১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
মাছ ধরার জালে উঠল ভোটার কার্ডের বান্ডিল, চাঞ্চল্য

সুস্মিতা
- আপডেট : ২ অগাস্ট ২০২৩, বুধবার
- / 70
পুবের কলম, ওয়েবডেস্ক: পুকুরে মাছ ধরতে এসে জালে উঠল ভোটার কার্ডের বান্ডিল। পঞ্চায়েত ভোটের পর থেকেই বিভিন্ন পুকুর ও জলাশয় থেকে ব্যালট বাক্স এবং ব্যালট পেপার উদ্ধার হয়েছে। এবার ভোটার কার্ডের বান্ডিল উদ্ধারে চাঞ্চল্য ছাড়ায় এলাকায়। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার দক্ষিণ সুন্দরপুর গ্রামে।
জানা গিয়েছে, নজরুল মন্ডল তাঁর পুকুরে মাছ ধরতে এসেছিলেন। পুকুরে জাল ফেলার পর সেই জালে ভোটার কার্ড ওঠে। খবর দেওয়া হলে পুলিশ ভোটার কার্ডগুলি নিয়ে যায়। ১৮ টি ভোটার কার্ড ছিল বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এবার ভোটে ব্যালট পেপার জলে ফেলে দেওয়া হয়েছে। কার্ডগুলি শাসকদলের লোকজন কোনও কাজে ব্যবহার করে সেগুলি পুকুরে ফেলে দিয়েছে।