কলকাতা, যাদবপুর, আলিয়া পর রবীন্দ্রভারতীতে অফলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত

- আপডেট : ১৬ মে ২০২২, সোমবার
- / 14
পুবের কলম প্রতিবেদক: কলকাতা, যাদবপুর, আলিয়া বিশ্ববিদ্যালয়ের পর এবার অফলাইনে সেমিস্টার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিল রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। সোমবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায় চৌধুরী বলেন, আমাদের কর্মসমিতি সর্বসম্মতভাবে ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখেই অফলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
প্রসঙ্গত, গত সপ্তাহেই রাজ্যের উচ্চ শিক্ষা দফতর সেমিস্টার পরীক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয়গুলিকে একটি নির্দেশিকা দেয়। নির্দেশিকাতে জানানো হয় আগামী সেমিস্টার পরীক্ষা গুলি কি পদ্ধতিতে নেবে তা বিশ্ববিদ্যালয়গুলি সিদ্ধান্ত নেবে। সে ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী যাতে পরীক্ষা নেওয়া হয় সেই বিষয়ে বলা হয় উচ্চ শিক্ষা দফতরের তরফে পাঠানো নির্দেশিকায়। সেই নির্দেশিকা পাঠানোর পর পর এই রাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে তাদের সিদ্ধান্ত বদল করে অনলাইনে পরীক্ষা নেওয়ার কথা জানায়। বিদ্যাসাগর কল্যাণীর মতো কয়েকটি বিশ্ববিদ্যালয়ে তারা অনলাইনে পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছে।
যদিও যাদবপুর বিশ্ববিদ্যালয় এখনও অফলাইনে পরীক্ষার সিদ্ধান্তে অনড়। পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয় এখনও কোনও সিদ্ধান্ত না নিলেও বর্ধমান, উত্তরবঙ্গের মত বিশ্ববিদ্যালয়গুলি পরীক্ষা কি উপায়ে নেবে সেই দিকে তাকিয়ে পড়ুয়ারা। যদিও কেন অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হল সেই প্রসঙ্গে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিবাজী প্রতিম বসু জানিয়েছেন, আমাদের কাছে অনেক দাবি আসছিল বিভিন্ন মহল থেকে। জেলার কলেজের অধ্যক্ষ চাইছিলেন অনলাইনে পরীক্ষা নেওয়ার জন্য। তাই সার্বিকভাবে স্পেশাল কেস হিসেবে আমরা এই সেমিস্টারের পরীক্ষা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
কোভিড সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় দীর্ঘ দুবছর পর খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবিতে আন্দোলন করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। অনলাইন না অফলাইন, কী ভাবে নেওয়া হবে পরীক্ষা সেই ভার রাজ্য সরকার ছেড়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়গুলির ওপর। এবার সেই প্রেক্ষিতে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় জানিয়ে দিল পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ে সশরীরে এসে পরীক্ষা দিতে হবে। কী ভাবে পরীক্ষা নেওয়া হবে তা নিয়ে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতি বৈঠক করেন। সেই বৈঠকে অফলাইনে পরীক্ষা নেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষার পরীক্ষাও অফলাইনে নেওয়া হবে বলে জানিয়ে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সম্প্রতি অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ দেখায় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসের সামনে শুক্রবার বিক্ষোভ দেখায় ছাত্র ছাত্রীরা। বিক্ষোভকারী পড়ুয়াদের দাবি, অনলাইনে ক্লাস হয়েছে। তাই পরীক্ষাও নিতে হবে অনলাইনে। সেইদিন বিক্ষোভ দেখানোর সময় পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তির জেরে অসুস্থ হয়ে পড়ে এক ছাত্রী। অসুস্থ ছাত্রীকে চিকিৎসার জন্য বিধাননগর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে রাজ্যের অধিকাংশ বিশ্ববিদ্যালয় রাজ্যের শাসকদলের ছাত্র সংগঠন ও শাসকদলের অধ্যাপক সংগঠনের মত অনুযায়ী অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেখানে প্রচলিত স্রোতের বিরুদ্ধে গিয়ে এই সিদ্ধান্ত নিল আরবিইউ।