হিমাচল প্রদেশের চাম্বায় মেঘভাঙা বৃষ্টিতে মৃত ১৫ বছরের কিশোর

- আপডেট : ৮ অগাস্ট ২০২২, সোমবার
- / 11
পুবের কলম, ওয়েবডেস্ক: হিমাচলপ্রদেশের (Himachal pradesh Cloud brust) চাম্বায় মেঘভাঙা বৃষ্টিতে মৃত্যু হয়েছে ১৫ বছরের এক কিশোরের। কিন্নর জেলার পাঁচ নম্বর জাতীয় সড়কে এই ধস নামে। অবিরাম ধরে চলা বৃষ্টিতে বন্যার আকার নিয়েছে হিমাচল প্রদেশের চাম্বা জেলা। মেঘভাঙা বৃষ্টি প্রাণ কেড়েছে এক ১৫ বছরের কিশোরের।
ইমার্জেন্সি অপারেশন সেন্টার (ডিইওসি)-এর তরফে জানানো হয়েছে, রবিবার রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। সোমবারও সেই বৃষ্টি চলছে। চাম্বা জেলায় মেঘভাঙা বৃষ্টিতে এক ১৫ বছরের কিশোরের মৃত্যু হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত ভাদোগা ও কান্ধওয়ারা গ্রাম।
#WATCH | Cloud burst in Khandwa in Chamba of Himachal Pradesh, several roads, bridges closed pic.twitter.com/jkHkSA9cgH
— ANI (@ANI) August 8, 2022
মেঘভাঙা বৃষ্টিতে একাধিক রাস্তা, সেতু অবরুদ্ধ হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত কৃষিক্ষেত্র। ডিইওসি’র তরফ থেকে জানানো হয়েছে ৫ থেকে ৬টি বাড়ি পুরো খালি করে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
হিমাচল প্রদেশের ৫ নম্বর জাতীয় সড়ক পুরোপুরি স্তব্ধ হয়ে গেছে। ধবংসস্তূপ সরানোর কাজ চলছে।
কিন্নর ডিস্ট্রিক্ট ইমার্জেন্সি অপারেশন সেন্টার (ডিইওসি) জানিয়েছে, ভাবা নগরের কাছে ভূমিধসের ঘটনা ঘটেছে। যার কারণে ফিরোজপুর-শিপকি লা জাতীয় সড়ক ৫ নম্বর সব ধরনের যানবাহন চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: মন্ত্রিসভার রদবদলে কে কোন মন্ত্রিত্ব পেলেন? দেখে নিন এক নজরে
ভাবা নগরের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) বিমলা শর্মা বলেছেন, রাস্তা পরিষ্কার করার জন্য যন্ত্রপাতি আনা হয়েছে, যাতে যান চলাচল সচল করা যায়।
উল্লেখ্য, গত ২৮ জুলাই হিমাচল প্রদেশের মেঘভাঙা বৃষ্টিতে ৬ জনের প্রাণহানির ঘটনা ঘটে। কুল্লু জেলার ১০টি বাড়ি ক্ষতির মুখে পড়ে।