০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

NEET- এ নজরকাড়া সাফল্য আল-আমীনের , ৬৯০ নম্বর পেয়ে সর্বভারতীয় তালিকায় ৪৭০ তম স্থানে তৌহিদ মুর্শিদ

পুবের কলম
  • আপডেট : ১ নভেম্বর ২০২১, সোমবার
  • / 25

পুবের কলম ওয়েব ডেস্কঃ সাফল্যের ধারা অব্যাহত রাজ্যের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আল-আমীন মিশনের। প্রতিবারের মতো এবারও সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকায় আল-আমীন মিশনের শিক্ষার্থীদের নজরকাড়া ফলাফল। ৭২০ নম্বরের মধ্যে ৬৯০ নম্বর পেয়ে খবরের শিরোনামে তৌহিদ ‍মুর্শিদ। একইসাথে আল আমীন মিশনের আর এক ছাত্রী দেবস্মিতা দাঁ পেয়েছেন ৬৬৮ ।
মিশন সূত্রে জানা গেছে, মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকার পার দেওয়ানাপুর গ্রামের ছেলে তৌহিদ মুর্শিদ। বাবা নুরুল হক পেশায় একজন শিক্ষক। তৌহিদের বড় ভাই বিটেক ইঞ্জিনিয়ার। মা ইসমত আরা খাতুন একজন স্বাস্থ্য কর্মী।তৌহিদ মুর্শিদ আল-আমীন মিশনের নয়াবাজ ক্যাম্পাসে পাঠরত ছিলেন বলে জানিয়েছে মিশন কর্তৃপক্ষ।

সংখ্যালঘু সমাজের পাশাপাশি আল-আমীন মিশনের হাতধরে এবার ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছেন দেবস্মিতারাও। আল-আমীন স্টাডি সার্কল থেকে প্রশিক্ষণ নিয়ে এবারের ডাক্তারি প্রবেশিকায় ৬৬৮ নম্বর পেয়েছেন দেবস্মিতা দাঁ। তাঁর সাফল্যে নতুন এক ইতিহাস সৃষ্টি হয়েছে আল-আমীন পরিবারে। উচ্ছ্বাসিত মিশনের সাধারণ সম্পাদক এম নুরুল ইসলাম সাহেব। তিনি বলেন, কেবল সংখ্যালঘুরা নয়, আল-আমীন মিশন থেকে প্রশিক্ষণ নিয়ে অনেক অমুসলিম ছেলে মেয়েরাও যে সাফল্য পাচ্ছেন দেবস্মিতা সেটার একটি দৃষ্টান্ত। পাশাপাশি তিনি মেডিকেল প্রবেশিকায় সফল সকল ছাত্র ছাত্রীদেরকে অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন: আল-আমীন এক্সেলেন্ট অ্যাকাডেমি সাঁতরাগাছি ক্যাম্পাসের উদ্বোধন

আরও পড়ুন: আল-আমীন মিশনের ইংরেজি মাধ্যম ক্যাম্পাস শুরু হল ইন্দোরে, ফটো গ্যালারিতে দেখেনিন একনজরে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

NEET- এ নজরকাড়া সাফল্য আল-আমীনের , ৬৯০ নম্বর পেয়ে সর্বভারতীয় তালিকায় ৪৭০ তম স্থানে তৌহিদ মুর্শিদ

আপডেট : ১ নভেম্বর ২০২১, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ সাফল্যের ধারা অব্যাহত রাজ্যের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আল-আমীন মিশনের। প্রতিবারের মতো এবারও সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকায় আল-আমীন মিশনের শিক্ষার্থীদের নজরকাড়া ফলাফল। ৭২০ নম্বরের মধ্যে ৬৯০ নম্বর পেয়ে খবরের শিরোনামে তৌহিদ ‍মুর্শিদ। একইসাথে আল আমীন মিশনের আর এক ছাত্রী দেবস্মিতা দাঁ পেয়েছেন ৬৬৮ ।
মিশন সূত্রে জানা গেছে, মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকার পার দেওয়ানাপুর গ্রামের ছেলে তৌহিদ মুর্শিদ। বাবা নুরুল হক পেশায় একজন শিক্ষক। তৌহিদের বড় ভাই বিটেক ইঞ্জিনিয়ার। মা ইসমত আরা খাতুন একজন স্বাস্থ্য কর্মী।তৌহিদ মুর্শিদ আল-আমীন মিশনের নয়াবাজ ক্যাম্পাসে পাঠরত ছিলেন বলে জানিয়েছে মিশন কর্তৃপক্ষ।

সংখ্যালঘু সমাজের পাশাপাশি আল-আমীন মিশনের হাতধরে এবার ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছেন দেবস্মিতারাও। আল-আমীন স্টাডি সার্কল থেকে প্রশিক্ষণ নিয়ে এবারের ডাক্তারি প্রবেশিকায় ৬৬৮ নম্বর পেয়েছেন দেবস্মিতা দাঁ। তাঁর সাফল্যে নতুন এক ইতিহাস সৃষ্টি হয়েছে আল-আমীন পরিবারে। উচ্ছ্বাসিত মিশনের সাধারণ সম্পাদক এম নুরুল ইসলাম সাহেব। তিনি বলেন, কেবল সংখ্যালঘুরা নয়, আল-আমীন মিশন থেকে প্রশিক্ষণ নিয়ে অনেক অমুসলিম ছেলে মেয়েরাও যে সাফল্য পাচ্ছেন দেবস্মিতা সেটার একটি দৃষ্টান্ত। পাশাপাশি তিনি মেডিকেল প্রবেশিকায় সফল সকল ছাত্র ছাত্রীদেরকে অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন: আল-আমীন এক্সেলেন্ট অ্যাকাডেমি সাঁতরাগাছি ক্যাম্পাসের উদ্বোধন

আরও পড়ুন: আল-আমীন মিশনের ইংরেজি মাধ্যম ক্যাম্পাস শুরু হল ইন্দোরে, ফটো গ্যালারিতে দেখেনিন একনজরে