রুশ-বিরোধী নিষেধাজ্ঞার ফল ভালো হবে না: সউদি

- আপডেট : ৬ ফেব্রুয়ারী ২০২৩, সোমবার
- / 169
পুবের কলম ওয়েবডেস্ক: রাশিয়ার জ্বালানি খাতে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো। এ বিষয়ে পশ্চিমা দেশগুলিকে সতর্ক করেছে সউদি আরব। বিশ্বের সর্বোচ্চ তেল উৎপাদনকারী দেশটির জ্বালানিমন্ত্রী প্রিন্স আধুল আজিজ বিন সালমান আল সউদ হুঁশিয়ারি দিয়েছেন, এ অবস্থা অব্যাহত থাকলে প্রয়োজনের সময় তেল পাবে না পশ্চিমারাই।
প্রিন্স আধুল আজিজের মতে, বিশ্ব বাজারে তেলের চাহিদা বেড়ে গেলে রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা বুমেরাং হতে পারে। সউদির এই মন্ত্রী বলেন, ‘এসব নিষেধাজ্ঞা, অবরোধ ও সীমাবদ্ধতা একটি জায়গায় এসে জটিলতা তৈরি করতে পারে। আর তা হল প্রয়োজনের সময় সব ধরনের জ্বালানি সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে। আমার আশঙ্কার জায়গাটি সেখানে।’
আরও বলেন, ‘মস্কোর বিরুদ্ধে যেভাবে তেল নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে, তার ফলাফল ভালো হবে না। ভবিষ্যতে প্রয়োজনের সময় পশ্চিমা দেশগুলো জ্বালানি পাবে না।’ সউদি রাজধানী রিয়াধে শিল্প বিষয়ক এক সম্মেলনে প্রিন্স আধুল আজিজ সতর্ক করে বলেন, ‘যখন জ্বালানির চাহিদা বেড়ে যাবে তখন রাশিয়ার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা হিতে বিপরীত হবে।
গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে মস্কোর বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে আসছে আমেরিকা ও তার মিত্ররা। পশ্চিমাদের নিষেধাজ্ঞার অন্যতম লক্ষ্য রাশিয়ার জ্বালানি খাত। এভাবে পশ্চিমা জোট মস্কোকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে চায়। কিন্তু এখনও পর্যন্ত পশ্চিমাদের রুশ-বিরোধী চেষ্টা সফল হয়নি।