গত ২০ এপ্রিল পুঞ্চ জেলায় ভাটা ধুরিয়ানে একটি ট্রাকে অতর্কিতে হামলার চালানোর নাশকতায় যুক্ত ছিল এই সন্ত্রাসীরা। সেই ঘটনায় পাঁচ জন সেনা জওয়ান নিহত হয়েছিলেন। সন্ত্রাসীরা সেনাদের অস্ত্র নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে অভিযান জারি রয়েছে। অভিযানে এনকাউন্টারস্থলে আরও সেনাদের পাঠানো হয়েছে।

আরও পড়ুন: কাশ্মীরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে তৃণমূলের ৫ প্রতিনিধি দল

সেনাবাহিনীর মতে, অভিযানে যে সন্ত্রাসীদের একটি দল এলাকায় আটকা পড়েছে বলে জানা গিয়েছে। সন্ত্রাসী গোষ্ঠীর হতাহতের সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালেও রাজৌরি-পুঞ্চ সেক্টরে এনকাউন্টার চলাকালীন পাঁচ সেনা নিহত হন। ফের সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।