৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ওড়িশার দুর্ঘটনার জেরে রবিবারও বাতিল প্রায় ২০ ট্রেন

ইমামা খাতুন
  • আপডেট : ৪ জুন ২০২৩, রবিবার
  • / 45

পুবের কলম,ওয়েবডেস্ক: একটা প্রশ্নই এখন ভাবাচ্ছে গোটা দেশকে। ঠিক কী ঘটেছিল বাহানাগা বাজার স্টেশনে ঢোকার মুখে রেলগেটের কাছে?  রেল সূত্রে জানা যাচ্ছে, যাবতীয় রহস্য যেন আটকে রয়েছে ওই জায়গাটিতে। ভুল কোথায় হয়েছিল, চালকের না কি সিগন্যাল এবং পয়েন্টের তালমিলের- সেটাই এখন মূল তদন্তের বিষয়।

অভিশপ্ত করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পার হয়েছে ২৪ ঘণ্টা। সময়ের আগ্রগতির সঙ্গে সঙ্গে লাফিয়ে বাড়ছে মৃত ও আহতের সংখ্যা। এখনও বেশ কয়েক  বগিতে মানুষ আটকে রয়েছে বলে আশঙ্কা প্রকাশ উদ্ধারকারী দলের। তবে সব কিছুর মধ্যে একটা চিন্তা সাধারণ মানুষকে ভাবাচ্ছে ওড়িশার বালেশ্বর বাহানগা বাজার রেল স্টেশনের কাছে ভয়াবহ রেল দুর্ঘটনার পরে কবে পরিষেবা ফের স্বাভাবিক হবে?

আরও পড়ুন: অবশেষে মুক্তি পেলেন ওড়িশায় আটক ৫০ জন বাঙালি পরিযায়ী শ্রমিক

পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখার পর রবিবারও একগুচ্ছ ট্রেন বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল। একাধিক ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে বা যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। যে সংখ্যাটা পরবর্তীতে আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।

আরও পড়ুন: রাস্তায় পড়ে থাকা এক অজ্ঞাত পরিচয়ের যুবকের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য

রবিবার (৪ জুন) কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে?

আরও পড়ুন: হাতিবাগানে গাছ পড়ে যান চলাচল ব্যাহত

১) ১৮০৪৪ ভদ্রক-হাওড়া বাঘাযতীন এক্সপ্রেস।

২) ০৮৪৪০ পাটনা-পুরী স্পেশাল ট্রেন।

৩) ১৮০৩৮ জাজপুর কেওনঝড়-খড়্গপুর এক্সপ্রেস।

৪) ১২০৭৩ হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস।

৫) ১২০৭৪ ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস।

৬) ১২২৭৭ হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস।

৭) ১২২৭৮ পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস।

৮) ০৮০৬৪ ভদ্রক-খড়্গপুর।

৯) ০৮০৬৩ খড়্গপুর-ভদ্রক।

১০) ০৮০৩১ বালাসোর-ভদ্রক।

১১) ০৮০৩২ ভদ্রক-বালাসোর।

১২) ১২৮২২ পুরী-শালিমার ধৌলি এক্সপ্রেস।

১৩) ০৮৪১১ বালাসোর-ভুবনেশ্বর।

১৪) ০৮৪১৫ জলেশ্বর-পুরী।

১৫) ১২৮৯১ বাঙ্গিরিপোষি-পুরী ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস।

১৬) ১৮০২১ খড়্গপুর-পুরী রোড এক্সপ্রেস।

১৭) ২২৮৯৫ হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস।

১৮) ১২৮২১ শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস।

১৯) ২২৮৯৬ পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস।

সেইসঙ্গে একটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। একটি ট্রেন ঘুরপথে যাবে বলে জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। শনিবার দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, কটক থেকে ছাড়বে ১২৭০৩ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস। আজ ৪ জুন যে ২২৮১২ নয়াদিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস যাত্রা শুরু করেছে; তা গোমো, আনাড়া, চাণ্ডিল, চক্রধরপুর, ঝারসুগুড়া দিয়ে ঘুরে যাবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওড়িশার দুর্ঘটনার জেরে রবিবারও বাতিল প্রায় ২০ ট্রেন

আপডেট : ৪ জুন ২০২৩, রবিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: একটা প্রশ্নই এখন ভাবাচ্ছে গোটা দেশকে। ঠিক কী ঘটেছিল বাহানাগা বাজার স্টেশনে ঢোকার মুখে রেলগেটের কাছে?  রেল সূত্রে জানা যাচ্ছে, যাবতীয় রহস্য যেন আটকে রয়েছে ওই জায়গাটিতে। ভুল কোথায় হয়েছিল, চালকের না কি সিগন্যাল এবং পয়েন্টের তালমিলের- সেটাই এখন মূল তদন্তের বিষয়।

অভিশপ্ত করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পার হয়েছে ২৪ ঘণ্টা। সময়ের আগ্রগতির সঙ্গে সঙ্গে লাফিয়ে বাড়ছে মৃত ও আহতের সংখ্যা। এখনও বেশ কয়েক  বগিতে মানুষ আটকে রয়েছে বলে আশঙ্কা প্রকাশ উদ্ধারকারী দলের। তবে সব কিছুর মধ্যে একটা চিন্তা সাধারণ মানুষকে ভাবাচ্ছে ওড়িশার বালেশ্বর বাহানগা বাজার রেল স্টেশনের কাছে ভয়াবহ রেল দুর্ঘটনার পরে কবে পরিষেবা ফের স্বাভাবিক হবে?

আরও পড়ুন: অবশেষে মুক্তি পেলেন ওড়িশায় আটক ৫০ জন বাঙালি পরিযায়ী শ্রমিক

পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখার পর রবিবারও একগুচ্ছ ট্রেন বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল। একাধিক ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে বা যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। যে সংখ্যাটা পরবর্তীতে আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।

আরও পড়ুন: রাস্তায় পড়ে থাকা এক অজ্ঞাত পরিচয়ের যুবকের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য

রবিবার (৪ জুন) কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে?

আরও পড়ুন: হাতিবাগানে গাছ পড়ে যান চলাচল ব্যাহত

১) ১৮০৪৪ ভদ্রক-হাওড়া বাঘাযতীন এক্সপ্রেস।

২) ০৮৪৪০ পাটনা-পুরী স্পেশাল ট্রেন।

৩) ১৮০৩৮ জাজপুর কেওনঝড়-খড়্গপুর এক্সপ্রেস।

৪) ১২০৭৩ হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস।

৫) ১২০৭৪ ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস।

৬) ১২২৭৭ হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস।

৭) ১২২৭৮ পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস।

৮) ০৮০৬৪ ভদ্রক-খড়্গপুর।

৯) ০৮০৬৩ খড়্গপুর-ভদ্রক।

১০) ০৮০৩১ বালাসোর-ভদ্রক।

১১) ০৮০৩২ ভদ্রক-বালাসোর।

১২) ১২৮২২ পুরী-শালিমার ধৌলি এক্সপ্রেস।

১৩) ০৮৪১১ বালাসোর-ভুবনেশ্বর।

১৪) ০৮৪১৫ জলেশ্বর-পুরী।

১৫) ১২৮৯১ বাঙ্গিরিপোষি-পুরী ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস।

১৬) ১৮০২১ খড়্গপুর-পুরী রোড এক্সপ্রেস।

১৭) ২২৮৯৫ হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস।

১৮) ১২৮২১ শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস।

১৯) ২২৮৯৬ পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস।

সেইসঙ্গে একটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। একটি ট্রেন ঘুরপথে যাবে বলে জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। শনিবার দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, কটক থেকে ছাড়বে ১২৭০৩ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস। আজ ৪ জুন যে ২২৮১২ নয়াদিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস যাত্রা শুরু করেছে; তা গোমো, আনাড়া, চাণ্ডিল, চক্রধরপুর, ঝারসুগুড়া দিয়ে ঘুরে যাবে।