২০ মাস পর পড়ুয়াদের কলকাকলিতে ভরে উঠল শিক্ষা প্রতিষ্ঠান গুলি

- আপডেট : ১৬ নভেম্বর ২০২১, মঙ্গলবার
- / 66

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u419551674/domains/puberkalom.in/public_html/wp-content/themes/NewsFlash-Pro/template-parts/common/single_one.php on line 122
পুবের কলম প্রতিবেদক, বাঁকুড়া: ২০ মাস পর মঙ্গলবার থেকে ফের স্কুল-কলেজ খুলল। ফের ভরে উঠল শিক্ষা প্রতিষ্ঠান গুলি পড়ুয়াদের কলকাকলিতে।
বিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষ নবান্নের নির্দেশ পাওয়ার পর থেকেই দীর্ঘদিন বন্ধ থাকা ক্লাসরুম গুলিতে ঝাড়পোছ করে স্যানিটাইজ করে ঝকঝকে তকতকে করে তুলেছে। বাঁকুড়া জেলা স্কুলের গেট থেকে প্রতিটি ক্লাস রুমের দরজা পর্যন্ত চুন দিয়ে গোল গোল দাগ দেওয়া হচ্ছিল। জঙ্গলমহলের ঢেঙাআম স্কুলের ইতিহাসের শিক্ষক দিলীপ কুমার ঘোষ বলেন গত দু’বছর ধরে ছাত্রছাত্রীদের মুখ দেখিনি, ফের বিদ্যালয় প্রাঙ্গণ পড়ুয়াদের কলকাকলীতে ভরে উঠেছে, ভীষণ আনন্দ হচ্ছে। তবে করোনার কথা মাথায় রেখে আমরা স্বাস্থ্যবিধি মেনে সবরকম প্রস্তুতি সেরে রেখেছি। ছাত্রছাত্রীরা স্কুলে প্রবেশ করার সাথেসাথেই ফুল আর কলম দিয়ে সকলকে বরণ করা হয়। বাঁকুড়া জেলা স্কুল এবং জেলা মিশন গার্লস স্কুলের বরণ করার দৃশ্য ছিল নয়নাভিরাম ।

সকলকে দুরত্ব বিধি মেনে নির্দিষ্ট জায়গায় বসানো হয়েছে। পাশাপাশি এতদিন অনলাইন ক্লাস করে যে ভাবে পড়ুয়ারা হাঁপিয়ে উঠেছিল এবার সেই দমবন্ধ করা পরিবেশ থেকে বের হতে পারবে। বাঁকুড়া সম্মিলনী কলেজের মাইক্রোবায়োলজির ছাত্রী সম্প্রতি ঢাং, অবন্তিকা কর্মকাররা বলেন কলেজে ভর্তি হয়েছি অনলাইনে। তারপর একদিন নথি ভেরিকেশন করার জন্য কলেজ গিয়েছিলাম। বাড়িতে বসে অনলাইন ক্লাস করে প্রথম বর্ষের পরীক্ষা দিয়ে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়ে আরো কয়েকমাস ক্লাস হয়েছে অনলাইনেই। কোনো বন্ধুর সাথে বা অধ্যাপক-অধ্যাপিকাদের সাথেও পরিচয় হয়নি। এই প্রথম কলেজ এলাম। বিজ্ঞান নিয়ে পড়লেও আজও প্র্যাকটিক্যাল ক্লাস করিনি। তাই একদিকে যেমন ভয় ততটাই আবার উত্তেজিত হয়ে পড়ছি। তবে আমরা করোনা পরিস্থিতি মেনে কলেজে আসব।