৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আদালতের নির্দেশ মেনেই উপাচার্য নিয়োগ: ব্রাত্য

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৪ মার্চ ২০২৩, মঙ্গলবার
  • / 46

পুবের কলম প্রতিবেদক: আদালতের নির্দেশ মেনেই নিয়োগ করা হবে উপাচার্য। মঙ্গলবার উপাচার্য নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের রায় প্রসঙ্গে এ কথা বলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

শিক্ষামন্ত্রী বলেন, মহামান্য আদালতের রায়ে আমরা সহমত। আচার্যের অনুমতি ছাড়া নিয়োগ হতে পারে না। আদালতের নির্দেশকে আমরা স্বাগত জানাচ্ছি। আচার্যের অনুমোদন ছাড়া কীভাবে নিয়োগ হল, এই প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, মহামান্য আদালতের নির্দেশকে আমরা সম্মান জানাই।

আরও পড়ুন: মাদ্রাসা শিক্ষা পর্ষদের নির্দেশ মেনেই প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন

সম্প্রতি যাঁদের নিয়োগ করা হয়েছে, তাঁদের নিয়োগে মহামান্য আচার্যের সম্মতি  রয়েছে। এখন আশাকরি উপাচার্য নিয়োগের ক্ষেত্রে সমস্যা থাকবে না বলে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

আরও পড়ুন: ১১ বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রভারতীর অস্থায়ী উপাচার্য হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি

অন্যদিকে, রাজ্য সরকার পোষিত কয়েক হাজার প্রাইমারি ও সেকেন্ডারি স্কুল তালাবন্ধ হচ্ছে বলে খবরের জেরে তৈরি হয় বিতর্ক।

আরও পড়ুন: উপাচার্য নিয়োগে সার্চ কমিটি নিয়ে মামলা দাখিল কলকাতা হাইকোর্টে, শুনানি ১২ জুন!

এই প্রসঙ্গে এদিন এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু  স্পষ্ট জানিয়ে দিলেন, এমন কোনও নির্দেশিকা জারি হয়নি। পুরো গুজব।

এদিন ব্রাত্য বলেন, কোনও স্কুল বাংলায় বন্ধ হচ্ছে না। এরকম কোনও নির্দেশিকা আমাদের শিক্ষা দফতর জারি করেনি।’

সেইসঙ্গে ব্রাত্য এও বলেন, এটা পুরোটাই গুজব, এবং রাজনৈতিক, যা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে।

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আদালতের নির্দেশ মেনেই উপাচার্য নিয়োগ: ব্রাত্য

আপডেট : ১৪ মার্চ ২০২৩, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক: আদালতের নির্দেশ মেনেই নিয়োগ করা হবে উপাচার্য। মঙ্গলবার উপাচার্য নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের রায় প্রসঙ্গে এ কথা বলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

শিক্ষামন্ত্রী বলেন, মহামান্য আদালতের রায়ে আমরা সহমত। আচার্যের অনুমতি ছাড়া নিয়োগ হতে পারে না। আদালতের নির্দেশকে আমরা স্বাগত জানাচ্ছি। আচার্যের অনুমোদন ছাড়া কীভাবে নিয়োগ হল, এই প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, মহামান্য আদালতের নির্দেশকে আমরা সম্মান জানাই।

আরও পড়ুন: মাদ্রাসা শিক্ষা পর্ষদের নির্দেশ মেনেই প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন

সম্প্রতি যাঁদের নিয়োগ করা হয়েছে, তাঁদের নিয়োগে মহামান্য আচার্যের সম্মতি  রয়েছে। এখন আশাকরি উপাচার্য নিয়োগের ক্ষেত্রে সমস্যা থাকবে না বলে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

আরও পড়ুন: ১১ বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রভারতীর অস্থায়ী উপাচার্য হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি

অন্যদিকে, রাজ্য সরকার পোষিত কয়েক হাজার প্রাইমারি ও সেকেন্ডারি স্কুল তালাবন্ধ হচ্ছে বলে খবরের জেরে তৈরি হয় বিতর্ক।

আরও পড়ুন: উপাচার্য নিয়োগে সার্চ কমিটি নিয়ে মামলা দাখিল কলকাতা হাইকোর্টে, শুনানি ১২ জুন!

এই প্রসঙ্গে এদিন এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু  স্পষ্ট জানিয়ে দিলেন, এমন কোনও নির্দেশিকা জারি হয়নি। পুরো গুজব।

এদিন ব্রাত্য বলেন, কোনও স্কুল বাংলায় বন্ধ হচ্ছে না। এরকম কোনও নির্দেশিকা আমাদের শিক্ষা দফতর জারি করেনি।’

সেইসঙ্গে ব্রাত্য এও বলেন, এটা পুরোটাই গুজব, এবং রাজনৈতিক, যা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে।