০৭ জানুয়ারী ২০২৬, বুধবার, ২২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আমিরাতের স্কুলপাঠ্যে কেজি থেকেই চালু হচ্ছে ‘এআই’

পুবের কলম ওয়েবডেস্ক: আগামী দিনের দুনিয়া যেহেতু প্রযুক্তি-নির্ভর, তাই সেই ভবিষ্যতের জন্য ছোটবেলা থেকেই প্রস্তুতি শুরু করছে সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই)। দেশটির প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন রাশিদ রবিবার এক বড় ঘোষণা করে জানালেন, পরের শিক্ষাবর্ষ থেকে ইউএই-র সব সরকারি স্কুলে কেজি থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ (এআই) বিষয়টি বাধ্যতামূলক করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর কথায়, ‘আমাদের লক্ষ্য শুধু এআই-এর প্রযুক্তিগত দিক শেখানো নয়, বরং এই প্রযুক্তির নৈতিকতা নিয়েও ছাত্রছাত্রীদের সচেতন করা।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের সন্তানেরা এক এমন দুনিয়ায় বড় হবে, যা আমাদের সময়ের মতো নয়। তাদের জন্য তৈরি করতে হবে এমন এক শিক্ষা যা ভবিষ্যতের সঙ্গে খাপ খাবে।’

আরও পড়ুন: সরকারি অফিসে এআই ব্যবহার কমাতে নির্দেশ কেন্দ্রের

এই সিদ্ধান্ত ইউএই মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে বলে জানানো হয়েছে। শেখ মুহাম্মদ এক্স (সাবেক ট্যুইটার)-এ লিখেছেন, ‘এআই এখন আর ভবিষ্যতের গল্প নয়, এটা বর্তমানের বাস্তবতা।’

আরও পড়ুন: হাতি মৃত্যু ঠেকাতে এআই প্রযুক্তির ব্যবহার রেলের

ইউএই শিক্ষামন্ত্রী সারাহ আল-আমিরির মতে, এই উদ্যোগ দেশের ‘ভবিষ্যৎমুখী চিন্তাভাবনার প্রতিচ্ছবি।’ সরকারি বার্তা সংস্থা ডব্লিউএএম জানিয়েছে, বিশ্বের প্রথম দিকের দেশগুলোর মধ্যে ইউএই-ই কেজি লেভেল থেকেই ‘এআই’ পড়ানোর সিদ্ধান্ত নিল।

আরও পড়ুন: ডিপ্রেশন শনাক্তে ৯৯% সঠিক, এআই প্রোগ্রাম তৈরি আলবেনীয় তরুণীর 

নতুন এআই পাঠ্যক্রমে যে মূল দিকগুলির ওপর জোর দেওয়া হয়েছে, সেগুলি হল- প্রাথমিক ধারণা, ডেটা ও অ্যালগোরিদম বোঝা, সফটওয়্যার ব্যবহার শেখা,নৈতিক চিন্তা ও সচেতনতা ,বাস্তব জীবনে এআই-এর ব্যবহার,উদ্ভাবন ও প্রকল্প পরিকল্পনা, নীতি ও সমাজের সঙ্গে সংযুক্তি। এই উদ্যোগ শুধু পড়ুয়াদের পড়াশোনার নতুন মাত্রা দেবে না, বরং তাদের ভবিষ্যতের চাকরি, গবেষণা ও উদ্যোক্তা হওয়ার পথও খুলে দেবে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

এবার গ্রিনল্যান্ড দখলের ছক? সামরিক বিকল্পও ভাবছে ট্রাম্প প্রশাসন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আমিরাতের স্কুলপাঠ্যে কেজি থেকেই চালু হচ্ছে ‘এআই’

আপডেট : ৬ মে ২০২৫, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: আগামী দিনের দুনিয়া যেহেতু প্রযুক্তি-নির্ভর, তাই সেই ভবিষ্যতের জন্য ছোটবেলা থেকেই প্রস্তুতি শুরু করছে সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই)। দেশটির প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন রাশিদ রবিবার এক বড় ঘোষণা করে জানালেন, পরের শিক্ষাবর্ষ থেকে ইউএই-র সব সরকারি স্কুলে কেজি থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ (এআই) বিষয়টি বাধ্যতামূলক করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর কথায়, ‘আমাদের লক্ষ্য শুধু এআই-এর প্রযুক্তিগত দিক শেখানো নয়, বরং এই প্রযুক্তির নৈতিকতা নিয়েও ছাত্রছাত্রীদের সচেতন করা।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের সন্তানেরা এক এমন দুনিয়ায় বড় হবে, যা আমাদের সময়ের মতো নয়। তাদের জন্য তৈরি করতে হবে এমন এক শিক্ষা যা ভবিষ্যতের সঙ্গে খাপ খাবে।’

আরও পড়ুন: সরকারি অফিসে এআই ব্যবহার কমাতে নির্দেশ কেন্দ্রের

এই সিদ্ধান্ত ইউএই মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে বলে জানানো হয়েছে। শেখ মুহাম্মদ এক্স (সাবেক ট্যুইটার)-এ লিখেছেন, ‘এআই এখন আর ভবিষ্যতের গল্প নয়, এটা বর্তমানের বাস্তবতা।’

আরও পড়ুন: হাতি মৃত্যু ঠেকাতে এআই প্রযুক্তির ব্যবহার রেলের

ইউএই শিক্ষামন্ত্রী সারাহ আল-আমিরির মতে, এই উদ্যোগ দেশের ‘ভবিষ্যৎমুখী চিন্তাভাবনার প্রতিচ্ছবি।’ সরকারি বার্তা সংস্থা ডব্লিউএএম জানিয়েছে, বিশ্বের প্রথম দিকের দেশগুলোর মধ্যে ইউএই-ই কেজি লেভেল থেকেই ‘এআই’ পড়ানোর সিদ্ধান্ত নিল।

আরও পড়ুন: ডিপ্রেশন শনাক্তে ৯৯% সঠিক, এআই প্রোগ্রাম তৈরি আলবেনীয় তরুণীর 

নতুন এআই পাঠ্যক্রমে যে মূল দিকগুলির ওপর জোর দেওয়া হয়েছে, সেগুলি হল- প্রাথমিক ধারণা, ডেটা ও অ্যালগোরিদম বোঝা, সফটওয়্যার ব্যবহার শেখা,নৈতিক চিন্তা ও সচেতনতা ,বাস্তব জীবনে এআই-এর ব্যবহার,উদ্ভাবন ও প্রকল্প পরিকল্পনা, নীতি ও সমাজের সঙ্গে সংযুক্তি। এই উদ্যোগ শুধু পড়ুয়াদের পড়াশোনার নতুন মাত্রা দেবে না, বরং তাদের ভবিষ্যতের চাকরি, গবেষণা ও উদ্যোক্তা হওয়ার পথও খুলে দেবে।