০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

এক অন্য কাশ্মীর: নাত গেয়ে, গোলাপ দিয়ে শ্রীনগরে হাজিদের স্বাগত জানালেন কাশ্মীরি পন্ডিতরা,ভাইরাল ভিডিও

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৭ জুলাই ২০২২, রবিবার
  • / 70

 

পুবের কলম ওয়েবডেস্কঃ মাত্র কয়েকমাস আগেই এক অনাথ কাশ্মীরি পন্ডিত কন্যার বিয়ে দিয়েছিলেন প্রতিবেশীরা।ঘৃণা, বিদ্বেষ, জাত্যাভিমান বা উস্কে দেওয়া হিন্দুত্ব ছিলনা। গান্দেরবাল এমন এক গ্রাম যেখানে মুসলমানরা ধুমধাম করে অনাথ কাশ্মীরি পণ্ডিত মেয়ের বিয়ে দেন। এবার সেই কাশ্মীরেই হাজী দের গোলাপ দিয়ে স্বাগত জানালেন হিন্দু পন্ডিতরা। গাইলেন মুহাম্মদের নাত, দিলেন গোলাপও। ভাইরাল হয়েছে এই ভিডিও।

আরও পড়ুন: জুলাই মাসে চতুর্থ উষ্ণতম রাতের রেকর্ড শ্রীনগরে, উপত্যকা জুড়ে জলের ঘাটতি, পানীয় জলের সংকট

হজ করে ফিরছেন পুণ্যার্থীরা, তাঁদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কাশ্মীরি পন্ডিতরা রীতিমতো আরতি করে, মুহাম্মাদের বন্দনায় নাত গেয়ে, হাজীদের হাতে তুলে দেওয়া হয় গোলাপ।

আরও পড়ুন: ধর্মীয় স্বাধীনতায় আক্রমণ: ওয়াকফ নিয়ে মামলার হুঁশিয়ারি ওমরের

উত্তরপ্রদেশের বিধায়ক আব্বাস বিন মুখতার আনসারি ভিডিও টি ট্যুইটারে পোস্ট করেছেন। নিজের ট্যুইট বার্তায় হিন্দিতে আব্বাস লিখেছেন

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফল, শ্রীনগরের  নিরাপত্তারক্ষীর গুলিতে দৃষ্টিশক্তি হারানো ইনশা মুস্তাক

“হজ সেরে শ্রীনগর বিমানবন্দর থেকে যখন বেরিয়ে আসছেন পুণ্যার্থীরা, তখন তাঁদের আরতি করে স্বাগত জানাচ্ছেন কাশ্মীরি পণ্ডিত ভাইবোনেরা। নাত গাইছেন। আশা করি, এই ভালবাসায় রাজনীতির কুনজর পড়বে না

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এক অন্য কাশ্মীর: নাত গেয়ে, গোলাপ দিয়ে শ্রীনগরে হাজিদের স্বাগত জানালেন কাশ্মীরি পন্ডিতরা,ভাইরাল ভিডিও

আপডেট : ১৭ জুলাই ২০২২, রবিবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ মাত্র কয়েকমাস আগেই এক অনাথ কাশ্মীরি পন্ডিত কন্যার বিয়ে দিয়েছিলেন প্রতিবেশীরা।ঘৃণা, বিদ্বেষ, জাত্যাভিমান বা উস্কে দেওয়া হিন্দুত্ব ছিলনা। গান্দেরবাল এমন এক গ্রাম যেখানে মুসলমানরা ধুমধাম করে অনাথ কাশ্মীরি পণ্ডিত মেয়ের বিয়ে দেন। এবার সেই কাশ্মীরেই হাজী দের গোলাপ দিয়ে স্বাগত জানালেন হিন্দু পন্ডিতরা। গাইলেন মুহাম্মদের নাত, দিলেন গোলাপও। ভাইরাল হয়েছে এই ভিডিও।

আরও পড়ুন: জুলাই মাসে চতুর্থ উষ্ণতম রাতের রেকর্ড শ্রীনগরে, উপত্যকা জুড়ে জলের ঘাটতি, পানীয় জলের সংকট

হজ করে ফিরছেন পুণ্যার্থীরা, তাঁদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কাশ্মীরি পন্ডিতরা রীতিমতো আরতি করে, মুহাম্মাদের বন্দনায় নাত গেয়ে, হাজীদের হাতে তুলে দেওয়া হয় গোলাপ।

আরও পড়ুন: ধর্মীয় স্বাধীনতায় আক্রমণ: ওয়াকফ নিয়ে মামলার হুঁশিয়ারি ওমরের

উত্তরপ্রদেশের বিধায়ক আব্বাস বিন মুখতার আনসারি ভিডিও টি ট্যুইটারে পোস্ট করেছেন। নিজের ট্যুইট বার্তায় হিন্দিতে আব্বাস লিখেছেন

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফল, শ্রীনগরের  নিরাপত্তারক্ষীর গুলিতে দৃষ্টিশক্তি হারানো ইনশা মুস্তাক

“হজ সেরে শ্রীনগর বিমানবন্দর থেকে যখন বেরিয়ে আসছেন পুণ্যার্থীরা, তখন তাঁদের আরতি করে স্বাগত জানাচ্ছেন কাশ্মীরি পণ্ডিত ভাইবোনেরা। নাত গাইছেন। আশা করি, এই ভালবাসায় রাজনীতির কুনজর পড়বে না