০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইউটিউব দেখে আত্মহত্যা করলো এক কিশোরী

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৮ জানুয়ারী ২০২৩, বুধবার
  • / 60

 

পুবের কলম ওয়েবডেস্ক: : ইউটিউব দেখে আত্মহত্যা করলো এক কিশোরী। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কর্নাটকের উদুপির ব্রহ্মগিরিতে।

আরও পড়ুন: YouTube দেখে নিজের পেট কেটে অস্ত্রোপচার যুবকের, সংকটজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

আত্মঘাতী ওই কিশোরীর নাম মঙ্গলাদেবী (১১)। বাবার নাম প্রবীণ শেঠি। সে কুঞ্জরুগিরির একটি বেসরকারি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ত।

আরও পড়ুন: ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় অশ্লীলতা নিয়ন্ত্রণে পদক্ষেপের নির্দেশ শীর্ষ আদালতের

তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান ইউটিউবে কি ভাবে আত্মহত্যা করা যায় তা দেখার পরই ওই কিশোরী আত্মঘাতী হয়।

আরও পড়ুন: ২৮ বছর বয়সেই জীবন শেষ, আত্মহত্যা জনপ্রিয় পাক স্নুকার খেলোয়াড় মজিদ আলির

পুলিশ জানায়, শনিবার স্কুলে সরকারি ছুটি ছিল। বাবা-মা কাজে গিয়েছিলেন। সন্ধ্যায় বাড়ি ফিরে তারা দেখেন বেডরুমের দরজা ভিতর থেকে বন্ধ।

এরপর খবর দেওয়া হয় পুলিশে। দরজা ভেঙে বেডরুমে ঢুকে দেখে হতবাক হয়ে যান সকলে। মঙ্গলাদেবী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

চরম পদক্ষেপ নেওয়ার সঠিক কারণ এখনও জানা যায়নি। বেডরুমে মঙ্গলাদেবীর ট্যাব খুঁজে পেয়েছে পুলিশ।উদুপি টাউন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। মনোবিদদের একাংশের মতে বর্তমান প্রজন্মের শিশু কিশোর দের হাতের নাগালে ইন্টারনেট। প্রযুক্তির সাহায্য নিয়ে তারা কখনযে বিপথগামী হয়ে পড়ছে অভিভাবকরা তা টেরও পাচ্ছেন না। মঙ্গলাদেবীর ক্ষেত্রেও হয়ত একই ঘটনা ঘটেছে। সন্তানের আচার, আচরণে এতটুকু বদল দেখলেই সচেতন হতে হবে অভিভাবকদের, বলছেন মনোবিদরা।

(প্রতীকী ছবি)

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইউটিউব দেখে আত্মহত্যা করলো এক কিশোরী

আপডেট : ১৮ জানুয়ারী ২০২৩, বুধবার

 

পুবের কলম ওয়েবডেস্ক: : ইউটিউব দেখে আত্মহত্যা করলো এক কিশোরী। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কর্নাটকের উদুপির ব্রহ্মগিরিতে।

আরও পড়ুন: YouTube দেখে নিজের পেট কেটে অস্ত্রোপচার যুবকের, সংকটজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

আত্মঘাতী ওই কিশোরীর নাম মঙ্গলাদেবী (১১)। বাবার নাম প্রবীণ শেঠি। সে কুঞ্জরুগিরির একটি বেসরকারি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ত।

আরও পড়ুন: ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় অশ্লীলতা নিয়ন্ত্রণে পদক্ষেপের নির্দেশ শীর্ষ আদালতের

তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান ইউটিউবে কি ভাবে আত্মহত্যা করা যায় তা দেখার পরই ওই কিশোরী আত্মঘাতী হয়।

আরও পড়ুন: ২৮ বছর বয়সেই জীবন শেষ, আত্মহত্যা জনপ্রিয় পাক স্নুকার খেলোয়াড় মজিদ আলির

পুলিশ জানায়, শনিবার স্কুলে সরকারি ছুটি ছিল। বাবা-মা কাজে গিয়েছিলেন। সন্ধ্যায় বাড়ি ফিরে তারা দেখেন বেডরুমের দরজা ভিতর থেকে বন্ধ।

এরপর খবর দেওয়া হয় পুলিশে। দরজা ভেঙে বেডরুমে ঢুকে দেখে হতবাক হয়ে যান সকলে। মঙ্গলাদেবী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

চরম পদক্ষেপ নেওয়ার সঠিক কারণ এখনও জানা যায়নি। বেডরুমে মঙ্গলাদেবীর ট্যাব খুঁজে পেয়েছে পুলিশ।উদুপি টাউন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। মনোবিদদের একাংশের মতে বর্তমান প্রজন্মের শিশু কিশোর দের হাতের নাগালে ইন্টারনেট। প্রযুক্তির সাহায্য নিয়ে তারা কখনযে বিপথগামী হয়ে পড়ছে অভিভাবকরা তা টেরও পাচ্ছেন না। মঙ্গলাদেবীর ক্ষেত্রেও হয়ত একই ঘটনা ঘটেছে। সন্তানের আচার, আচরণে এতটুকু বদল দেখলেই সচেতন হতে হবে অভিভাবকদের, বলছেন মনোবিদরা।

(প্রতীকী ছবি)