পেশা নয়, সাপ ধরে মানুষকে বাঁচানোই আব্দুল্লাহর কাজ

- আপডেট : ১৬ নভেম্বর ২০২২, বুধবার
- / 10
পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের দুলদুলি গ্রামের লোকালায়ে একটি প্রায় ১০ ফুটের বিষধর কাল কেউটে সাপ জঙ্গল থেকে বেরিয়ে এসে খোলা মাঠে ঘোরাঘুরি করছিল। গ্রামবাসীরা দেখে আতঙ্কিত হয়ে যে যার মত ছুটে পালাচ্ছিল।এমন কি বাড়ি ছেড়ে পালানোর চেষ্টাও করছিল। সেই সময় এলাকারই বছর পঁচিশের আব্দুল্লাহ গাইন পেশায় দিনমজুর ধেয়ে এসে সাপটিকে জাল বন্দি করে সোজা সুন্দরবন বনদফতরে গিয়ে হাজির।
যুবকটি যখন সাপ ধরতে মগ্ন ছিল সেই সময় যে যার মতো মোবাইল ফোনে ক্যামেরাবন্দি করতে শুরু করে। যুবকের সাহসিকতা দেখে গ্রামের মানুষ উৎসাহ দিয়ে প্রশংসা করেছে। পাশাপাশি প্রশ্ন উঠছে কোন প্রশিক্ষণ ছাড়াই কি করে যুবক এই ধরনের কাজ করে দিনের পর দিন বেড়াচ্ছে হিঙ্গলগঞ্জের বিভিন্ন গ্রামে। যখন কোন বিষধর সাপ লোকলায় আশ্রয় নেয়।
ওই যুবক পৌঁছে যায় সেখানে। মানুষকে বাঁচানোর জন্য আব্দুল্লাহ গাইন ছোটবেলা থেকে একদিকে সুন্দরবন ঘেরা জঙ্গলে পাশে বেড়ে ওঠা বহু, প্রান্তিক মানুষের জলে জঙ্গলে লড়াই করে বেঁচে থাকার সংগ্রাম সামনে থেকে দেখেছে এবং নিজে উপলব্ধি করেছে। যুবকের সাহসিকতার প্রশংসা করছে গ্রামের প্রান্তিক মানুষেরা।