০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মহিলাকে পিষে মারার পর শ্মশানেও হাতির হামলা, চিতা থেকে নামিয়ে ফের আক্রমণ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৩ জুন ২০২২, সোমবার
  • / 29

পুবের কলম, ওয়েবডেস্ক: ওড়িশার জঙ্গলঘেঁষা গ্রাম। গ্রামেরই একটি টিউবওয়েল থেকে জল নিচ্ছিলেন বৃদ্ধা। আচমকা তাঁকে আক্রমণ করে একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতি। হাতির হানাতেই প্রাণ হারান ৭০ বছর বয়সি ওই মহিলা।

কিন্তু এখানেই শেষ নয়। হাতিটি মৃত্যুর পরেও মহিলাকে ছাড়েনি। সন্ধ্যায় যখন ওই বৃদ্ধার শেষকৃত্য সম্পন্ন হচ্ছে, তখনও চিতার সামনে পৌঁছে যায় সেই হাতি! চিতা থেকে তাঁর দেহ নামিয়ে আবার সেই মৃতদেহের উপর আক্রমণ করে।

আরও পড়ুন: অবশেষে মুক্তি পেলেন ওড়িশায় আটক ৫০ জন বাঙালি পরিযায়ী শ্রমিক

হাতির এই ধরনের আক্রোশ সাধারণত দেখা যায় না। জানা গেছে মৃতের নাম মায়া মুর্মু। ওড়িশার ময়ূরভঞ্জ জেলার রায়পাল গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। শনিবার সকালে গ্রামের একটি টিউবওয়েল থেকে রোজকার মতোই জল নিচ্ছিলেন তিনি। সেখানেই হাজির হয় দাঁতাল হাতিটি। তার পায়ের নীচে দলিত মথিত হয়ে যান ওই বৃদ্ধা। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয়।

আরও পড়ুন: যুবতীকে ত্রিশ টুকরো করে কেটে খুন ওড়িশায়

সন্ধেবেলা পরিবারের লোকজন ওই বৃদ্ধার দেহ সৎকারের ব্যবস্থা করেন। চিতায় তোলা হয় দেহ। কিন্তু আশ্চর্যজনকভাবে ওই একই হাতি ফের হাজির হয় শ্মশানে। চিতা থেকে শুঁড়ে করে সে নামিয়ে আনে বৃদ্ধার দেহ। ফের সেই দেহ পদদলিত করে।

আরও পড়ুন: ওড়িশার রায়গড়া উপজাতি অধ্যুষিত এলাকায় চিকিৎসায় পরিষেবায় চালু ড্রোন

হাতিটিকে তারপর কোনওরকমে সেখান থেকে তাড়ানো হয়। বৃদ্ধার দেহ উদ্ধার করে সৎকার করে পরিবারের লোকজন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মহিলাকে পিষে মারার পর শ্মশানেও হাতির হামলা, চিতা থেকে নামিয়ে ফের আক্রমণ

আপডেট : ১৩ জুন ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ওড়িশার জঙ্গলঘেঁষা গ্রাম। গ্রামেরই একটি টিউবওয়েল থেকে জল নিচ্ছিলেন বৃদ্ধা। আচমকা তাঁকে আক্রমণ করে একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতি। হাতির হানাতেই প্রাণ হারান ৭০ বছর বয়সি ওই মহিলা।

কিন্তু এখানেই শেষ নয়। হাতিটি মৃত্যুর পরেও মহিলাকে ছাড়েনি। সন্ধ্যায় যখন ওই বৃদ্ধার শেষকৃত্য সম্পন্ন হচ্ছে, তখনও চিতার সামনে পৌঁছে যায় সেই হাতি! চিতা থেকে তাঁর দেহ নামিয়ে আবার সেই মৃতদেহের উপর আক্রমণ করে।

আরও পড়ুন: অবশেষে মুক্তি পেলেন ওড়িশায় আটক ৫০ জন বাঙালি পরিযায়ী শ্রমিক

হাতির এই ধরনের আক্রোশ সাধারণত দেখা যায় না। জানা গেছে মৃতের নাম মায়া মুর্মু। ওড়িশার ময়ূরভঞ্জ জেলার রায়পাল গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। শনিবার সকালে গ্রামের একটি টিউবওয়েল থেকে রোজকার মতোই জল নিচ্ছিলেন তিনি। সেখানেই হাজির হয় দাঁতাল হাতিটি। তার পায়ের নীচে দলিত মথিত হয়ে যান ওই বৃদ্ধা। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয়।

আরও পড়ুন: যুবতীকে ত্রিশ টুকরো করে কেটে খুন ওড়িশায়

সন্ধেবেলা পরিবারের লোকজন ওই বৃদ্ধার দেহ সৎকারের ব্যবস্থা করেন। চিতায় তোলা হয় দেহ। কিন্তু আশ্চর্যজনকভাবে ওই একই হাতি ফের হাজির হয় শ্মশানে। চিতা থেকে শুঁড়ে করে সে নামিয়ে আনে বৃদ্ধার দেহ। ফের সেই দেহ পদদলিত করে।

আরও পড়ুন: ওড়িশার রায়গড়া উপজাতি অধ্যুষিত এলাকায় চিকিৎসায় পরিষেবায় চালু ড্রোন

হাতিটিকে তারপর কোনওরকমে সেখান থেকে তাড়ানো হয়। বৃদ্ধার দেহ উদ্ধার করে সৎকার করে পরিবারের লোকজন।