উচ্চ মাধ্যমিকে সংখ্যালঘুদের মধ্যে প্রথম আরাফত হোসেন

- আপডেট : ৭ মে ২০২৫, বুধবার
- / 70
পুবের কলম ওয়েবডেস্ক: উচ্চ মাধ্যমিকে সংখ্যালঘুদের মধ্যে প্রথম আরাফত হোসেন। দ্বিতীয় সৈয়দ মুহাম্মদ তামজিদ।
২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে বুধবার। এ বছর মোট ৪ লক্ষ ৮২ হাজার ৯৪৮ জন ছাত্র পরীক্ষায় বসেছিল। এর মধ্যে পাশ করেছে ৪ লক্ষ ৩০ হাজার ২৮৬ জন। এ বছর উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯০.৭৯ শতাংশ।
দেখে নিন মেধা-তালিকার এক ঝলক
উচ্চ মাধ্যমিকে প্রথম: প্রাপ্ত নম্বর ৪৯৭
রূপায়ণ পাল, বর্ধমান সি এম এস হাই স্কুল
উচ্চ মাধ্যমিকে দ্বিতীয়: প্রাপ্ত নম্বর ৪৯৬
তুষার দেবনাথ, বাকশিরহাট হাই স্কুল
উচ্চ মাধ্যমিকে তৃতীয়: প্রাপ্ত নম্বর ৪৯৫
রাজর্ষি অধিকারী, আরামবাগ হাই স্কুল
উচ্চ মাধ্যমিকে চতুর্থ: প্রাপ্ত নম্বর ৪৯৪
সৃজিতা ঘোষাল, সোনামুখী গার্লস হাই স্কুল
উচ্চ মাধ্যমিকে পঞ্চম: প্রাপ্ত নম্বর ৪৯৩
১) বীরেশ ঘোষ, রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন
২) প্রান্তিক গঙ্গোপাধ্যায়, আরামবাগ হাই স্কুল
৩) তন্ময় পাতি, সোনারপুর বিদ্যাপীঠ হাই স্কুল
৪) ঋদ্ধিত পাল, কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউশন
৫) কুন্তল চৌধুরী, ভাতার এম পি হাই স্কুল
৬) ঐশিকী দাস, মণীন্দ্রনাথ হাই স্কুল
উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ: প্রাপ্ত নম্বর ৪৯২
১) আরাফত হোসেন, মুক্তারপুর হাই স্কুল
২) রৌনক গড়াই, শ্রী অরবিন্দ বিদ্যামন্দির
৩) চয়ন দাস কবিরাজ, সাঁইথিয়া টাউন হাই স্কুল
৪) জয়দীপ পাল, মেমারি ভি এম ইনস্টিটিউশন
৫) পারন্তপ মুখোপাধ্যায়, নব নালন্দা শান্তিনিকেতন এইচএস স্কুল
৬) দেবদত্তা মাঝি, কাটোয়া ডি ডি সি গার্লস হাই স্কুল
৭) রূপাঞ্জন সরকার, রামকৃষ্ণ মিশন বয়েজ় হোম হাই স্কুল
8) অয়ন কুণ্ডু, বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়
উচ্চ মাধ্যমিকে সপ্তম: প্রাপ্ত নম্বর ৪৯১
১) সৈয়দ মহম্মদ তামজিদ, রহিমপুর নবগ্রাম হাইস্কুল
২) অনুষ্কা শর্মা, আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল
৩) অঙ্কন নন্দী, গোঘাট হাই স্কুল
৪) তন্ময় হালদার, চাতরা নন্দলাল ইনস্টিটিউশন
৫) শিল্পা গোস্বামী, ভেদুয়াসোল হাই স্কুল
৬) শুভম পাল, বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল
৭) প্রিয়াঙ্কা বর্মণ, নগর ডাকালিগঞ্জ হাই স্কুল
৮) জ্যোৎসি ঘোষ, এগরা ঝাটুলাল হাই স্কুল
৯) বর্ণিতা হাজ়রা, এগরা স্বর্ণময়ী গার্লস হাই স্কুল
১০) মুহাম্মদ সাজিদ হুসেন, হাওড়া হাই স্কুল
১১) কোয়েল গোস্বামী, কচুয়া বোয়ালমারি হাই স্কুল
উচ্চ মাধ্যমিকে অষ্টম: প্রাপ্ত নম্বর ৪৯০
১) জ্যোতির্ময় দত্ত, ফালাকাটা হাই স্কুল
২) তথাগত রায়, পাঠ ভবন
৩) রাজদীপ সাসমল, কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল
৪) অভ্রদীপ বেরা, মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় (এইচ এস)
৫) রিতম মান্না, বাঁকুড়া জেলা স্কুল
৬) দেবজিৎ রায়, বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়
৭) অনুভব মণ্ডল, নব নালন্দা শান্তিনিকেতন এইচ এস স্কুল
৮) কৃষ্টি সরকার, মণীন্দ্রনাথ হাই স্কুল
৯) লিনা দাস, মণীন্দ্রনাথ হাই স্কুল
১০) তিস্তা বেরা, রঘুনাথবাড়ি রাম তারক হাই স্কুল
১১) নবমিতা কর্মকার, উদয়পুর হৃদয়লাল নাগ আদর্শ বিদ্যালয়
১২) অদ্রিজ গুপ্ত, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় (রেসিডেন্সিয়াল)
ওম কুণ্ডু, সারদা বিদ্যাপীঠ
১৩) রফিদ রানা লস্কর, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় (রেসিডেন্সিয়াল)
১৪) অঙ্কিত চক্রবর্তী, বেহালা হাই স্কুল
১৫) শ্রেষ্ঠা মুখোপাধ্যায়, শ্রী রামকৃষ্ণ শিশু তীর্থ হাই স্কুল
উচ্চ মাধ্যমিকে নবম: প্রাপ্ত নম্বর ৪৮৯
১) সৌরভ বেরা, ঝাড়গ্রাম কে কে ইনস্টিটিউশন
২) বিপ্রদীপ জানা, কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদন
৩) সৌম সুন্দর রায়, মেদিনীপুর কলেজিয়েট স্কুল
৪) অঙ্কুর ঘোষ, নিমতলা হাই স্কুল
৫) জিষ্ণু ঘোষ, মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় (এইচ এস)
৬) নাজফর রহমান, রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন
৭) সায়ক বিশ্বাস, চাকদা রামলাল অ্যাকাডেমি
৮) সত্যম বণিক, কোচবিহার রামভোলা হাই স্কুল
৯) অদ্রিজা জানা, তাজপুর হাই স্কুল
১০) পবিত্র মণ্ডল, সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির
১১) অর্ক মণ্ডল, বসিরহাট টাউন হাই স্কুল
১২) তনয় ঠিকাদার, অশোকনগর বয়েজ় সেকেন্ডারি স্কুল (এইচ এস)
১৩) অনিক বারুই, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় (রেসিডেন্সিয়াল)
১৪) অনিশ বারুই, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় (রেসিডেন্সিয়াল)
১৫) শৌনক বন্দ্যোপাধ্যায়, টাকি হাউজ় গভর্মেন্ট স্পনসর মাল্টিপারপাস স্কুল ফর বয়েজ়
১৬) শ্রীজিতা দত্ত, বেথুন কয়েজিয়েট স্কুল
১৭) সপ্তর্ষি পাঁজা, অনুর হাই স্কুল
উচ্চ মাধ্যমিকে দশম: প্রাপ্ত নম্বর ৪৮৮
১) মৌসুমী পাল, মুরালিগঞ্জ হাই স্কুল
২) কৌরব বর্মণ, বালাপুর হাই স্কুল
৩) সাগ্নিক পাত্র, মেদিনীপুর কলেজিয়েট স্কুল
৪) শ্রীপর্ণা মণ্ডল, পানসুলি হাই স্কুল
৫) অর্ক বন্দ্যোপাধ্যায়, বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল
৬) সর্বজিৎ সাহা, আরামবাগ হাই স্কুল
৭) অদ্রিশা সামন্ত, রামনগর এন বি পি হাই স্কুল
৮) দীপ অধিকারী, বোলপুর নীচুপটি নিরোদ বরণী হাই স্কুল
৯) মৌমিতা মণ্ডল, আড়াইডাঙা ডিবিএম অ্যাকাডেমি
১০) অভিষেক দাস, কান্দি রাজ হাই স্কুল