১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মাত্র ৬ মাসে কুরআন অনুলিখন করে বিশ্বকে তাক লাগালেন জম্মু-কাশ্মীরের আরবিন তাহির

ইমামা খাতুন
  • আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, বুধবার
  • / 46

আরবিন তাহির

পুবের কলম ওয়েব ডেস্কঃ  আরবিন তাহির। জম্মু-কাশ্মীরের বান্দিপোরার হাইস্কুলে দ্বাদশ শ্রেণীর ছাত্রী। মাত্র ৬ মাসে নিজের হাতে পবিত্র কুরআন অনুলিখন করে সমগ্র বিশ্বকে তাক লাগিয়েছে আরবিন। এত কম বয়সেও তার এই দক্ষতা বড়দেরও হার মানায়। উত্তর কাশ্মিরের বান্দিপোরা জেলার সৈয়দ মহল্লা হাজিন গ্রামের বাসিন্দা আরবিনদের বাস । আব্বা তাহির আহমেদ পেশায় ফল ব্যবসায়ী।

 

আরও পড়ুন: ১২ কোটির বেশি লোক হিংসার শিকার হয়ে ঘরছাড়া এ বিশ্বে

আরবিনের নিজের হাতে কুরআন অনুলিখনের ছবি সোশ্যাল সাইটে প্রকাশিত হতেই হু হু করে তা ভাইরাল হয় । ব্যাপক প্রশংসিত হয় আরবিন নিজেও। এ প্রসঙ্গে এক নেটিজেন লেখেন, ‘অসাধারণ এই কাজে সাফল্য পাওয়ার জন্য কোটি কোটি অভিনন্দন প্রাপ্য তোমার।’

আরও পড়ুন: গোটা দেশকে গর্বিত করেছে Operation SINDOOR: রাজনাথ সিং

 

আরও পড়ুন: জঙ্গি ঘাঁটি গুঁড়াতেই বেপরোয়া পাকিস্তান, কাশ্মীরে অতর্কিত গোলাবর্ষণ

অন্য একজন টুইটে লেখেন, ‘কাশ্মীরের মেয়ের এই সাফল্যকে সালাম জানাই। আশা করি মহান রাব্বুল আলামিন তোমার এই অসাধারণ কাজটিকে কবুল করবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে শয়তানের নজর থেকে রক্ষা করেন। আমিন।’

 

এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আরবিন জানায়, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহ্‌র অশেষ রহমতে আমি মাত্র ছয় মাসে পবিত্র কুরআন শরিফ অনুলিখন শেষ করেছি।আমি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম, একদিন আমি পুরো কুরআন শরিফটি হাতে লিখব। আল্লাহ তাআলা আমার এই ইচ্ছাকে কামিয়াব করেছেন এবং তা কবুল করেছেন। আল্লাহর রহমতে মাত্র ছ’মাসে ৯০০ পৃষ্ঠায় সম্পূর্ণ কুরআনের অনুলিখন করেছি।’

 

আরবিন এদিন আরও জানায়, ‘আমার স্বপ্ন ছিল একদিন নিজের হাতে পবিত্র কুরআন কপি করব ।তাই সম্পূর্ণ কুরআন অনুলিখনের আগে আমি ক্যালিগ্রাফি শিখতে শুরু করি। কিছু পাতা লেখার চেষ্টা করতেই আমি বুঝতে পারি আমার হাতের লেখার উন্নতি হচ্ছে।তারপরই আমি ঠিক করি এই কাজ আমি সম্পূর্ণ করব। শেষ পর্যন্ত এই কাজটি সম্পূর্ণ করতে পারার জন্য আমি আল্লাহকে শুকরিয়া জানাই।’ এই কাজ সম্পূর্ণ করতে পারায় আমার পরিবারের সদস্য ও স্বজনেরা আমাকে অনেক সাহায্য করেছেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাত্র ৬ মাসে কুরআন অনুলিখন করে বিশ্বকে তাক লাগালেন জম্মু-কাশ্মীরের আরবিন তাহির

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, বুধবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ  আরবিন তাহির। জম্মু-কাশ্মীরের বান্দিপোরার হাইস্কুলে দ্বাদশ শ্রেণীর ছাত্রী। মাত্র ৬ মাসে নিজের হাতে পবিত্র কুরআন অনুলিখন করে সমগ্র বিশ্বকে তাক লাগিয়েছে আরবিন। এত কম বয়সেও তার এই দক্ষতা বড়দেরও হার মানায়। উত্তর কাশ্মিরের বান্দিপোরা জেলার সৈয়দ মহল্লা হাজিন গ্রামের বাসিন্দা আরবিনদের বাস । আব্বা তাহির আহমেদ পেশায় ফল ব্যবসায়ী।

 

আরও পড়ুন: ১২ কোটির বেশি লোক হিংসার শিকার হয়ে ঘরছাড়া এ বিশ্বে

আরবিনের নিজের হাতে কুরআন অনুলিখনের ছবি সোশ্যাল সাইটে প্রকাশিত হতেই হু হু করে তা ভাইরাল হয় । ব্যাপক প্রশংসিত হয় আরবিন নিজেও। এ প্রসঙ্গে এক নেটিজেন লেখেন, ‘অসাধারণ এই কাজে সাফল্য পাওয়ার জন্য কোটি কোটি অভিনন্দন প্রাপ্য তোমার।’

আরও পড়ুন: গোটা দেশকে গর্বিত করেছে Operation SINDOOR: রাজনাথ সিং

 

আরও পড়ুন: জঙ্গি ঘাঁটি গুঁড়াতেই বেপরোয়া পাকিস্তান, কাশ্মীরে অতর্কিত গোলাবর্ষণ

অন্য একজন টুইটে লেখেন, ‘কাশ্মীরের মেয়ের এই সাফল্যকে সালাম জানাই। আশা করি মহান রাব্বুল আলামিন তোমার এই অসাধারণ কাজটিকে কবুল করবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে শয়তানের নজর থেকে রক্ষা করেন। আমিন।’

 

এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আরবিন জানায়, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহ্‌র অশেষ রহমতে আমি মাত্র ছয় মাসে পবিত্র কুরআন শরিফ অনুলিখন শেষ করেছি।আমি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম, একদিন আমি পুরো কুরআন শরিফটি হাতে লিখব। আল্লাহ তাআলা আমার এই ইচ্ছাকে কামিয়াব করেছেন এবং তা কবুল করেছেন। আল্লাহর রহমতে মাত্র ছ’মাসে ৯০০ পৃষ্ঠায় সম্পূর্ণ কুরআনের অনুলিখন করেছি।’

 

আরবিন এদিন আরও জানায়, ‘আমার স্বপ্ন ছিল একদিন নিজের হাতে পবিত্র কুরআন কপি করব ।তাই সম্পূর্ণ কুরআন অনুলিখনের আগে আমি ক্যালিগ্রাফি শিখতে শুরু করি। কিছু পাতা লেখার চেষ্টা করতেই আমি বুঝতে পারি আমার হাতের লেখার উন্নতি হচ্ছে।তারপরই আমি ঠিক করি এই কাজ আমি সম্পূর্ণ করব। শেষ পর্যন্ত এই কাজটি সম্পূর্ণ করতে পারার জন্য আমি আল্লাহকে শুকরিয়া জানাই।’ এই কাজ সম্পূর্ণ করতে পারায় আমার পরিবারের সদস্য ও স্বজনেরা আমাকে অনেক সাহায্য করেছেন।