০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

উৎসব মরশুমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার লক্ষ্যে পথে নামছে প্রায় ৭০ হাজার কর্মী

ইমামা খাতুন
  • আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 72

পুবের কলম প্রতিবেদক: আসন্ন উৎসব মরশুমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিতে কোমর বাঁধছে রাজ্য বিদ্যুৎ বন্টন দফতর৷ পুজোর মরশুমে বিদ্যুৎ উৎপাদন ও তার সুষ্ঠ সরবাহের লক্ষ্যে অফিসার, স্থায়ী এবং অস্থায়ী কর্মী মিলিয়ে মোট ৬৯ হাজার ৮১৭ জন কর্মী পথে নামছে৷

মঙ্গলবার সল্টলেক বিদ্যুৎ ভবনে উৎসব প্রাক্কলের একটি প্রস্তুতির পর্বে আধিকারিকদের নিয়ে বিভাগীয় একটি বৈঠক শেষে নিরবিছিন্ন বিদ্যুৎ পরিষেবা বজায় রাখার ব্যাপারে পুজো উদ্যোক্তা ও রাজ্যবাসীকে আশ্বস্ত করে দিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস৷ উৎসবের মরশুমে দফতরের গুচ্ছ ব্যবস্থাপনার কথা শুনিয়ে এদিন মন্ত্রী জানান, নির্বিঘ্ন বিদ্যুৎ পরিষেবার জন্য অফিস, জোনান, রিজুইন্যাল, ডিভিশন, কাস্টমার কেয়ার সহ একাধিক ক্ষেত্র মিলিয়ে ১৫৩৬ টি স্টেশন খোলা থাকছে৷ বিঘ্ন পরিষেবার দ্রুত নিস্পত্তি করতে ২৩৬৬ টি মোবাইল ভ্যান টহলদারীতে থাকবে৷ এদিকে পরিষেবা ব্যাহত, বিচ্ছিন্ন সহ যে কোন নাগরিক সমস্যার অভিযোগ জানাতে বিদ্যুৎ দফতর একটি টোল ফ্রি নম্বর চালু করেছে৷ সেই নম্বরটি ১৯১২১৷ এরই পাশাপাশি খোলা হয়েছে দুটি কন্টোল নম্বর৷ সেই নম্বর দুটি যথাক্রমে, ৮৯০০৭৯৩৫০৩/৮৯০০৭৯৩৫০৪৷ দফতরের এই সমস্ত ব্যস্থাপনা তুলে ধরে মন্ত্রীর সাফাই, বিপদমুক্ত পুজো করতেই সরকারের প্রধান লক্ষ্য৷ সেই অংশে পুজো মণ্ডপে বিদ্যুৎ-এর চাহিদা কত পরিমাণ, তা জানাতে পুজো উদ্যোক্ততাদের একজন লাইসেন্সধারী ইলেকট্রিক বিশেষজ্ঞকে কাজে লাগানোর আবেদন জানান মন্ত্রী অরূপ৷ মন্ত্রীর কথায়, এতে সংশ্লিষ্ট পুজো কমিটির “নিট” বিদ্যুৎতের চাহিদা জানা যাবে৷ এরফলে বিদ্যুৎতের কম-বেশির বিপাকে মণ্ডপে বড় অঘটনের হাত থেকে রেহায় পাবে৷

আরও পড়ুন: তীব্র গরমে বিদ্যুতের সমস্যায় নাজেহাল জয়নগর, মথুরাপুর-সহ আশেপাশের এলাকার মানুষ

সেইসঙ্গে, ছেড়া তার, ইলেকট্রিক পোস্ট এড়িয়ে চলতে পুজো কমিটি গুলিকে সতর্ক করেন অরূপ৷ এদিন একটি পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী জানান, ২০১১ সালে ২৯৭০ টি পুজো কমিটি বিদ্যুৎ কানেকশন নিয়েছিল৷ ক্রমাগত সেই সংখ্যা বেড়ে ২০২১ বছরে ৪০,১২৪ টি মণ্ডপ রাজ্য বিদ্যুৎ দফতর কানেকশন পেয়েছে৷ যার বৃদ্ধির হার ৯১ শতাংশ৷ এবারে ওই সংখ্যাটা ছাড়িয়ে যাবে বলে জানাচ্ছে বিদ্যুৎ কর্তারা৷ দফতর সূত্রে খবর, আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত মণ্ডপে বিদ্যুৎ সংযোগের কাজ হচ্ছে৷

আরও পড়ুন: মধ্যরাতে রেল লাইনে সমস্যা, দুর্ঘটনা থেকে রক্ষা পেল লোকাল ট্রেন

সেইসঙ্গে, আগামী ৯-১০ অক্টোবর লক্ষ্মী পুজোর কানেকশন দেওয়া হবে৷ ওই মাসের ২০-২৮ তারিখ পর্যন্ত কালীপুজোর বিদ্যুৎ সংযোগের কাজ চলবে৷ মন্ত্রী জানান, উৎসবের সময়কালে পুলিশ ও দমকলের কর্মীরা পরিবার সহ নিজেদের শখ, শান্তি সবকিছু ছেড়ে কাজ করেন৷ সেই অংশে বিদ্যুৎ দফতরের কর্মীরাও ২৪ ঘন্টা মানুষের জন্য কাজ করবেন৷

আরও পড়ুন: কর্নাটক রোডম্যাপে হেঁটে মরুরাজ্যে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার ঘোষণা গেহলট সরকারের

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উৎসব মরশুমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার লক্ষ্যে পথে নামছে প্রায় ৭০ হাজার কর্মী

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক: আসন্ন উৎসব মরশুমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিতে কোমর বাঁধছে রাজ্য বিদ্যুৎ বন্টন দফতর৷ পুজোর মরশুমে বিদ্যুৎ উৎপাদন ও তার সুষ্ঠ সরবাহের লক্ষ্যে অফিসার, স্থায়ী এবং অস্থায়ী কর্মী মিলিয়ে মোট ৬৯ হাজার ৮১৭ জন কর্মী পথে নামছে৷

মঙ্গলবার সল্টলেক বিদ্যুৎ ভবনে উৎসব প্রাক্কলের একটি প্রস্তুতির পর্বে আধিকারিকদের নিয়ে বিভাগীয় একটি বৈঠক শেষে নিরবিছিন্ন বিদ্যুৎ পরিষেবা বজায় রাখার ব্যাপারে পুজো উদ্যোক্তা ও রাজ্যবাসীকে আশ্বস্ত করে দিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস৷ উৎসবের মরশুমে দফতরের গুচ্ছ ব্যবস্থাপনার কথা শুনিয়ে এদিন মন্ত্রী জানান, নির্বিঘ্ন বিদ্যুৎ পরিষেবার জন্য অফিস, জোনান, রিজুইন্যাল, ডিভিশন, কাস্টমার কেয়ার সহ একাধিক ক্ষেত্র মিলিয়ে ১৫৩৬ টি স্টেশন খোলা থাকছে৷ বিঘ্ন পরিষেবার দ্রুত নিস্পত্তি করতে ২৩৬৬ টি মোবাইল ভ্যান টহলদারীতে থাকবে৷ এদিকে পরিষেবা ব্যাহত, বিচ্ছিন্ন সহ যে কোন নাগরিক সমস্যার অভিযোগ জানাতে বিদ্যুৎ দফতর একটি টোল ফ্রি নম্বর চালু করেছে৷ সেই নম্বরটি ১৯১২১৷ এরই পাশাপাশি খোলা হয়েছে দুটি কন্টোল নম্বর৷ সেই নম্বর দুটি যথাক্রমে, ৮৯০০৭৯৩৫০৩/৮৯০০৭৯৩৫০৪৷ দফতরের এই সমস্ত ব্যস্থাপনা তুলে ধরে মন্ত্রীর সাফাই, বিপদমুক্ত পুজো করতেই সরকারের প্রধান লক্ষ্য৷ সেই অংশে পুজো মণ্ডপে বিদ্যুৎ-এর চাহিদা কত পরিমাণ, তা জানাতে পুজো উদ্যোক্ততাদের একজন লাইসেন্সধারী ইলেকট্রিক বিশেষজ্ঞকে কাজে লাগানোর আবেদন জানান মন্ত্রী অরূপ৷ মন্ত্রীর কথায়, এতে সংশ্লিষ্ট পুজো কমিটির “নিট” বিদ্যুৎতের চাহিদা জানা যাবে৷ এরফলে বিদ্যুৎতের কম-বেশির বিপাকে মণ্ডপে বড় অঘটনের হাত থেকে রেহায় পাবে৷

আরও পড়ুন: তীব্র গরমে বিদ্যুতের সমস্যায় নাজেহাল জয়নগর, মথুরাপুর-সহ আশেপাশের এলাকার মানুষ

সেইসঙ্গে, ছেড়া তার, ইলেকট্রিক পোস্ট এড়িয়ে চলতে পুজো কমিটি গুলিকে সতর্ক করেন অরূপ৷ এদিন একটি পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী জানান, ২০১১ সালে ২৯৭০ টি পুজো কমিটি বিদ্যুৎ কানেকশন নিয়েছিল৷ ক্রমাগত সেই সংখ্যা বেড়ে ২০২১ বছরে ৪০,১২৪ টি মণ্ডপ রাজ্য বিদ্যুৎ দফতর কানেকশন পেয়েছে৷ যার বৃদ্ধির হার ৯১ শতাংশ৷ এবারে ওই সংখ্যাটা ছাড়িয়ে যাবে বলে জানাচ্ছে বিদ্যুৎ কর্তারা৷ দফতর সূত্রে খবর, আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত মণ্ডপে বিদ্যুৎ সংযোগের কাজ হচ্ছে৷

আরও পড়ুন: মধ্যরাতে রেল লাইনে সমস্যা, দুর্ঘটনা থেকে রক্ষা পেল লোকাল ট্রেন

সেইসঙ্গে, আগামী ৯-১০ অক্টোবর লক্ষ্মী পুজোর কানেকশন দেওয়া হবে৷ ওই মাসের ২০-২৮ তারিখ পর্যন্ত কালীপুজোর বিদ্যুৎ সংযোগের কাজ চলবে৷ মন্ত্রী জানান, উৎসবের সময়কালে পুলিশ ও দমকলের কর্মীরা পরিবার সহ নিজেদের শখ, শান্তি সবকিছু ছেড়ে কাজ করেন৷ সেই অংশে বিদ্যুৎ দফতরের কর্মীরাও ২৪ ঘন্টা মানুষের জন্য কাজ করবেন৷

আরও পড়ুন: কর্নাটক রোডম্যাপে হেঁটে মরুরাজ্যে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার ঘোষণা গেহলট সরকারের