০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আডবাণী তো বিদেশ থেকে এসেছেন, সিএএ নিয়ে মন্তব্য ফিরহাদের

ইমামা খাতুন
  • আপডেট : ২৪ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 42

পুবের কলম ওয়েব ডেস্ক: সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব প্রায় সব বিরোধী দল। তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই এ নিয়ে বিরোধিতা করে আসছে। এবার একই ইস্যুতে ফের বিজেপি নেতাদের এক হাত নিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীর প্রসঙ্গ তুলে ধরে সুর চড়ান। ফিরহাদ এ দিন মন্তব্য করেন, আডবাণী পাকিস্তান থেকে ভারতে এসেছিলেন।

 

আরও পড়ুন: সিএএ নিয়ে মাঠে বিজেপি, পাল্টা বাঙালি অস্মিতার ডাক মমতার

প্রসঙ্গত, বৃহস্পতিবার ছিল স্বাধীনতা সংগ্রামী দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের ৮৮তম মৃত্যুবার্ষিকী। সেই উপলক্ষে এ দিন সকালে কেওড়াতলা মহাশ্মশানে স্বাধীনতা সংগ্রামীকে শ্রদ্ধা জানান কলকাতার মেয়র। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে ফিরহাদ হাকিম বলেন, ‘আমরা সিএএ-এর বিরোধিতা করি। দেশের নাগরিককে আবার নাগরিক করা আমরা সমর্থন করি না।

আরও পড়ুন: মেছুয়া বাজারে অগ্নিকাণ্ডে মৃত কমপক্ষে ১৫, ঘটনাস্থলে ফিরহাদ হাকিম

 

আরও পড়ুন: সংখ্যালঘুদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা, CAA-এর বিরুদ্ধে শীর্ষ আদালতে ওয়েইসি-বিজয়ন

নাগরিকদের আবার আমরা কী করে নাগরিকত্ব দিতে পারি? কতদিন আগে আমাদের দেশে এসেছেন। সেভাবে দেখতে গেলে তো লালকৃষ্ণ আডবাণী অন্য জায়গা থেকে এসেছিলেন। যারা আমাদের দেশের মানুষ, তাদের আমরা আবার একবার করে তকমা লাগিয়ে দেব, সেটা হয় না।’

 

বুধবার কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বাস্তুদের পাট্টা বিলির অনুষ্ঠান থেকেও এ নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, আপনাদের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। আর এখন বলছে নাগরিকত্ব দেবে। এটা বলা মানে অসম্মান করা নয়? এবার একই ইস্যুতে ফের সরব হলেন ফিরহাদ হাকিম।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আডবাণী তো বিদেশ থেকে এসেছেন, সিএএ নিয়ে মন্তব্য ফিরহাদের

আপডেট : ২৪ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব প্রায় সব বিরোধী দল। তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই এ নিয়ে বিরোধিতা করে আসছে। এবার একই ইস্যুতে ফের বিজেপি নেতাদের এক হাত নিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীর প্রসঙ্গ তুলে ধরে সুর চড়ান। ফিরহাদ এ দিন মন্তব্য করেন, আডবাণী পাকিস্তান থেকে ভারতে এসেছিলেন।

 

আরও পড়ুন: সিএএ নিয়ে মাঠে বিজেপি, পাল্টা বাঙালি অস্মিতার ডাক মমতার

প্রসঙ্গত, বৃহস্পতিবার ছিল স্বাধীনতা সংগ্রামী দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের ৮৮তম মৃত্যুবার্ষিকী। সেই উপলক্ষে এ দিন সকালে কেওড়াতলা মহাশ্মশানে স্বাধীনতা সংগ্রামীকে শ্রদ্ধা জানান কলকাতার মেয়র। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে ফিরহাদ হাকিম বলেন, ‘আমরা সিএএ-এর বিরোধিতা করি। দেশের নাগরিককে আবার নাগরিক করা আমরা সমর্থন করি না।

আরও পড়ুন: মেছুয়া বাজারে অগ্নিকাণ্ডে মৃত কমপক্ষে ১৫, ঘটনাস্থলে ফিরহাদ হাকিম

 

আরও পড়ুন: সংখ্যালঘুদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা, CAA-এর বিরুদ্ধে শীর্ষ আদালতে ওয়েইসি-বিজয়ন

নাগরিকদের আবার আমরা কী করে নাগরিকত্ব দিতে পারি? কতদিন আগে আমাদের দেশে এসেছেন। সেভাবে দেখতে গেলে তো লালকৃষ্ণ আডবাণী অন্য জায়গা থেকে এসেছিলেন। যারা আমাদের দেশের মানুষ, তাদের আমরা আবার একবার করে তকমা লাগিয়ে দেব, সেটা হয় না।’

 

বুধবার কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বাস্তুদের পাট্টা বিলির অনুষ্ঠান থেকেও এ নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, আপনাদের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। আর এখন বলছে নাগরিকত্ব দেবে। এটা বলা মানে অসম্মান করা নয়? এবার একই ইস্যুতে ফের সরব হলেন ফিরহাদ হাকিম।