০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

দেশত্যাগী আফগান পাইলটদের দেশে ফেরার আবেদন জানালেন, তালিব নেতৃত্ব

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার
  • / 17

পুবের কলম, ওয়েবডেস্কঃ গত ১৫ আগস্ট  তালিবানরা দ্বিতীয় বারের জন্য কাবুল দখল  করার পর বিমান নিয়েই দেশ ছেড়েছিলেন আফগান পাইলটরা। আশ্রয়  নিয়েছিলেন উজবেকিস্তানে।  এইসব দেশত্যাগী বিমানচালকদের ফের দেশে ফিরে আসার  আবেদন  জানালেন তালিব নেতৃত্ব।  পাশাপাশি এও আশ্বাস দেওয়া হয়েছে তাঁদের প্রাণনাশের  আশংকা নেই।

ইতিমধ্যেই  বেশ কয়েকজন বিমানচালক  উজবেকিস্তান ছেড়ে  সংযুক্ত আরব আমিরশাহী চলে গিয়েছেন। তাদের  সকলকেই  দেশে  ফেরানোর তোড়জোড়  চলছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা। দেশত্যাগী এইসব  পাইলটদের বিমান চালনার প্রশিক্ষণ দেয়  মার্কিন যুক্তরাষ্ট্র।

ব্ল্যাক হক হেলিকপ্টার-সহ মোট ৪৬টি বিমান আফগানিস্তান থেকে উজ়বেকিস্তান নিয়ে উড়ে গিয়েছিলেন আফগান পাইলটেরা। সেই সব বিমান কী ভাবে আফগানিস্তানে ফেরত আনা হবে, তা স্পষ্ট জানা যায়নি। উজ়বেকিস্তানে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রদূত জন হার্বস্ট অবশ্য জানাচ্ছেন, তাঁরা কোনও ভাবেই চান না বিমানগুলি তালিবানের হাতে পড়ুক।

উজবেকিস্তানে  আশ্রয়  নিলেও ওই সব পাইলটরা কার্যত বন্দী অবস্থাতেই ছিলেন। তাদের  না জুটেছে  খাবার,  না ওষুধ। আপাতত নয়া তালিব সরকারের  আশ্বাস পাওয়ার পর তারা  দেশে ফেরার  অপেক্ষায়।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দেশত্যাগী আফগান পাইলটদের দেশে ফেরার আবেদন জানালেন, তালিব নেতৃত্ব

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ গত ১৫ আগস্ট  তালিবানরা দ্বিতীয় বারের জন্য কাবুল দখল  করার পর বিমান নিয়েই দেশ ছেড়েছিলেন আফগান পাইলটরা। আশ্রয়  নিয়েছিলেন উজবেকিস্তানে।  এইসব দেশত্যাগী বিমানচালকদের ফের দেশে ফিরে আসার  আবেদন  জানালেন তালিব নেতৃত্ব।  পাশাপাশি এও আশ্বাস দেওয়া হয়েছে তাঁদের প্রাণনাশের  আশংকা নেই।

ইতিমধ্যেই  বেশ কয়েকজন বিমানচালক  উজবেকিস্তান ছেড়ে  সংযুক্ত আরব আমিরশাহী চলে গিয়েছেন। তাদের  সকলকেই  দেশে  ফেরানোর তোড়জোড়  চলছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা। দেশত্যাগী এইসব  পাইলটদের বিমান চালনার প্রশিক্ষণ দেয়  মার্কিন যুক্তরাষ্ট্র।

ব্ল্যাক হক হেলিকপ্টার-সহ মোট ৪৬টি বিমান আফগানিস্তান থেকে উজ়বেকিস্তান নিয়ে উড়ে গিয়েছিলেন আফগান পাইলটেরা। সেই সব বিমান কী ভাবে আফগানিস্তানে ফেরত আনা হবে, তা স্পষ্ট জানা যায়নি। উজ়বেকিস্তানে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রদূত জন হার্বস্ট অবশ্য জানাচ্ছেন, তাঁরা কোনও ভাবেই চান না বিমানগুলি তালিবানের হাতে পড়ুক।

উজবেকিস্তানে  আশ্রয়  নিলেও ওই সব পাইলটরা কার্যত বন্দী অবস্থাতেই ছিলেন। তাদের  না জুটেছে  খাবার,  না ওষুধ। আপাতত নয়া তালিব সরকারের  আশ্বাস পাওয়ার পর তারা  দেশে ফেরার  অপেক্ষায়।