০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
মিয়ানমারের বিদ্রোহ, আত্মসমর্পণ করছে সেনা

কিবরিয়া আনসারি
- আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, সোমবার
- / 38
মিয়ানমার, ২৭ নভেম্বর: মিয়ানমারের শুরু হয়েছে বিদ্রোহ। গৃহযুদ্ধের পরিস্থিতি দেশেজুড়ে। সে দেশের বিদ্রোহী দলগুলি দেশের বিভিন্ন অংশে মিয়ানমার সেনাবাহিনীকে একের পর এক পরাজয় করছে। ট্যাংক, রকেট লঞ্চার এবং অন্যান্য অস্ত্র ও গোলাবারুদ দখল করছে তারা। পরিস্থিতি এতটাই বেকড় যে দেশের সেনা আত্মসমর্পণও করছে। আক্রমণের ভয়ে সেনারা সামরিক ফাঁড়ি পরিত্যাগ করছে।
বিদ্রোহীরা মিয়ানমারের গুরুত্বপূর্ণ উত্তরাঞ্চলীয় শান রাজ্যের শহরগুলো দখল করে নিয়েছে। এদিকে চীনে যাওয়ার ওভারল্যান্ড বাণিজ্য রুটগুলো বিচ্ছিন্ন করেছে বিদ্রোহীরা। ভারতের প্রাক্তন বিশেষ সচিব প্রতাপ হেবলিকার বলছেন, “এই পরিস্থিতি নজিরবিহীন। শক্তিশালী মায়ানমার সেনা পিছু হটছে।”
Tag :
Myanmar Myanmar Army Myanmar’s rebel groups Myanmar’s rebel groups have joined forces rocket launchers seizing tanks