০৪ জুলাই ২০২৫, শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
বাজেট অধিবেশন: মঙ্গলবার সর্বদলীয় বৈঠক

সামিমা এহসানা
- আপডেট : ২৯ জানুয়ারী ২০২৪, সোমবার
- / 17
পুবের কলম ওয়েব ডেস্ক: ৩১ থেকে ৯ ফেব্রুয়ারি সংসদে চলবে বাজেট অধিবেশন। তার আগে মঙ্গলবার সর্বদলীয় বৈঠক করবে সরকার। বিরোধী দলনেতাদের ডাকা হয়েছে এদিন। যে কোনও বাজেট অধিবেশনের আগে এই বৈঠক ডাকে সরকার। সেখানে বিরোধীরা জানায়, তারা কোন ইস্যুতে আলোচনা চাইছে। সরকারও জানায়, তারা কোন বিল উপস্থাপন করবে। কিন্তু গত গয়েক বছরে সেই সংস্কৃতির সম্মান রক্ষা করা হয়নি। কারণ বিরোধীরা যে আলোচনা চাই, তা নাকচ করে দেয় কেন্দ্রের বিজেপি সরকার। অন্যদিকে যে বিলের কথা সর্বদলীয় বৈঠকে জানায় না তারা, অধিবেশনের শেষের দিকে সেই বিল উপস্থাপন করে দেয় সরকার।
Tag :
Ahead of Budget session govt convenes all party meeting on Tuesday বাজেট অধিবেশন মঙ্গলবার সর্বদলীয় বৈঠক