০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ফের প্রাণ গেল বনগাঁ-চাকদহ রোডে, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রাক নিয়ে বাড়ছে ক্ষোভ

মাসুদ আলি
  • আপডেট : ৮ ডিসেম্বর ২০২১, বুধবার
  • / 49

এম এ হাকিম, বনগাঁ

উত্তর ২৪ পরগণার বনগাঁয় ফের এক যুবকের প্রাণ গেল পথ দুর্ঘটনায়। সোমবার রাতে বনগাঁ-চাকদহ রোডের পোলতা এলাকায় মোটর সাইকেলে করে ফেরার সময়ে শামিম মগ (১৯) নামে ওই তরুণ প্রাণ হারায়। পিছন থেকে ট্রাকের ধাক্কায় বান্ধবীসহ ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে মারা যায় ওই যুবক। আহত তরুণী হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার সন্ধ্যায় ওই যুবকের দাফন সম্পন্ন হয়। গোপালনগর থানার পুলিশ বিষয়টি তদন্ত করছে।

আরও পড়ুন: রাস্তায় পড়ে থাকা এক অজ্ঞাত পরিচয়ের যুবকের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য

বনগাঁ পৌর এলাকার জয়পুরের বাসিন্দা শামিম বনগাঁ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল বলে জানিয়েছেন তাঁর প্রতিবেশি বন্ধু গালিব মল্লিক। বাবা-মায়ের একমাত্র ছেলে ছিল শামিম। তার অকাল মৃত্যুতে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় প্রতিবেশি গৃহবধূ শামীমা ইয়াসমিন  জানান, মা’কে সিমাই রান্না করতে বলে সন্ধ্যায় চা খেতে বেরিয়েছিল শামিম। কিন্তু তার আর ঘরে ফেরা হল না। মাস খানেক আগে জয়পুরের বাসিন্দা রাকিব মণ্ডল নামে এক তরুণ বনগাঁ-চাকদহ সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় প্রাণ হারায়। সেই ঘটনার জের না মিটতেই ফের এক যুবক প্রাণ হারাল পথ দুর্ঘটনায়।

আরও পড়ুন: হাতিবাগানে গাছ পড়ে যান চলাচল ব্যাহত

এদিকে, একের পর এক দুর্ঘটনাকে কেন্দ্র করে বনগাঁ-চাকদহ সড়কে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রাক সরিয়ে পার্কিংয়ে রাখার দাবি উঠেছে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে চাঁপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে তৃণমূলের শ্রমিক সংগঠন ‘আইএনটিটিইউসি’র বনগাঁ সাংগঠনিক জেলার সহ-সভাপতি ইরফান তাহের মণ্ডল বলেন, যেকোনো মৃত্যুই দুঃখজনক। বনগাঁয় পেট্রাপোল সীমান্তগামী রফতানির পণ্যবাহী ট্রাকজটের সমস্যা রয়েছে। প্রশাসন চেষ্টা করছে সেই সমস্যা নিরসনের। কার্যত ভ্যান-রিকশ’র মতো বনগাঁয় ট্রাকের সংখ্যা বেড়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ‘ট্রাফিক বিধি’ মেনে চলতে হবে তবেই এসব অকাল মৃত্যু রোধ করা যেতে পারে বলে মন্তব্য করেন ইরফান তাহের মণ্ডল।

আরও পড়ুন: গলে গেল ট্রেনের চাকা! বড় বিপদ থেকে রেহাই পেল জনশতাব্দী এক্সপ্রেস

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের প্রাণ গেল বনগাঁ-চাকদহ রোডে, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রাক নিয়ে বাড়ছে ক্ষোভ

আপডেট : ৮ ডিসেম্বর ২০২১, বুধবার

এম এ হাকিম, বনগাঁ

উত্তর ২৪ পরগণার বনগাঁয় ফের এক যুবকের প্রাণ গেল পথ দুর্ঘটনায়। সোমবার রাতে বনগাঁ-চাকদহ রোডের পোলতা এলাকায় মোটর সাইকেলে করে ফেরার সময়ে শামিম মগ (১৯) নামে ওই তরুণ প্রাণ হারায়। পিছন থেকে ট্রাকের ধাক্কায় বান্ধবীসহ ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে মারা যায় ওই যুবক। আহত তরুণী হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার সন্ধ্যায় ওই যুবকের দাফন সম্পন্ন হয়। গোপালনগর থানার পুলিশ বিষয়টি তদন্ত করছে।

আরও পড়ুন: রাস্তায় পড়ে থাকা এক অজ্ঞাত পরিচয়ের যুবকের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য

বনগাঁ পৌর এলাকার জয়পুরের বাসিন্দা শামিম বনগাঁ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল বলে জানিয়েছেন তাঁর প্রতিবেশি বন্ধু গালিব মল্লিক। বাবা-মায়ের একমাত্র ছেলে ছিল শামিম। তার অকাল মৃত্যুতে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় প্রতিবেশি গৃহবধূ শামীমা ইয়াসমিন  জানান, মা’কে সিমাই রান্না করতে বলে সন্ধ্যায় চা খেতে বেরিয়েছিল শামিম। কিন্তু তার আর ঘরে ফেরা হল না। মাস খানেক আগে জয়পুরের বাসিন্দা রাকিব মণ্ডল নামে এক তরুণ বনগাঁ-চাকদহ সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় প্রাণ হারায়। সেই ঘটনার জের না মিটতেই ফের এক যুবক প্রাণ হারাল পথ দুর্ঘটনায়।

আরও পড়ুন: হাতিবাগানে গাছ পড়ে যান চলাচল ব্যাহত

এদিকে, একের পর এক দুর্ঘটনাকে কেন্দ্র করে বনগাঁ-চাকদহ সড়কে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রাক সরিয়ে পার্কিংয়ে রাখার দাবি উঠেছে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে চাঁপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে তৃণমূলের শ্রমিক সংগঠন ‘আইএনটিটিইউসি’র বনগাঁ সাংগঠনিক জেলার সহ-সভাপতি ইরফান তাহের মণ্ডল বলেন, যেকোনো মৃত্যুই দুঃখজনক। বনগাঁয় পেট্রাপোল সীমান্তগামী রফতানির পণ্যবাহী ট্রাকজটের সমস্যা রয়েছে। প্রশাসন চেষ্টা করছে সেই সমস্যা নিরসনের। কার্যত ভ্যান-রিকশ’র মতো বনগাঁয় ট্রাকের সংখ্যা বেড়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ‘ট্রাফিক বিধি’ মেনে চলতে হবে তবেই এসব অকাল মৃত্যু রোধ করা যেতে পারে বলে মন্তব্য করেন ইরফান তাহের মণ্ডল।

আরও পড়ুন: গলে গেল ট্রেনের চাকা! বড় বিপদ থেকে রেহাই পেল জনশতাব্দী এক্সপ্রেস