১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ওয়ানডে বিশ্বকাপ: অবসর ভেঙে স্টোকসকে ফেরাতে চায় ইংল্যাণ্ড

লন্ডন, ১৩ আগস্ট: চলতি বছরের শেষের দিকে ভারতের মাটিতে আয়োজিত হতে চলা ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে, একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া তারকা ব্যটার বেন স্টোকসকে দলে ফেরাতে উদ্যোগি হল ইংল্যাণ্ড। পাশাপাশি ফাস্ট বোলার জফ্রে আর্চারের ফিটনেসের দিকেও নজর রাখা হচ্ছে। প্রসঙ্গত, ১৩ মাস আগে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন স্টোকস। মঙ্গলবার ইংল্যাণ্ড ক্রিকেট দলের নির্বাচকরা এক বৈঠকে বসবেন।

সেখানে ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৮ জনের প্রাথমিক দল ঘোষণা করা হবে। ইংল্যান্ড দলের ( সাদা বলের) কোচ ম্যাথু মোট জানিয়েছেন, বৈঠকে জস বাটলার স্টোকসের ব্যাপারে কথা বলবেন। আমরা সব সময়ই স্টোকসকে স্বাগত জানতে চাই। এখন দেখতে হবে ও কি চাইছে। এছাড়া ২০১৯ বিশ্বকাপের হিরো আর্চারের মেডিক্যাল রিপোর্টের ওপরেও নজর রাখা হবে।”
সম্প্রতি অ্যাশেজ সিরিজের লর্ডস টেস্টে ইংল্যান্ড দলের অধিনায়ক স্টোকস দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। তাঁর ব্যাট থেকে ১৫৫ রানের একটি দুরন্ত ইনিংস এসেছিল। এরপরে লিডস টেস্টেও ৮০ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন ইংরেজ ক্যাপ্টেন।

আরও পড়ুন: গম্ভীর নন, ইংল্যান্ডে যশস্বীদের কোচ কানিতকর

আরও পড়ুন: ফিলিস্তিনের জন্য অনুদান সংগ্রহ, মক্কা টু মদিনা ‘হিজরাহ রাইড’
ট্যাগ :
সর্বধিক পাঠিত

সপ্তাহান্তে উত্তরবঙ্গকে জোড়া উপহার মুখ্যমন্ত্রীর, শিলান্যাস মহাকাল মন্দিরের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওয়ানডে বিশ্বকাপ: অবসর ভেঙে স্টোকসকে ফেরাতে চায় ইংল্যাণ্ড

আপডেট : ১৩ অগাস্ট ২০২৩, রবিবার

লন্ডন, ১৩ আগস্ট: চলতি বছরের শেষের দিকে ভারতের মাটিতে আয়োজিত হতে চলা ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে, একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া তারকা ব্যটার বেন স্টোকসকে দলে ফেরাতে উদ্যোগি হল ইংল্যাণ্ড। পাশাপাশি ফাস্ট বোলার জফ্রে আর্চারের ফিটনেসের দিকেও নজর রাখা হচ্ছে। প্রসঙ্গত, ১৩ মাস আগে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন স্টোকস। মঙ্গলবার ইংল্যাণ্ড ক্রিকেট দলের নির্বাচকরা এক বৈঠকে বসবেন।

সেখানে ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৮ জনের প্রাথমিক দল ঘোষণা করা হবে। ইংল্যান্ড দলের ( সাদা বলের) কোচ ম্যাথু মোট জানিয়েছেন, বৈঠকে জস বাটলার স্টোকসের ব্যাপারে কথা বলবেন। আমরা সব সময়ই স্টোকসকে স্বাগত জানতে চাই। এখন দেখতে হবে ও কি চাইছে। এছাড়া ২০১৯ বিশ্বকাপের হিরো আর্চারের মেডিক্যাল রিপোর্টের ওপরেও নজর রাখা হবে।”
সম্প্রতি অ্যাশেজ সিরিজের লর্ডস টেস্টে ইংল্যান্ড দলের অধিনায়ক স্টোকস দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। তাঁর ব্যাট থেকে ১৫৫ রানের একটি দুরন্ত ইনিংস এসেছিল। এরপরে লিডস টেস্টেও ৮০ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন ইংরেজ ক্যাপ্টেন।

আরও পড়ুন: গম্ভীর নন, ইংল্যান্ডে যশস্বীদের কোচ কানিতকর

আরও পড়ুন: ফিলিস্তিনের জন্য অনুদান সংগ্রহ, মক্কা টু মদিনা ‘হিজরাহ রাইড’