২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

১২ বছর পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরে আবেগপ্রবণ রোনাল্ডো

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩১ অগাস্ট ২০২১, মঙ্গলবার
  • / 51

পুবের কলম, ওয়েবডেস্কঃ দীর্ঘ ১২ বছর পর নিজের পুরানো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২ বছরের চুক্তি নিশ্চিত হতেই এদিন সোশ্যাল মিডিয়ায় আবেগপ্রবণ হয়ে সিআর-৭ বলেন, ‘সত্যি বলতে, এই ক্লাব সবসময় আমারে হৃদয়ের একটা বিশেষ স্থান অধিকার করে আছে।’ এরইমধ্যে নতুন ক্লাবের জন্য তাঁর মেডিক্যাল পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। ২ বছরের চুক্তিতে সইও করেছেন। যেখানে অতিরিক্ত আরও একটি বছর চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে। গত ৫ বছরের জন্য জুভেন্টাসকে দিতে হবে ১৫ মিলিয়ন ইউরো। এই অর্থের পরিমাণ বেড়ে ৮ মিলিয়ন ইউরোও হতে পারে। সবটাই পারফর্ম্যান্সের গতিপ্রকৃতির উপরে নির্ভর করছে। পুরোনো ক্লাবে ফিরেই রোনাল্ডো এদিন বলেন, ‘সত্যি বলতে ম্যানইউ এমনই একটা ক্লাব যার জন্য আমার মনে একটা বিশেষ জায়গা রয়েছে। সেই ক্লাবে ফিরছি। একের পর এক শুভেচ্ছা বার্তা পেয়ে চলেছি। গোটা বিষয়টিতে আমি অভিভূত। ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে উপচে পড়া ভিড়ের সামনে খেলব, সমস্ত অনুরাগীদের দেখব, আর অপেক্ষা করতে পারছি না। গোটা টিমের সঙ্গে যোগ দিতে উন্মুখ হয়ে আছি। আশা করছি আমাদের আগামী মরশুম সাফল্যে ভরে থাকবে।’

আরও পড়ুন: বিশ্বকাপ জয়ী স্পেনকে হারিয়ে ফের চ্যাম্পিয়ন রোনাল্ডোর পর্তুগাল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

১২ বছর পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরে আবেগপ্রবণ রোনাল্ডো

আপডেট : ৩১ অগাস্ট ২০২১, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ দীর্ঘ ১২ বছর পর নিজের পুরানো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২ বছরের চুক্তি নিশ্চিত হতেই এদিন সোশ্যাল মিডিয়ায় আবেগপ্রবণ হয়ে সিআর-৭ বলেন, ‘সত্যি বলতে, এই ক্লাব সবসময় আমারে হৃদয়ের একটা বিশেষ স্থান অধিকার করে আছে।’ এরইমধ্যে নতুন ক্লাবের জন্য তাঁর মেডিক্যাল পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। ২ বছরের চুক্তিতে সইও করেছেন। যেখানে অতিরিক্ত আরও একটি বছর চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে। গত ৫ বছরের জন্য জুভেন্টাসকে দিতে হবে ১৫ মিলিয়ন ইউরো। এই অর্থের পরিমাণ বেড়ে ৮ মিলিয়ন ইউরোও হতে পারে। সবটাই পারফর্ম্যান্সের গতিপ্রকৃতির উপরে নির্ভর করছে। পুরোনো ক্লাবে ফিরেই রোনাল্ডো এদিন বলেন, ‘সত্যি বলতে ম্যানইউ এমনই একটা ক্লাব যার জন্য আমার মনে একটা বিশেষ জায়গা রয়েছে। সেই ক্লাবে ফিরছি। একের পর এক শুভেচ্ছা বার্তা পেয়ে চলেছি। গোটা বিষয়টিতে আমি অভিভূত। ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে উপচে পড়া ভিড়ের সামনে খেলব, সমস্ত অনুরাগীদের দেখব, আর অপেক্ষা করতে পারছি না। গোটা টিমের সঙ্গে যোগ দিতে উন্মুখ হয়ে আছি। আশা করছি আমাদের আগামী মরশুম সাফল্যে ভরে থাকবে।’

আরও পড়ুন: বিশ্বকাপ জয়ী স্পেনকে হারিয়ে ফের চ্যাম্পিয়ন রোনাল্ডোর পর্তুগাল