০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে তারা মায়ের পুজো, সম্প্রচার বৈদ‍্যুতিন মাধ‍্যমে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৬ সেপ্টেম্বর ২০২১, সোমবার
  • / 27

ছবি_তথাগত চক্রবর্তী

দেবশ্রী মজুমদার, তারাপীঠ: অতিমারির কারণে ও সম্ভাব‍্য তৃতীয় ঢেউকে খেয়াল রেখে কৌশিকী অমাবস‍্যায় সম্পূর্ণ বন্ধ থাকছে তারাপীঠ। তবে বিধি মেনে মায়ের পুজো চলছে। তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ, জেলা প্রশাসন, তারাপীঠ মন্দির সেবায়েত কমিটি, শ্মশান রক্ষা কমিটি, হোটেল লজ ওনার্স এ‍্যাসোসিয়েশন ও সমস্ত গণপরিবহন ইউনিয়নের সমন্বয়  বৈঠকে ভক্তদের জন‍্য তারাপীঠ বন্ধ রাখার  সিদ্ধান্ত  আগেই নেওয়া হয়। কৌশিকী অমাবস‍্যায় এবার  অনলাইনে  তারা মায়ের পুজো এবং তার সম্প্রচার বৈদ‍্যুতিন মাধ‍্যমে।

অনলাইনে তারা মায়ের পুজো, সম্প্রচার বৈদ‍্যুতিন মাধ‍্যমে
ছবি_তথাগত চক্রবর্তী

এদিন ভোরে মায়ের শিলা মূর্তিকে স্নান করিয়ে রাজ বেশ পরানো হয়। দুপুরে হয় মায়ের বিশেষ ভোগ। ষোড়োশোপচারে মায়ের নিশি পুজো হয় সন্ধ‍্যায়।

অনলাইনে তারা মায়ের পুজো, সম্প্রচার বৈদ‍্যুতিন মাধ‍্যমে

নিশি পুজোয় হয় পাঁচ রকম ভাজা, খিচুড়ি, পোলাও, দুরকম তরকারি, মাছ, চাটনি, পায়েস ও মিষ্টান্ন সহযোগে রাজ ভোগ। আরতীতে মাকে আলাদা পোশাক পরানো হয়। আর নিশি পুজোয় মাকে সোনার মুকুট ও স্বর্ণালঙ্কার সহ রাজবেশ পরানো হয়। কৌশিকী অমাবস‍্যা তিথি লাগে সোমবার  সাতটা সাতে এবং অমাবস‍্যা ছাড়বে মঙ্গলবার ছ’টা ছত্রিশে। এবার সারা দিন অমাবস‍্যা।

অনলাইনে তারা মায়ের পুজো, সম্প্রচার বৈদ‍্যুতিন মাধ‍্যমে

কোভিড বিধি মেনে ভক্ত সমাগম নিষিদ্ধ থাকলেও অনলাইনে সারাদিন পুজো চলছে। সেপ্টেম্বরের তিন তারিখ থেকে আট তারিখ পর্যন্ত তারাপীঠ বন্ধ থাকবে। সাধারণত এই বিশেষ দিনে তারাপীঠে  বারো থেকে তেরো লক্ষ লোক সমাগম হয়। কিন্তু  অতিমারির কারণে এবারও ওই ক’দিন তারাপীঠ পুরো বন্ধ।  পুলিশ প্রশাসন সজাগ আছে। বিভিন্ন জায়গাই ড্রপগেট করা হয়েছে। মানুষের জীবন থেকে তো কিছু বড় নয়,  তাই এই সিদ্ধান্তে সকলেই খুশি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অনলাইনে তারা মায়ের পুজো, সম্প্রচার বৈদ‍্যুতিন মাধ‍্যমে

আপডেট : ৬ সেপ্টেম্বর ২০২১, সোমবার

দেবশ্রী মজুমদার, তারাপীঠ: অতিমারির কারণে ও সম্ভাব‍্য তৃতীয় ঢেউকে খেয়াল রেখে কৌশিকী অমাবস‍্যায় সম্পূর্ণ বন্ধ থাকছে তারাপীঠ। তবে বিধি মেনে মায়ের পুজো চলছে। তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ, জেলা প্রশাসন, তারাপীঠ মন্দির সেবায়েত কমিটি, শ্মশান রক্ষা কমিটি, হোটেল লজ ওনার্স এ‍্যাসোসিয়েশন ও সমস্ত গণপরিবহন ইউনিয়নের সমন্বয়  বৈঠকে ভক্তদের জন‍্য তারাপীঠ বন্ধ রাখার  সিদ্ধান্ত  আগেই নেওয়া হয়। কৌশিকী অমাবস‍্যায় এবার  অনলাইনে  তারা মায়ের পুজো এবং তার সম্প্রচার বৈদ‍্যুতিন মাধ‍্যমে।

অনলাইনে তারা মায়ের পুজো, সম্প্রচার বৈদ‍্যুতিন মাধ‍্যমে
ছবি_তথাগত চক্রবর্তী

এদিন ভোরে মায়ের শিলা মূর্তিকে স্নান করিয়ে রাজ বেশ পরানো হয়। দুপুরে হয় মায়ের বিশেষ ভোগ। ষোড়োশোপচারে মায়ের নিশি পুজো হয় সন্ধ‍্যায়।

অনলাইনে তারা মায়ের পুজো, সম্প্রচার বৈদ‍্যুতিন মাধ‍্যমে

নিশি পুজোয় হয় পাঁচ রকম ভাজা, খিচুড়ি, পোলাও, দুরকম তরকারি, মাছ, চাটনি, পায়েস ও মিষ্টান্ন সহযোগে রাজ ভোগ। আরতীতে মাকে আলাদা পোশাক পরানো হয়। আর নিশি পুজোয় মাকে সোনার মুকুট ও স্বর্ণালঙ্কার সহ রাজবেশ পরানো হয়। কৌশিকী অমাবস‍্যা তিথি লাগে সোমবার  সাতটা সাতে এবং অমাবস‍্যা ছাড়বে মঙ্গলবার ছ’টা ছত্রিশে। এবার সারা দিন অমাবস‍্যা।

অনলাইনে তারা মায়ের পুজো, সম্প্রচার বৈদ‍্যুতিন মাধ‍্যমে

কোভিড বিধি মেনে ভক্ত সমাগম নিষিদ্ধ থাকলেও অনলাইনে সারাদিন পুজো চলছে। সেপ্টেম্বরের তিন তারিখ থেকে আট তারিখ পর্যন্ত তারাপীঠ বন্ধ থাকবে। সাধারণত এই বিশেষ দিনে তারাপীঠে  বারো থেকে তেরো লক্ষ লোক সমাগম হয়। কিন্তু  অতিমারির কারণে এবারও ওই ক’দিন তারাপীঠ পুরো বন্ধ।  পুলিশ প্রশাসন সজাগ আছে। বিভিন্ন জায়গাই ড্রপগেট করা হয়েছে। মানুষের জীবন থেকে তো কিছু বড় নয়,  তাই এই সিদ্ধান্তে সকলেই খুশি।