০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

অতি বৃষ্টির জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি দেশের একাধিক রাজ্যে, জারি লাল ও কমলা সর্তকতা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২২ জুলাই ২০২৩, শনিবার
  • / 13

পুবের কলম, ওয়েবডেস্ক:  ভারী  বৃষ্টিপাতের ফলে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে দেশের বেশিকিছু রাজ্য। বন্যা পরিস্থিতির জেরে মৃত্যু থেকে ভূমিধস, স্কুল ও জাতীয় সড়কগুলি অবরুদ্ধ হয়েছে। উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টির জেরে রাজ্যের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। শুক্রবার রাতে ভারি বৃষ্টির ফলে স্কুল ও রাস্তায় জল জমে জনজীবন বির্পযস্ত হয়েছে। বন্যার স্রোতে বেশিকিছু যানবাহনও ভেসে গেছে। অলকানন্দা নদীতে বিপদসীমার উপরে জল প্রবাহিত হচ্ছে। অবিরাম বর্ষণে নদীর জলস্তর প্রতিদিনই বাড়ছে।

এদিকে হিমাচল প্রদেশে বৃষ্টিপাতের জেরে নাজেহাল অবস্থা।  ১৩৮ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৫ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ভারতের আবহাওয়া বিভাগ রাজ্যজুড়ে কমলা সর্তকতা জারি করেছে। ২৩ থেকে ২৫ তারিখ অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল সর্তকতা জারি করেছে।

চ্যাম্বা, কাঙড়া, সিমলা, কুল্লু, মান্ডি, বিলাসপুর, সোলান, উনা, হামিরপুর, স্পিতি, লাহুল জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আইএমডি। ওড়িশার নাবারাংপুর, নুয়াপাডা, কালহান্ডি ও বলাঙগির জেলাগুলিতে কমলা সর্তকতা জারি হয়েছে।

শনিবার সকালে মুম্বাইয়ের অনেক এলাকা জলমগ্ন হয়েছে। জল ঢুকেছে মেট্রো লাইনে ফলে মেট্রো চলাচল ব্যবহত হয়। রাজস্থানে প্রচুর বৃষ্টিপাতের কারণে ১১৪ টি বাঁধ ওভারফ্লো হয়েছে। শনিবার তেলেঙ্গানা রাজ্যেও ভারি বৃষ্টিপাতের কারণে রাজ্য সরকার দপ্তরগুলিকে সর্তক থাকার নির্দেশ দিয়েছে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অতি বৃষ্টির জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি দেশের একাধিক রাজ্যে, জারি লাল ও কমলা সর্তকতা

আপডেট : ২২ জুলাই ২০২৩, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  ভারী  বৃষ্টিপাতের ফলে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে দেশের বেশিকিছু রাজ্য। বন্যা পরিস্থিতির জেরে মৃত্যু থেকে ভূমিধস, স্কুল ও জাতীয় সড়কগুলি অবরুদ্ধ হয়েছে। উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টির জেরে রাজ্যের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। শুক্রবার রাতে ভারি বৃষ্টির ফলে স্কুল ও রাস্তায় জল জমে জনজীবন বির্পযস্ত হয়েছে। বন্যার স্রোতে বেশিকিছু যানবাহনও ভেসে গেছে। অলকানন্দা নদীতে বিপদসীমার উপরে জল প্রবাহিত হচ্ছে। অবিরাম বর্ষণে নদীর জলস্তর প্রতিদিনই বাড়ছে।

এদিকে হিমাচল প্রদেশে বৃষ্টিপাতের জেরে নাজেহাল অবস্থা।  ১৩৮ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৫ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ভারতের আবহাওয়া বিভাগ রাজ্যজুড়ে কমলা সর্তকতা জারি করেছে। ২৩ থেকে ২৫ তারিখ অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল সর্তকতা জারি করেছে।

চ্যাম্বা, কাঙড়া, সিমলা, কুল্লু, মান্ডি, বিলাসপুর, সোলান, উনা, হামিরপুর, স্পিতি, লাহুল জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আইএমডি। ওড়িশার নাবারাংপুর, নুয়াপাডা, কালহান্ডি ও বলাঙগির জেলাগুলিতে কমলা সর্তকতা জারি হয়েছে।

শনিবার সকালে মুম্বাইয়ের অনেক এলাকা জলমগ্ন হয়েছে। জল ঢুকেছে মেট্রো লাইনে ফলে মেট্রো চলাচল ব্যবহত হয়। রাজস্থানে প্রচুর বৃষ্টিপাতের কারণে ১১৪ টি বাঁধ ওভারফ্লো হয়েছে। শনিবার তেলেঙ্গানা রাজ্যেও ভারি বৃষ্টিপাতের কারণে রাজ্য সরকার দপ্তরগুলিকে সর্তক থাকার নির্দেশ দিয়েছে।