পুবের কলম ওয়েবডেস্ক: সম্বল জেলার একটি মসজিদ, বিবাহ হল ও হাসপাতাল ভাঙা বন্ধের আবেদন খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। শনিবার মামলার শুনানিতে বিচারপতি দিনেশ পাঠকের একক বেঞ্চ এই রায় দেন। অভিযোগ, এসব স্থাপনা সরকারি জমিতে নির্মিত হয়েছিল।
‘মসজিদ শরিফ গাউসুল ওয়ারা রাওয়া বুজুর্গ’ ও এর মুতাওয়াল্লি মিনজারের পক্ষ থেকে এই আবেদন করা হয়েছিল। আদালত উভয় পক্ষের যুক্তি শোনার পর জানায়, আবেদনকারীরা চাইলে নিম্ন আদালতে গিয়ে স্থগিতাদেশের আবেদন জানাতে পারেন।
আবেদনকারীরা ২০০৬ সালের উত্তরপ্রদেশ রাজস্ব কোডের ৬৭ ধারা অনুযায়ী ২ সেপ্টেম্বরের এক আদেশকে চ্যালেঞ্জ করেছিলেন। তাদের দাবি, বিবাহ হলটি পুকুরের জমিতে তৈরি হয়েছিল, তবে ২ অক্টোবর গান্ধী জয়ন্তী ও দশহরার দিনে ভাঙার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা ছিল।




























