২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রিয় অভিনেতা দিলীপ কুমার, অভিনয়ের মিল রয়েছে শাহরুখের সঙ্গেও’, কপিল শর্মার শো’তে এসে মন্তব্য সুধা মূর্তির

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৬ মে ২০২৩, মঙ্গলবার
  • / 20

পুবের কলম, ওয়েবডেস্ক: ‘সিনেমার প্রতি আগ্রহ আমার বরাবরই। দিলীপ কুমার আমার প্রিয় অভিনেতা ছিলেন। আমি শাহরুখ খান অভিনীত অনেক সিনেমা দেখেছি। দুই অভিনেতার মধ্যে অদ্ভূত এক সামঞ্জস্য রয়েছে। তবে হ্যাঁ সলমন খান অভিনীত বজরঙ্গি ভাইজান আমায় অনেক মুগ্ধ করেছে। ছবিতে সলমানের সরলতা আমার নজর কেড়েছে।’ সম্প্রতি কপিল শর্মা শো’তে এসে এমনটাই মন্তব্য করেছেন লেখক এবং সমাজসেবী সুধা মূর্তি। অভিনেত্রী রাবিনা ট্যান্ডন ও গুনীত মোঙ্গাও এদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন।

উল্লেখ্য, লেখিকা ও সমাজ সেবিকা ছাড়াও সুধা মূর্তি’র অন্য আর একটা পরিচয় রয়েছে। তিনি ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবসায়ী নারায়ণ মুর্তির সহধর্মিণী। এছাড়াও ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনকের শাশুড়ি তিনি।

আরও পড়ুন: পদ্ম সম্মান পাচ্ছেন মুলায়ম সিং যাদব, জাকির হুসেন, কেএম বিড়লা, সুধা মূর্তি, মরণোত্তর পদ্মশ্রী পাবেন রাকেশ ঝুনঝুনওয়ালা

তিনি যে সিনেমার ভক্ত তা কজনই বা জানেন। সুধা নিজে জানিয়েছেন, একটা সময় ছিল যখন তিনি রোজ একটা করে সিনেমা দেখতেন। তাঁর পছন্দের অভিনেতা দিলীপ কুমার। তবে বর্তমানে তাঁর জায়গা নিয়েছেন শাহরুখ খান। দিলীপ কুমার পর্দায় যে প্রেম বা আবেগ ফুটিয়ে তুলতে পারতেন তা আজকের দিনে পারেন শাহরুখ। এদিন কপিল শর্মার শো তে এসে এমনটাই জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: মাদক-মামলায় শাহরুখ পুত্র আরিয়ান খানকে ক্লিনচিট

আরও পড়ুন: বলিউডের তিন খান, সলমন, শাহরুখ, আমিরের বিরিয়ানি প্রেমের কথা জানতে হলে পড়তে হবেই

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রিয় অভিনেতা দিলীপ কুমার, অভিনয়ের মিল রয়েছে শাহরুখের সঙ্গেও’, কপিল শর্মার শো’তে এসে মন্তব্য সুধা মূর্তির

আপডেট : ১৬ মে ২০২৩, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ‘সিনেমার প্রতি আগ্রহ আমার বরাবরই। দিলীপ কুমার আমার প্রিয় অভিনেতা ছিলেন। আমি শাহরুখ খান অভিনীত অনেক সিনেমা দেখেছি। দুই অভিনেতার মধ্যে অদ্ভূত এক সামঞ্জস্য রয়েছে। তবে হ্যাঁ সলমন খান অভিনীত বজরঙ্গি ভাইজান আমায় অনেক মুগ্ধ করেছে। ছবিতে সলমানের সরলতা আমার নজর কেড়েছে।’ সম্প্রতি কপিল শর্মা শো’তে এসে এমনটাই মন্তব্য করেছেন লেখক এবং সমাজসেবী সুধা মূর্তি। অভিনেত্রী রাবিনা ট্যান্ডন ও গুনীত মোঙ্গাও এদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন।

উল্লেখ্য, লেখিকা ও সমাজ সেবিকা ছাড়াও সুধা মূর্তি’র অন্য আর একটা পরিচয় রয়েছে। তিনি ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবসায়ী নারায়ণ মুর্তির সহধর্মিণী। এছাড়াও ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনকের শাশুড়ি তিনি।

আরও পড়ুন: পদ্ম সম্মান পাচ্ছেন মুলায়ম সিং যাদব, জাকির হুসেন, কেএম বিড়লা, সুধা মূর্তি, মরণোত্তর পদ্মশ্রী পাবেন রাকেশ ঝুনঝুনওয়ালা

তিনি যে সিনেমার ভক্ত তা কজনই বা জানেন। সুধা নিজে জানিয়েছেন, একটা সময় ছিল যখন তিনি রোজ একটা করে সিনেমা দেখতেন। তাঁর পছন্দের অভিনেতা দিলীপ কুমার। তবে বর্তমানে তাঁর জায়গা নিয়েছেন শাহরুখ খান। দিলীপ কুমার পর্দায় যে প্রেম বা আবেগ ফুটিয়ে তুলতে পারতেন তা আজকের দিনে পারেন শাহরুখ। এদিন কপিল শর্মার শো তে এসে এমনটাই জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: মাদক-মামলায় শাহরুখ পুত্র আরিয়ান খানকে ক্লিনচিট

আরও পড়ুন: বলিউডের তিন খান, সলমন, শাহরুখ, আমিরের বিরিয়ানি প্রেমের কথা জানতে হলে পড়তে হবেই