১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিতর্কের মাঝে বড় চমক বাইজুসের, সংস্থার অ্যাম্বাসাডর হবেন ফুটবলার লিওনেল মেসি

পুবের কলম ওয়েব ডেস্ক: কর্মী বাছাই – ছাঁটাই করার মাঝে বড় চমক দিল বাইজুস সংস্থা। ফুটবলের মেগাস্টার লিওনেল মেসিকে গ্লোবাল অ্যাম্বাসাডর হিসেবে নিয়োগের ঘোষণা করল তারা। শিক্ষাক্ষেত্রে গোটা বিশ্বব্যাপী দ্রুতই অতি পরিচিত নাম হয়ে উঠছে ভারতীয় সংস্থা “বাইজুস।”

সমগ্র বিশ্ব জুড়ে নিজেদের সংস্থার একটি পরিচিতি তৈরি করতে বেশ তৎপর হয়ে উঠেছে এই সংস্থা। বেশ কয়েকদিন হল বিতর্কের মধ্যেও জড়িয়েছিল নামিদামি এই সংস্থা। এবার সেই বিতর্কের মাঝেই নতুন চমক দেখালো এই সংস্থা। নিজেদের ভাবমূর্তি বিশ্ববাসীর কাছে অন্য ভাবে তোলার উদ্দেশ্যে বর্তমান প্রজন্মের অন্যতম সেরা ফুটবলারের শরণাপন্ন হলো ভারতীয় সংস্থা বাইজুস।

আরও পড়ুন: ভগবত গীতাই দেশের ‘আসল সংবিধান’: বির্তকে অন্ধ্রের উপমুখ্যমন্ত্রী, ‘অবুঝ’ বলল কংগ্রেস

উল্লেখ্য, দেশজুড়ে বিভিন্ন শ্রেণির পড়ুয়াদের পড়াশোনায় সাহায্য করার অন্যতম বিকল্প মাধ্যম হয়ে উঠেছে বাইজুস সংস্থা।

আরও পড়ুন: মেসি ম্যাচের টিকিট বিক্রি ৮ অক্টোবর থেকে

 

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

এই চুক্তি প্রসঙ্গে মেসি বলেন, “আমি সংস্থার সঙ্গে পার্টনারশিপে যাচ্ছি তার কারণ, এই সংস্থাটি সকল শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি প্রেম জাগাতে চাইছে। আমিও এই মূল্যবোধে বিশ্বাসী। উচ্চমানের শিক্ষা জীবনকে বদলে দেয়। বাইজুস বিশ্বব্যাপী লাখ লাখ পড়ুয়ার কর্মজীবন বদলে দিয়েছে। আমি আশা করি, পড়ুয়াদের শেখার ব্যাপারে উৎসাহিত করতে ও তাঁদেরকে শীর্ষস্থানে পৌঁছে দিতে পারব।”

 

বাইজুসে প্রায় ২০ হাজার শিক্ষক কাজ করেন। এঁদের মধ্যে অনলাইনে জনপ্রিয় বহু শিক্ষক রয়েছেন। তাঁদের বিপুল অঙ্কের বেতন দেয় সংস্থা। ইঞ্জিনিয়ারিং, সেলস টিমে ফ্রেশারদেরও ৮-১০ লক্ষ টাকার বার্ষিক প্যাকেজ দিচ্ছে বাইজুস।

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

অঙ্কিতা ভাণ্ডারি হত্যাকাণ্ড: রাজ্যজুড়ে “উত্তরাখণ্ড বন্ধ”-এর ডাক রাজনৈতিক ও সামাজিক সংগঠনের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিতর্কের মাঝে বড় চমক বাইজুসের, সংস্থার অ্যাম্বাসাডর হবেন ফুটবলার লিওনেল মেসি

আপডেট : ৪ নভেম্বর ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্ক: কর্মী বাছাই – ছাঁটাই করার মাঝে বড় চমক দিল বাইজুস সংস্থা। ফুটবলের মেগাস্টার লিওনেল মেসিকে গ্লোবাল অ্যাম্বাসাডর হিসেবে নিয়োগের ঘোষণা করল তারা। শিক্ষাক্ষেত্রে গোটা বিশ্বব্যাপী দ্রুতই অতি পরিচিত নাম হয়ে উঠছে ভারতীয় সংস্থা “বাইজুস।”

সমগ্র বিশ্ব জুড়ে নিজেদের সংস্থার একটি পরিচিতি তৈরি করতে বেশ তৎপর হয়ে উঠেছে এই সংস্থা। বেশ কয়েকদিন হল বিতর্কের মধ্যেও জড়িয়েছিল নামিদামি এই সংস্থা। এবার সেই বিতর্কের মাঝেই নতুন চমক দেখালো এই সংস্থা। নিজেদের ভাবমূর্তি বিশ্ববাসীর কাছে অন্য ভাবে তোলার উদ্দেশ্যে বর্তমান প্রজন্মের অন্যতম সেরা ফুটবলারের শরণাপন্ন হলো ভারতীয় সংস্থা বাইজুস।

আরও পড়ুন: ভগবত গীতাই দেশের ‘আসল সংবিধান’: বির্তকে অন্ধ্রের উপমুখ্যমন্ত্রী, ‘অবুঝ’ বলল কংগ্রেস

উল্লেখ্য, দেশজুড়ে বিভিন্ন শ্রেণির পড়ুয়াদের পড়াশোনায় সাহায্য করার অন্যতম বিকল্প মাধ্যম হয়ে উঠেছে বাইজুস সংস্থা।

আরও পড়ুন: মেসি ম্যাচের টিকিট বিক্রি ৮ অক্টোবর থেকে

 

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

এই চুক্তি প্রসঙ্গে মেসি বলেন, “আমি সংস্থার সঙ্গে পার্টনারশিপে যাচ্ছি তার কারণ, এই সংস্থাটি সকল শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি প্রেম জাগাতে চাইছে। আমিও এই মূল্যবোধে বিশ্বাসী। উচ্চমানের শিক্ষা জীবনকে বদলে দেয়। বাইজুস বিশ্বব্যাপী লাখ লাখ পড়ুয়ার কর্মজীবন বদলে দিয়েছে। আমি আশা করি, পড়ুয়াদের শেখার ব্যাপারে উৎসাহিত করতে ও তাঁদেরকে শীর্ষস্থানে পৌঁছে দিতে পারব।”

 

বাইজুসে প্রায় ২০ হাজার শিক্ষক কাজ করেন। এঁদের মধ্যে অনলাইনে জনপ্রিয় বহু শিক্ষক রয়েছেন। তাঁদের বিপুল অঙ্কের বেতন দেয় সংস্থা। ইঞ্জিনিয়ারিং, সেলস টিমে ফ্রেশারদেরও ৮-১০ লক্ষ টাকার বার্ষিক প্যাকেজ দিচ্ছে বাইজুস।