১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজারহাটে জন্মদিনের পার্টিতে তরুণীকে মাদক খাইয়ে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৪

পুবের কলম প্রতিবেদক: রাজারহাটে জন্মদিনের পার্টিতে তরুণীকে মাদক খাইয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় তরুণীকে ভর্তি করা হয় হাসপাতালে।

জানা গেছে, রাজারহাটের বৈদিক ভিলেজ নামে একটি রিসর্টে জন্মদিনের পার্টি চলছিল। পার্টি চলাকালীন ওই তরুণীকে মাদক খাইয়ে সংজ্ঞাহীন করে দেওয়া হয়। তারপর অভিযুক্তরা মিলে তাঁকে গণধর্ষণ করে। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে।

আরও পড়ুন: ধর্ষণের চেষ্টা প্রতিহত করতে ব্যক্তিকে খুন, উত্তরপ্রদেশে গ্রেফতার ১৮ বছরের তরুণী

ঘটনার পর নির্যাতিতার পরিবারের তরফে  অভিযোগ জানানো হয়েছিল রাজারহাট থানায়। কলকাতা শহরের বিভিন্ন প্রান্ত থেকে অভিযুক্ত ৪ যুবককে আটক করে পুলিশ। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার তাঁদেরকে গ্রেফতার করা হয়। আসলে সেদিন জন্মদিনের পার্টিতে ঠিক কি ঘটনা ঘটেছিল তা জানতে শনিবারও রাজারহাট থানায় ধৃতদের জেরা করে পুলিশ।

আরও পড়ুন: হরিয়ানায় তরুণীকে গণধর্ষণ, চলন্ত গাড়ি থেকে রাস্তায় ছুড়ে ফেলে হল নির্যাতিতাকে

সূত্রের খবর, ৯ নভেম্বর ১০-১৫ জনের একটি দল রাজারহাটের বৈদিক ভিলেজ রিসর্টে পার্টি করার জন্য গিয়েছিল। তবে বৈদিক ভিলেজ কর্তৃপক্ষ দাবি করছে, এই দলটির লোকজনের সম্পর্কে কোনও তথ্য তাঁদের কাছে নেই। তবে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে বৈদিক ভিলেজ রিসর্ট কর্তৃপক্ষের ভূমিকার বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

আরও পড়ুন: যোগীরাজ্যে প্রকাশ্যে অস্ত্র বিক্রি কট্টরপন্থীদের, দশজনকে গ্রেফতার-একাধিক ধারায় মামলা

পাশাপাশি এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বৈদিক ভিলেজ রিসর্টের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ তদন্তে নেমে ওই রিসর্টের একটি ঘর সিল করে দেয়।

চার অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (২) (জি) ধারায় গণধর্ষণের অভিযোগ এবং ৩২৮ ধারায় মাদক মিশিয়ে সংজ্ঞাহীন করার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। শনিবার অভিযুক্ত চারজনকে বারাসত আদালতে তোলা হয়।

এদিন বিচারক তাঁদের ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। নির্যাতিতা পুলিশকে জানিয়েছে, তিনি ৯ তারিখ এক বান্ধবীর জন্মদিনের পার্টিতে যোগ দিতেই ওই রিসর্টে গিয়েছিলেন। সেখানে আরও অনেকে আমন্ত্রিত ছিল। ওইদিন রাত দশটা নাগাদ অভিযুক্তরা তাঁকে গণধর্ষণ করে।

সর্বধিক পাঠিত

অঙ্কিতা ভাণ্ডারি হত্যাকাণ্ড: রাজ্যজুড়ে “উত্তরাখণ্ড বন্ধ”-এর ডাক রাজনৈতিক ও সামাজিক সংগঠনের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজারহাটে জন্মদিনের পার্টিতে তরুণীকে মাদক খাইয়ে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৪

আপডেট : ১২ নভেম্বর ২০২২, শনিবার

পুবের কলম প্রতিবেদক: রাজারহাটে জন্মদিনের পার্টিতে তরুণীকে মাদক খাইয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় তরুণীকে ভর্তি করা হয় হাসপাতালে।

জানা গেছে, রাজারহাটের বৈদিক ভিলেজ নামে একটি রিসর্টে জন্মদিনের পার্টি চলছিল। পার্টি চলাকালীন ওই তরুণীকে মাদক খাইয়ে সংজ্ঞাহীন করে দেওয়া হয়। তারপর অভিযুক্তরা মিলে তাঁকে গণধর্ষণ করে। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে।

আরও পড়ুন: ধর্ষণের চেষ্টা প্রতিহত করতে ব্যক্তিকে খুন, উত্তরপ্রদেশে গ্রেফতার ১৮ বছরের তরুণী

ঘটনার পর নির্যাতিতার পরিবারের তরফে  অভিযোগ জানানো হয়েছিল রাজারহাট থানায়। কলকাতা শহরের বিভিন্ন প্রান্ত থেকে অভিযুক্ত ৪ যুবককে আটক করে পুলিশ। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার তাঁদেরকে গ্রেফতার করা হয়। আসলে সেদিন জন্মদিনের পার্টিতে ঠিক কি ঘটনা ঘটেছিল তা জানতে শনিবারও রাজারহাট থানায় ধৃতদের জেরা করে পুলিশ।

আরও পড়ুন: হরিয়ানায় তরুণীকে গণধর্ষণ, চলন্ত গাড়ি থেকে রাস্তায় ছুড়ে ফেলে হল নির্যাতিতাকে

সূত্রের খবর, ৯ নভেম্বর ১০-১৫ জনের একটি দল রাজারহাটের বৈদিক ভিলেজ রিসর্টে পার্টি করার জন্য গিয়েছিল। তবে বৈদিক ভিলেজ কর্তৃপক্ষ দাবি করছে, এই দলটির লোকজনের সম্পর্কে কোনও তথ্য তাঁদের কাছে নেই। তবে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে বৈদিক ভিলেজ রিসর্ট কর্তৃপক্ষের ভূমিকার বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

আরও পড়ুন: যোগীরাজ্যে প্রকাশ্যে অস্ত্র বিক্রি কট্টরপন্থীদের, দশজনকে গ্রেফতার-একাধিক ধারায় মামলা

পাশাপাশি এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বৈদিক ভিলেজ রিসর্টের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ তদন্তে নেমে ওই রিসর্টের একটি ঘর সিল করে দেয়।

চার অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (২) (জি) ধারায় গণধর্ষণের অভিযোগ এবং ৩২৮ ধারায় মাদক মিশিয়ে সংজ্ঞাহীন করার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। শনিবার অভিযুক্ত চারজনকে বারাসত আদালতে তোলা হয়।

এদিন বিচারক তাঁদের ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। নির্যাতিতা পুলিশকে জানিয়েছে, তিনি ৯ তারিখ এক বান্ধবীর জন্মদিনের পার্টিতে যোগ দিতেই ওই রিসর্টে গিয়েছিলেন। সেখানে আরও অনেকে আমন্ত্রিত ছিল। ওইদিন রাত দশটা নাগাদ অভিযুক্তরা তাঁকে গণধর্ষণ করে।