০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কাশ্মীরে সেনা-জঙ্গি গুলির লড়াই, নিকেশ চার জঙ্গি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১২ মার্চ ২০২২, শনিবার
  • / 27

পুবের কলম, ওয়েবডেস্কঃ ফের এনকাউন্টারের শব্দে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর। শনিবার সকালে গান্ডেরবাল, পুলওয়ামা এবং হান্ডওয়ারায় গুলি সেনা-জঙ্গি সংঘর্ষ হয়। নিকেশ চার জঙ্গি। শনিবার সাতসকালে ট্যুইট  করে একথা জানাল কাশ্মীর পুলিশ।

বিবৃতিতে বলা হল, ‘গতকাল রাতে আমরা চার-পাঁচটা লোকেশনে যুগ্ম অপারেশন চালিয়েছিলাম। এখনও পর্যন্ত পুলওয়ামায় একজন পাকিস্তানি সহ দুই জইশ ই মহম্মদ জঙ্গি নিহত হয়েছে। গান্ডেরবাল এবং হান্ডওয়ারা একজন করে লস্কর ই তইবার জঙ্গি নিহত হয়েছে। হান্ডওয়ারা এবং পুলওয়ামায় অপারেশন শেষ। এক জঙ্গিকে জীবিত অবস্থায় গ্রেফতার করা হয়েছে।’

আরও পড়ুন: গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা উপত্যকার স্কুলগুলিতে

কাশ্মীর জোন পুলিশের ট্যুইটার হ্যান্ডল থেকে জানানো হয়, গান্ডেরবাল এলাকায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ হয় নিরাপত্তা বাহিনীর। নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই তইবার এক সদস্যকে নিকেশ করেছে বাহিনী। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার চেওয়া কালান এলাকায় রাতের অন্ধকারে হানা দিয়ে দুই জইশ জঙ্গিকে খতম করেছে নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের পরিচয় এখনও  জানা যায়নি।

আরও পড়ুন: কাশ্মীরে বিশ্বের সর্বোচ্চ সেতুর উদ্বোধন প্রধানমন্ত্রীর

 

আরও পড়ুন: কাশ্মীরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে তৃণমূলের ৫ প্রতিনিধি দল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কাশ্মীরে সেনা-জঙ্গি গুলির লড়াই, নিকেশ চার জঙ্গি

আপডেট : ১২ মার্চ ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ ফের এনকাউন্টারের শব্দে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর। শনিবার সকালে গান্ডেরবাল, পুলওয়ামা এবং হান্ডওয়ারায় গুলি সেনা-জঙ্গি সংঘর্ষ হয়। নিকেশ চার জঙ্গি। শনিবার সাতসকালে ট্যুইট  করে একথা জানাল কাশ্মীর পুলিশ।

বিবৃতিতে বলা হল, ‘গতকাল রাতে আমরা চার-পাঁচটা লোকেশনে যুগ্ম অপারেশন চালিয়েছিলাম। এখনও পর্যন্ত পুলওয়ামায় একজন পাকিস্তানি সহ দুই জইশ ই মহম্মদ জঙ্গি নিহত হয়েছে। গান্ডেরবাল এবং হান্ডওয়ারা একজন করে লস্কর ই তইবার জঙ্গি নিহত হয়েছে। হান্ডওয়ারা এবং পুলওয়ামায় অপারেশন শেষ। এক জঙ্গিকে জীবিত অবস্থায় গ্রেফতার করা হয়েছে।’

আরও পড়ুন: গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা উপত্যকার স্কুলগুলিতে

কাশ্মীর জোন পুলিশের ট্যুইটার হ্যান্ডল থেকে জানানো হয়, গান্ডেরবাল এলাকায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ হয় নিরাপত্তা বাহিনীর। নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই তইবার এক সদস্যকে নিকেশ করেছে বাহিনী। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার চেওয়া কালান এলাকায় রাতের অন্ধকারে হানা দিয়ে দুই জইশ জঙ্গিকে খতম করেছে নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের পরিচয় এখনও  জানা যায়নি।

আরও পড়ুন: কাশ্মীরে বিশ্বের সর্বোচ্চ সেতুর উদ্বোধন প্রধানমন্ত্রীর

 

আরও পড়ুন: কাশ্মীরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে তৃণমূলের ৫ প্রতিনিধি দল