০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বৃষ্টির সঙ্গে সঙ্গে ৫০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১০ অগাস্ট ২০২২, বুধবার
  • / 25

পুবের কলম প্রতিবেদক: ওড়িশা উপকূলে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। শুক্রবার বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। যার জেরে বৃষ্টি বাড়বার আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গে। শনিবার বাড়বে বৃষ্টি৷ রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে। একদিন কলকাতাতেও হালকা-মাঝারি বৃষ্টি চলবে। কলকাতা ও হাওড়া জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড়ের সঙ্গে বৃষ্টির জেরে ভাসতে পারে কলকাতার একাধিক এলাকার, এমনই আশঙ্কা করছেন অনেকেই। যদিও বৃষ্টি চলাকালীন দ্রুত জল বের করে দেওয়ার জন্যও কলকাতা পুরসভার তরফে বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।

 

আরও পড়ুন: নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে…….

আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে ভারী বৃষ্টির সম্ভাবনা৷ সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্যসমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। পর্যটকদেরও সমুদ্রে নামতে মানা। অন্যদিকে, উত্তরবঙ্গে আপাতত হালকা বৃষ্টির পূর্বাভাস। তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গে।

আরও পড়ুন: সময়ের আগেই দেশে বর্ষার প্রবেশ জানাল মৌসম ভবন

রবিবার থেকে বৃষ্টি বাড়বে ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশায়। ওড়িশায় ১৩ ও ১৪ অগাস্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ১৪ অগাস্ট রবিবার প্রবল বৃষ্টির পূর্বাভাস।

আরও পড়ুন: আর কিছুক্ষণের মধ্যেই ভাসবে দক্ষিণবঙ্গ! বজ্রবিদ্যুৎসহ  ঝড় বৃষ্টির সম্ভাবনা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বৃষ্টির সঙ্গে সঙ্গে ৫০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ

আপডেট : ১০ অগাস্ট ২০২২, বুধবার

পুবের কলম প্রতিবেদক: ওড়িশা উপকূলে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। শুক্রবার বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। যার জেরে বৃষ্টি বাড়বার আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গে। শনিবার বাড়বে বৃষ্টি৷ রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে। একদিন কলকাতাতেও হালকা-মাঝারি বৃষ্টি চলবে। কলকাতা ও হাওড়া জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড়ের সঙ্গে বৃষ্টির জেরে ভাসতে পারে কলকাতার একাধিক এলাকার, এমনই আশঙ্কা করছেন অনেকেই। যদিও বৃষ্টি চলাকালীন দ্রুত জল বের করে দেওয়ার জন্যও কলকাতা পুরসভার তরফে বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।

 

আরও পড়ুন: নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে…….

আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে ভারী বৃষ্টির সম্ভাবনা৷ সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্যসমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। পর্যটকদেরও সমুদ্রে নামতে মানা। অন্যদিকে, উত্তরবঙ্গে আপাতত হালকা বৃষ্টির পূর্বাভাস। তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গে।

আরও পড়ুন: সময়ের আগেই দেশে বর্ষার প্রবেশ জানাল মৌসম ভবন

রবিবার থেকে বৃষ্টি বাড়বে ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশায়। ওড়িশায় ১৩ ও ১৪ অগাস্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ১৪ অগাস্ট রবিবার প্রবল বৃষ্টির পূর্বাভাস।

আরও পড়ুন: আর কিছুক্ষণের মধ্যেই ভাসবে দক্ষিণবঙ্গ! বজ্রবিদ্যুৎসহ  ঝড় বৃষ্টির সম্ভাবনা