আলোচনার টেবিলে বোমা মেরে কূটনীতি ধ্বংস করেছে আমেরিকা: ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

- আপডেট : ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার
- / 232
পুবের কলম ওয়েবডেস্ক: আলোচনার টেবিলে বোমা মেরে বিশ্ব কূটনীতিকে ধ্বংস করেছে আমেরিকা—এমনই কড়া মন্তব্য করলেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। মার্কিন সাংবাদিক টাকার কার্লসনের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
সাক্ষাৎকারে তিনি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (IAEA) সঙ্গে সহযোগিতা, ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ এবং আমেরিকার সঙ্গে সম্ভাব্য আলোচনা পুনরায় শুরু করার ক্ষেত্রে ইরানের অবস্থান স্পষ্ট করেন।
পেজেশকিয়ান বলেন, “আমরা যুদ্ধ শুরু করিনি, এবং আমরা তা চালিয়ে যেতেও চাই না। আমি যেদিন দায়িত্ব গ্রহণ করেছি, সেদিন থেকেই আমার মূলনীতি ছিল দেশের ভেতর ঐক্য গড়ে তোলা এবং প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করা।”
তিনি দাবি করেন, ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ, এবং কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করা হয়নি, হচ্ছে না, ভবিষ্যতেও হবে না। তিনি বলেন, “এটা আমাদের সর্বোচ্চ নেতার আদেশ ও ফতোয়া। তা অমান্য করার প্রশ্নই ওঠে না।”
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (IAEA) সঙ্গে সহযোগিতার কথা উল্লেখ করে ইরান জানায়, তারা পূর্ণ স্বচ্ছতা বজায় রেখেছে, তবে সংস্থার কিছু পক্ষপাতদুষ্ট আচরণই এই সহযোগিতাকে ব্যাহত করেছে বলে দাবি করেন প্রেসিডেন্ট।
আমেরিকার বিরুদ্ধে তীব্র সমালোচনা করে পেজেশকিয়ান বলেন, “নেতানিয়াহু ১৯৯২ সাল থেকে প্রতিটি মার্কিন প্রেসিডেন্টকে বোঝানোর চেষ্টা করেছেন যে ইরান পরমাণু অস্ত্র বানাতে চায়। এই মিথ্যাকে মাথায় ঢোকানো হয়েছে বারবার।”
শেষে তিনি বলেন, বর্তমান সংকট কেটে গেলে আলোচনার পথ আবারও খুলতে পারে, তবে আলোচনা টিকিয়ে রাখতে হলে আগে একে ঘিরে “আস্থা ও বিশ্বাস” ফিরিয়ে আনতে হবে।