০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

‘ফাঁসির পরিবর্তে বিকল্প সাজা’, সুপ্রিম পরামর্শ মেনে প্যানেলে মত কেন্দ্রের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২ মে ২০২৩, মঙ্গলবার
  • / 27

পুবের কলম, ওয়েবডেস্ক: ফাঁসিকে নিষ্ঠুর সাজা আখ্যা দিয়ে কেন্দ্রকে বিকল্প মৃত্যুর সাজা অনুসন্ধান প্রসঙ্গে আলোচনা শুরু করার নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত। মঙ্গলবার কেন্দ্র সুপ্রিম কোর্টকে জানাল, আদালতের নির্দেশ মতো কম যন্ত্রণাদায়ক সাজার বিষয়ে ইতিমধ্যেই একটি প্যানেল গঠনের কথা বিবেচনা করা হচ্ছে।

প্রসঙ্গত, আইনজীবী ঋষি মালহোত্রা ফাঁসির পরিবর্তে বিকল্প সাজার বিষয়ে এই আবেদনটি দায়ের করেছিলেন শীর্ষ আদালতে। সংবিধানের ২১ অনুচ্ছেদ (জীবনের অধিকার) উল্লেখ করে আইনজীবী যুক্তি দেন, একজন দণ্ডিত বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করার একটি মর্যাদাপূর্ণ পদ্ধতির অধিকারও অন্তর্ভুক্ত রয়েছে এই ধারায়।
মঙ্গলবার কেন্দ্র সুপ্রিম কোর্টকে বলেছে যে, ভারতে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য কম বেদনাদায়ক পদ্ধতিগুলি পরীক্ষা করার জন্য একটি কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়দের নেতৃত্বাধীন বেঞ্চকে বলেছিলেন যে, ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা সঠিক ছিল কিনা এবং মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য অন্য আরও ভালো উপযুক্ত বিকল্প আছে কিনা তা নির্ধারণ করতে এটি একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের কথা বিবেচনা করছে।

আরও পড়ুন: কুলতলিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক শ্রমিকের

আবেদনকারী বেদনাদায়ক মৃত্যুর পরিবর্তে বিকল্প পদ্ধতি খোঁজার প্রস্তাব আদালতে পেশ করেন। ফাঁসির পরিবর্তে গুলি, প্রাণঘাতী ইঞ্জেকশন ও ইলেকট্রিক চেয়ারে বসিয়ে মৃত্যুর প্রস্তাব দেওয়া হয়েছে। আবেদনে বলা হয়েছে যে মর্যাদার সঙ্গে মৃত্যু জীবনের অধিকারের একটি অংশ, এবং ফাঁসিতে ঝুলিয়ে আসামিকে মৃত্যুদণ্ড কার্যকর করা দীর্ঘ যন্ত্রণার সঙ্গে জড়িত। আবেদনে আরও বলা হয়েছে যে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া উচিত দ্রুত এবং সহজভাবে। বন্দীর আতঙ্ককে তীব্র করে এমন কিছু করা উচিত নয়।

আরও পড়ুন: ফের আমেরিকায় মৃত্যু ভারতীয়র, আত্মহত্যা অনুমান পুলিশের

বেঞ্চ দেশের শীর্ষ আইন কর্মকর্তার বক্তব্য রেকর্ড করে জুলাইয়ে শুনানির দিন ধার্য করেছে।

আরও পড়ুন: ফের ভিনরাজ্যে কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু পরিযায়ী শ্রমিকের, শোক পরিবারে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘ফাঁসির পরিবর্তে বিকল্প সাজা’, সুপ্রিম পরামর্শ মেনে প্যানেলে মত কেন্দ্রের

আপডেট : ২ মে ২০২৩, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ফাঁসিকে নিষ্ঠুর সাজা আখ্যা দিয়ে কেন্দ্রকে বিকল্প মৃত্যুর সাজা অনুসন্ধান প্রসঙ্গে আলোচনা শুরু করার নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত। মঙ্গলবার কেন্দ্র সুপ্রিম কোর্টকে জানাল, আদালতের নির্দেশ মতো কম যন্ত্রণাদায়ক সাজার বিষয়ে ইতিমধ্যেই একটি প্যানেল গঠনের কথা বিবেচনা করা হচ্ছে।

প্রসঙ্গত, আইনজীবী ঋষি মালহোত্রা ফাঁসির পরিবর্তে বিকল্প সাজার বিষয়ে এই আবেদনটি দায়ের করেছিলেন শীর্ষ আদালতে। সংবিধানের ২১ অনুচ্ছেদ (জীবনের অধিকার) উল্লেখ করে আইনজীবী যুক্তি দেন, একজন দণ্ডিত বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করার একটি মর্যাদাপূর্ণ পদ্ধতির অধিকারও অন্তর্ভুক্ত রয়েছে এই ধারায়।
মঙ্গলবার কেন্দ্র সুপ্রিম কোর্টকে বলেছে যে, ভারতে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য কম বেদনাদায়ক পদ্ধতিগুলি পরীক্ষা করার জন্য একটি কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়দের নেতৃত্বাধীন বেঞ্চকে বলেছিলেন যে, ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা সঠিক ছিল কিনা এবং মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য অন্য আরও ভালো উপযুক্ত বিকল্প আছে কিনা তা নির্ধারণ করতে এটি একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের কথা বিবেচনা করছে।

আরও পড়ুন: কুলতলিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক শ্রমিকের

আবেদনকারী বেদনাদায়ক মৃত্যুর পরিবর্তে বিকল্প পদ্ধতি খোঁজার প্রস্তাব আদালতে পেশ করেন। ফাঁসির পরিবর্তে গুলি, প্রাণঘাতী ইঞ্জেকশন ও ইলেকট্রিক চেয়ারে বসিয়ে মৃত্যুর প্রস্তাব দেওয়া হয়েছে। আবেদনে বলা হয়েছে যে মর্যাদার সঙ্গে মৃত্যু জীবনের অধিকারের একটি অংশ, এবং ফাঁসিতে ঝুলিয়ে আসামিকে মৃত্যুদণ্ড কার্যকর করা দীর্ঘ যন্ত্রণার সঙ্গে জড়িত। আবেদনে আরও বলা হয়েছে যে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া উচিত দ্রুত এবং সহজভাবে। বন্দীর আতঙ্ককে তীব্র করে এমন কিছু করা উচিত নয়।

আরও পড়ুন: ফের আমেরিকায় মৃত্যু ভারতীয়র, আত্মহত্যা অনুমান পুলিশের

বেঞ্চ দেশের শীর্ষ আইন কর্মকর্তার বক্তব্য রেকর্ড করে জুলাইয়ে শুনানির দিন ধার্য করেছে।

আরও পড়ুন: ফের ভিনরাজ্যে কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু পরিযায়ী শ্রমিকের, শোক পরিবারে