০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

অধীরকে দোষ দিলেন ডেরেক ও’ব্রায়েন

সামিমা এহসানা
  • আপডেট : ২৫ জানুয়ারী ২০২৪, বৃহস্পতিবার
  • / 11

পুবের কলম ওয়েব ডেস্ক: বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের জোট সম্ভব হচ্ছে না প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরির জন্যেই, এমনটাই অভিযোগ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

বুধবারই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, আসন্ন লোকসভায় কংগ্রেসের সঙ্গে জোট করবেন না তিনি। রাজ্যে একলা চলো নীতিই থাকবে তাদের। এর ঠিক পরেই কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া ইন্ডিয়া জোট অসম্পূর্ণ। অর্থাৎ মমতাকে পাশে চাইছে কংগ্রেস। কিন্তু রাহুল গান্ধি, সোনিয়া গান্ধি বা খাড়গের সঙ্গে মমতার সম্পর্ক যতই মধুর হোক না কেন, অধীর রঞ্জন চৌধুরি কিন্তু সেসবের পরোয়া করেন না। ইন্ডিয়া জোট গঠন হওয়ার পরও বারবার বাংলার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন অধীর। সেই কথায় বৃহস্পতিবার নতুন করে বললেন ডেরেক।

তিনি বলেন, ইন্ডিয়া জোট গঠনের পর অনেকেই বিরোধীতা করেছে। কিন্তু এই জোটের বিরুদ্ধে সব থেকে বেশি আপত্তিকর কথা বলেছে বিজেপি আর অধীর রঞ্জন চৌধুরি।

ডেরেক বলেন, লোকসভা নির্বাচনের পর কংগ্রেস যদি নিজের কাজ করে আর বিজেপিকে সংখ্যাগরিষ্ঠ আসনে হারাতে পারে, তাহলে তৃণমূল কংগ্রেস সেই ফ্রন্টের শরিক হবে।

মমতা বন্দ্যপাধ্যায়ের, কংগ্রেসের সঙ্গে জোটে না যাওয়ার সিদ্ধান্তের পর ডেরেকের এই বয়ান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ওয়াকিফহাল মহলের মতে, ডেরেক ও’ব্রায়েন বার্তা দিতে চাইলেন, ইন্ডিয়া জোটের গুরুত্ব মোটেও কমেনি তৃণমূলের কাছে। রাজ্যে আসন বণ্টন নিয়ে মতানৈক্য থাকলেও সর্বভারতীয় স্তরে বিজেপিকে কোণঠাসা করতে কংগ্রেস সহ অন্যান্য দলগুলির সঙ্গে হাত মেলাবে টিএমসি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অধীরকে দোষ দিলেন ডেরেক ও’ব্রায়েন

আপডেট : ২৫ জানুয়ারী ২০২৪, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের জোট সম্ভব হচ্ছে না প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরির জন্যেই, এমনটাই অভিযোগ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

বুধবারই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, আসন্ন লোকসভায় কংগ্রেসের সঙ্গে জোট করবেন না তিনি। রাজ্যে একলা চলো নীতিই থাকবে তাদের। এর ঠিক পরেই কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া ইন্ডিয়া জোট অসম্পূর্ণ। অর্থাৎ মমতাকে পাশে চাইছে কংগ্রেস। কিন্তু রাহুল গান্ধি, সোনিয়া গান্ধি বা খাড়গের সঙ্গে মমতার সম্পর্ক যতই মধুর হোক না কেন, অধীর রঞ্জন চৌধুরি কিন্তু সেসবের পরোয়া করেন না। ইন্ডিয়া জোট গঠন হওয়ার পরও বারবার বাংলার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন অধীর। সেই কথায় বৃহস্পতিবার নতুন করে বললেন ডেরেক।

তিনি বলেন, ইন্ডিয়া জোট গঠনের পর অনেকেই বিরোধীতা করেছে। কিন্তু এই জোটের বিরুদ্ধে সব থেকে বেশি আপত্তিকর কথা বলেছে বিজেপি আর অধীর রঞ্জন চৌধুরি।

ডেরেক বলেন, লোকসভা নির্বাচনের পর কংগ্রেস যদি নিজের কাজ করে আর বিজেপিকে সংখ্যাগরিষ্ঠ আসনে হারাতে পারে, তাহলে তৃণমূল কংগ্রেস সেই ফ্রন্টের শরিক হবে।

মমতা বন্দ্যপাধ্যায়ের, কংগ্রেসের সঙ্গে জোটে না যাওয়ার সিদ্ধান্তের পর ডেরেকের এই বয়ান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ওয়াকিফহাল মহলের মতে, ডেরেক ও’ব্রায়েন বার্তা দিতে চাইলেন, ইন্ডিয়া জোটের গুরুত্ব মোটেও কমেনি তৃণমূলের কাছে। রাজ্যে আসন বণ্টন নিয়ে মতানৈক্য থাকলেও সর্বভারতীয় স্তরে বিজেপিকে কোণঠাসা করতে কংগ্রেস সহ অন্যান্য দলগুলির সঙ্গে হাত মেলাবে টিএমসি।