বিচারপতি সিনহার এজলাসে ব্যালট পেপার সংক্রান্ত রিপোর্ট দিলেন জগাছার বিডিও

- আপডেট : ১৪ জুলাই ২০২৩, শুক্রবার
- / 44
পারিজাত মোল্লা: শুক্রবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ব্যালট পেপার সংক্রান্ত মামলার শুনানি চলে।
হাওড়ার জগাছার ব্যালট মামলায় এদিন হাইকোর্টে হাজিরা দিলেন বালি- জগাছার বিডিও। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশমতোই এদিন বিডিও রাস্তায় পড়ে থাকা ব্যালট সংক্রান্ত রিপোর্ট পেশ করেন বিডিও। সিসিটিভি সহ বাকি ভিডিও ফুটেজও আদালতে পেশ জমা দেওয়া হয়।
গত ১১ জুলাই পঞ্চায়েত ভোটের গণনার দিন বালি-জগাছা ব্লকের দুর্গাপুর পল্লিমঙ্গল বিদ্যামন্দিরের গণনা কেন্দ্র থেকে ছিনতাই হয়েছিল ব্যালট পেপার। এই ঘটনায় বিডিও পুলিশের কাছে এফআইআর করেছেন। এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলায় হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ গত বৃহস্পতিবার বিডিওকে নির্দেশ দেয়, গণনার দিন ঠিক কী হয়েছিল, তা তথ্য-সহ শুক্রবার কোর্টে পেশ করতে হবে। সেইমতো এদিন বিডিও আদালতে হাজিরা দিয়ে রিপোর্ট পেশ করেন।
ব্যালট কী করে বাইরে এল, তা বিডিওর কাছে জানতে চান বিচারপতি অমৃতা সিনহা। এর জবাবে বিডিও বলেন,-‘গণনার সময় ব্যালট ছিনতাই হয়ে গিয়েছিল ,সেই ব্যালটই বাইরে এসেছে। আমি এফআইআর করেছি, নির্বাচন কমিশনকেও জানিয়েছি’। বিচারপতি সিনহা জানতে চান, -‘ এই বিষয় কমিশন কোন পদক্ষেপ নিয়েছে কি না?
বিডিওর জবাব, সেটা আমার জানা নেই।রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী জানান, -‘নানা অনিয়ম ধরা পড়েছে বলেই ৬৯৬ টি বুথে পুনরায় নির্বাচন করিয়েছে কমিশন। আরও ৬০০০ বুথ নিয়ে অভিযোগ এসেছে। কমিশন সেগুলি খতিয়ে দেখছে।
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসেও এই নিয়ে পৃথক মামলা চলছে। সওয়াল জবাবের পর সিঙ্গেল বেঞ্চের নির্দেশ, ‘গণনা কেন্দ্রের সিসিটিভি ফুটেজ কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা থাকবে। হলফনামা পেশ করবে কমিশন’।
আগামী ২৫ জুলাই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে।