‘বিশ্ববিদ্যালয় দ্বিতীয় বাড়ি, ক্যাম্পাসে মদ্যপান করা আমার অধিকার’, ছাত্রীর মন্তব্যে বিতর্ক তুঙ্গে

- আপডেট : ২০ অগাস্ট ২০২৩, রবিবার
- / 3
পুবের কলম, ওয়েবডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মন্তব্যে বিতর্ক তুঙ্গে। ‘ক্যাম্পাসে মদ্যপান করা আমার অধিকার’, এমনই বিতর্কিত মন্তব্য করেন বিশ্ববিদ্যালয়ের সোশিওলজি বিভাগের ছাত্রী শ্রীজাতা বাগচি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়ো ওই ছাত্রীকে বলতে শোনা গিয়েছে, ‘আমরা অনেককেই বলতে শুনেছি, ক্যাম্পাসে এতো বিয়ারের বোতল কেন? যাঁরা এসব বলছেন, আমি নিশ্চিত তাঁরা নিজেরাও মদ্যপান করেন। তাঁরা নিজেদের ঘরে করেন। আমরা বিশ্ববিদ্যালয়কে আমাদের দ্বিতীয় বাড়ি বলে মনে করি। তাই আমাদের অধিকার রয়েছে যে আমরা চাইলে ক্যাম্পাসে মদ্যপান বা ধূমপান করতে পারি’। এমন বক্তব্যে বিতর্ক ছড়িয়েছে শিক্ষা মহলে। সমালোচনায় মুখর হয়েছেন ছাত্রছাত্রী থেকে বিভিন্ন ছাত্র সংগঠনগুলি।