পুবের কলম, ওয়েবডেস্ক: ভয়ংকর বিপর্যয়ের বর্ষপূর্তির দিনই ভোটযুদ্ধে বেকায়দায় কংগ্রেস। মধ্যপ্রদেশের ভোপাল গ্যাস দুর্ঘটনাশ আজও মানিষ শিউরে ওঠেন। ৩৯ বছরের আগের মৃত্যুগন্ধ আজও দগদগে। রবিবার ভোপাল গ্যাস দুর্ঘটনার কথা মনে করলেন মধ্যপ্রদেশের বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বর্ষপূর্তির দিনই মধ্যপ্রদেশ রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গণনা। সকাল থেকে ভোটের ফলাফলে মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস। উল্লেখ্য, ১৯৮৪ সালে এই দুর্ঘটনার সময় রাজ্যে ক্ষমতায় ছিল হাত শিবিরই।
এদিন শিবরাজ সিং চৌহান এক্স-এ লিখেছেন, ‘ভোপাল গ্যাস দুর্ঘটনা আমাদের কাছ থেকে অনেক মূল্যবান জীবন কেড়ে নিয়েছে। সবচেয়ে ভয়াবহ এই ট্র্যাজেডিতে যাঁরা অকালে প্রাণ হারিয়েছেন তাঁদের সবাইকে আমি আমার অশ্রুসিক্ত শ্রদ্ধা জানাই। ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা, এমন অন্ধকার রাতের পুনরাবৃত্তি যেন আর না হয় এবং সমাজকে যেন কখনও এমন ভয়াবহ ট্র্যাজেডির সম্মুখীন হতে না হয়।’




























