পুবের কলম, ওয়েবডেস্ক: গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন সাত পরিযায়ী শ্রমিক। ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের বকুলতলা। তামিলনাড়ুর যাওয়ার উদ্দেশে রবিবার গভীর রাতে একটি গাড়ি নিয়ে কুলতলির দিকে রওনা দেন ২৭ জন পরিযায়ী শ্রমিক। কিন্তু রাতের অন্ধকারে সীমানা বাজারের কাছে আসতেই একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে গাড়িটি। ঘটনাস্থলেই সাতজন মারা যান। জখমদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের নাম রফিক শেখ (৮৫), সইদুল মোল্লা (৫৫), হাসান শেখ (২০), বাবুরালি মিস্ত্রি (২৭), জামাল শেখ (২৭)। তবে, এখনও পর্যন্ত দুজন মৃত শ্রমিকের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে যান বারুইপুর থানার পুলিশ। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
বারুইপুরে দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু ৭ পরিযায়ী শ্রমিকের
-
বিপাশা চক্রবর্তী - আপডেট : ২ অগাস্ট ২০২১, সোমবার
- 97
ট্যাগ :
Accident Baruipur Baruipur migarant worker accident puber kalom tragic death migarant worker
সর্বধিক পাঠিত

























