বেজিংয়ে শীতকালিন অলিম্পিকে ভারতের একমাত্র প্রতিনিধি কাশ্মীরের আরিফ খান
- আপডেট : ৩০ জানুয়ারী ২০২২, রবিবার
- / 16
পুবের কলম ওয়েবডেস্কঃ আচ্ছা আরিফ খান কে চেনেন? বলতে পারেন কাশ্মীর থেকে বেজিংয়ের দূরত্ব কতটা। না কোন ক্যুইজ প্রতিযোগিতা নয়। কাশ্মীরের গুলমার্গের ছেলে আরিফ খান ভারতের একমাত্র প্রতিনিধি হিসেবে পাড়ি দিচ্ছেন চিনের শীতকালিন অলিম্পিকে।চলতি বছরেই আগামী মাসেই চিনের বেজিংয়ে বসতে চলেছে উইন্টার অলিম্পিকের আসর। সেখানেই স্কি বিভাগে ভারতের একমাত্র প্রতিনিধি ৩১ বছরের আরিফ।কাশ্মীরের হাজিবুল ট্যাংমার্গের বাসিন্দা আরিফ। মাত্র চার বছর বয়সে বাবা নিয়ে গিয়ে ভর্তি করে দেন গুলমার্গে স্কি প্রশিক্ষণ কেন্দ্রে।শীতের গুলমার্গ এমনিতেই স্কিয়ারদের স্বর্গ বলে পরিচিত। সেই শুরু। এরপর বাবার ছত্রছায়াতেই বেড়ে ওঠা। বাবার স্বপ্নকে সত্যি করতে পেরে খুশি আরিফ নিজেও।
বেজিংয় রওয়ানা হওয়ার আগে আরিফ গিয়েছেলেন গুলমার্গে, যেখান থেকে তাঁর এই অলিম্পিকের মঞ্চে উড়ান দিয়েছেন আরিফ। ১৪০ কোটি ভারতবাসীর প্রত্যাশা পূরণ করতে একমাত্র শীতকালিন অলিম্পিকের পদককেই পাখির চোখ করছেন আরিফ।
আমেরিকা, জাপান, তুরস্ক, সুইজারল্যান্ড, সুইডেন, নরওয়ে , লেবানন, অস্ট্রিয়ায় অনুষ্ঠিত টুর্নামেন্টে অংশ নিয়েছেন আরিফ। ১২৭টি আন্তর্জাতিক ইভেন্টে অংশ নেন তিনি। এবার গোটা দেশের চোখ তাঁর দিকে। লক্ষ্য একটাই। দেশকে গর্বিত করা । একমাত্র ভারতীয় স্কিয়ার হিসেবে যাতে উইন্টার অলিম্পিকের মঞ্চ থেকে ভারতের জন্য সোনা নিয়ে আসতে পারেন তার জন্য নিজেকে আরও গভীর অনুশীলনে ডুবিয়ে দিচ্ছেন এই ভারতীয় স্কিয়ার।