উৎসবের আবহে শোকের ছায়া, গির্জায় জামায় আগুন লেগে অগ্নিদগ্ধ নাবালিকা

- আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, সোমবার
- / 12
পুবের কলম ওয়েব ডেস্ক: উৎসবের আবহে নেমে এল শোকের ছায়া। গির্জায় মোমবাতির শিখা থেকে আগুন লেগে অগ্নিদগ্ধ হয় এক নাবালিকা। তাঁকে বাঁচাতে গিয়ে জখম হয়েছেন ঘটনাস্থলে থাকা কসবা থানার এক সাব-ইনস্পেক্টরও।
অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম ওই বালিকাকে চিকিৎসার জন্য মানিকতলা ইএসআই হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। রবিবার ঘটনাটি ঘটেছে কসবার একটি গির্জায়।
উল্লেখ্য, কসবার টেগোর পার্কের এক গির্জায় এক নাবালিকার জামায় আগুন লেগে যায়। আহত বালিকার বয়স ১০। তার বাড়ি কসবাতেই। রবিবার সন্ধ্যা বেলায় সে স্থানীয় গির্জাতে বেড়াতে গিয়েছিল, তারপরেই দুর্ঘটনার শিকার হয় সে।
পুলিশ সূত্রে খবর, বড়দিন উপলক্ষে ঘটনাস্থলে মোমবাতি জ্বালাচ্ছিল সবাই। সেখানে ছবি তুলছিল মেয়েটি। সেখানেই অসবাধানতার কারণের নাবালিকার জামায় আগুন লেগে যায়। কিছু বোঝার আগেই আগুন সর্বত্রে ছড়িয়ে পড়ে।