ইউক্রেনে প্রাণ হারালেন আরও এক ভারতীয় ছাত্র,জানুন বিস্তারিত
- আপডেট : ২ মার্চ ২০২২, বুধবার
- / 6
পুবের কলম ওয়েবডেস্ক:ইউক্রেনে প্রাণ হারালেন আরও এক ভারতীয় ছাত্র। ওই ভারতীয় পড়ুয়ার নাম চন্দন জিন্দাল।২২ বছর বয়সী ওই পড়ুয়া ইউক্রেনের ভিন্নিতসিয়ার ভিন্নিতসিয়া ন্যাশনাল পাইরোগভ মেমোরিয়াল মেডিকেল ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই পড়ুয়ার। ভিন্নিতসিয়ার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে বুধবার সকালে মারা যান ওই পড়ুয়া।
রুশ সরকারের কাছে ওই পড়ুয়ার দেহ ফেরানোর জন্য পরিবার অনুরোধ জানিয়েছেন কেন্দ্রের কাছে।
মঙ্গলবার ইউক্রেনে রুশ সেনার হামলায় নিহত হয়েছেন ভারতীয় ছাত্র নবীন শেখরাপ্পা জ্ঞানগাউধর। তিনি ছিলেন খারকিভ মেডিক্যাল ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।
মঙ্গলবার সকালে কার্ফু শেষ হওয়ার পর বাঙ্কার থেকে বেরিয়ে খাবার কিনতে যান ওই পড়ুয়া।তখনই রুশ সেনার গোলাবর্ষণে নিহত হন তিনি।