১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনী প্রতীক আমাদের কাছে, ফের ক্ষমতায় আসব: শরদ  

পুবের কলম,ওয়েবডেস্ক: মুম্বইয়ে এনসিপি প্রধান শরদ পাওয়ার বলেন, ‘আপনারা (বিজেপি) এনসিপিকে দুর্নীতিগ্রস্ত বলেছিলেন, তাহলে এখন কেন এনসিপির সঙ্গে গাঁটছড়া বাঁধলেন?

পাওয়ার জানান, নির্বাচনী প্রতীক আমাদের কাছে, যা কেউ কেড়ে নিতে পারবে না। রাজ্যের জনগণ, দলীয় কর্মী যারা আমাদের ক্ষমতায় এনেছিল তাঁরা আমাদেরই সঙ্গে রয়েছে।

যে বিধায়করা দলবদলের সিদ্ধান্ত নিয়েছিলেন, তাঁরা আমাদের আস্থায় নেয়নি। অজিত পাওয়ার গোষ্ঠী কোনও পদ্ধতি বা নীতি অনুসরণ করেনি।

এ প্রসঙ্গে এনসিপি নেতা (অজিত পাওয়ার গোষ্ঠী) ছগন ভুজবল জানান, ‘আইনি বিষয়ে ভয় দেখিয়ে আমাদের এখানে আনার অভিযোগ আনা হচ্ছে। এটা সঠিক নয় কারণ ধনঞ্জয় মুন্ডে, দিলীপ ওয়ালসে পাতিল এবং রামরাজে নিম্বালকরের বিরুদ্ধে কোনও মামলা নেই।’

তিনি আরও বলেন, ‘আমরা এখানে এসেছি কারণ আপনার (শরদ পাওয়ার) চারপাশে কিছু ঘনিষ্ঠ সহযোগী রয়েছে, তারা দলকে ধ্বংস করতে চায়।

আপনি তাদের সরিয়ে দিলে আমরা আপনার কাছে ফিরে আসতে প্রস্তুত।’ এনসিপির কার্যকরী সভাপতি অজিত পাওয়ারকে নিশানা করে বলে, ‘আমাকে অপমান করুন, আমার পিতাকে (শরদ পাওয়ার) নয়। আমাদের এ লড়াই বিজেপির বিরুদ্ধে। বিজেপি দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল। মুল এনসিপি এবং নির্বাচনী প্রতীক শরদ পাওয়ারের সঙ্গেই রয়েছে।’

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

দুর্নীতি দমন আইন নিয়ে সুপ্রিম কোর্টের বিভক্ত মত; মামলা যাবে বৃহত্তর বেঞ্চে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নির্বাচনী প্রতীক আমাদের কাছে, ফের ক্ষমতায় আসব: শরদ  

আপডেট : ৫ জুলাই ২০২৩, বুধবার

পুবের কলম,ওয়েবডেস্ক: মুম্বইয়ে এনসিপি প্রধান শরদ পাওয়ার বলেন, ‘আপনারা (বিজেপি) এনসিপিকে দুর্নীতিগ্রস্ত বলেছিলেন, তাহলে এখন কেন এনসিপির সঙ্গে গাঁটছড়া বাঁধলেন?

পাওয়ার জানান, নির্বাচনী প্রতীক আমাদের কাছে, যা কেউ কেড়ে নিতে পারবে না। রাজ্যের জনগণ, দলীয় কর্মী যারা আমাদের ক্ষমতায় এনেছিল তাঁরা আমাদেরই সঙ্গে রয়েছে।

যে বিধায়করা দলবদলের সিদ্ধান্ত নিয়েছিলেন, তাঁরা আমাদের আস্থায় নেয়নি। অজিত পাওয়ার গোষ্ঠী কোনও পদ্ধতি বা নীতি অনুসরণ করেনি।

এ প্রসঙ্গে এনসিপি নেতা (অজিত পাওয়ার গোষ্ঠী) ছগন ভুজবল জানান, ‘আইনি বিষয়ে ভয় দেখিয়ে আমাদের এখানে আনার অভিযোগ আনা হচ্ছে। এটা সঠিক নয় কারণ ধনঞ্জয় মুন্ডে, দিলীপ ওয়ালসে পাতিল এবং রামরাজে নিম্বালকরের বিরুদ্ধে কোনও মামলা নেই।’

তিনি আরও বলেন, ‘আমরা এখানে এসেছি কারণ আপনার (শরদ পাওয়ার) চারপাশে কিছু ঘনিষ্ঠ সহযোগী রয়েছে, তারা দলকে ধ্বংস করতে চায়।

আপনি তাদের সরিয়ে দিলে আমরা আপনার কাছে ফিরে আসতে প্রস্তুত।’ এনসিপির কার্যকরী সভাপতি অজিত পাওয়ারকে নিশানা করে বলে, ‘আমাকে অপমান করুন, আমার পিতাকে (শরদ পাওয়ার) নয়। আমাদের এ লড়াই বিজেপির বিরুদ্ধে। বিজেপি দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল। মুল এনসিপি এবং নির্বাচনী প্রতীক শরদ পাওয়ারের সঙ্গেই রয়েছে।’